1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টোমাস বাখের আশা-আকাঙ্ক্ষা

১৭ সেপ্টেম্বর ২০১৩

মঙ্গলবার সরকারিভাবে আইওসির দায়িত্ব নিতে চলেছেন জার্মানির টোমাস বাখ৷ সুইজারল্যান্ডের লোসানে আইওসি-র মুখ্য কার্যালায়ে তাঁকে স্বাগত জানাবেন বিদায়ী প্রেসিডেন্ট জাক রগে৷ ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কী ভাবছেন টোমাস বাখ?

Thomas Bach of Germany reacts to applause after he was elected the ninth president of the International Olympic Committee (IOC) succeeding Jacques Rogge during a vote in Buenos Aires, September 10, 2013. REUTERS/Enrique Marcarian (ARGENTINA - Tags: SPORT OLYMPICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

৫৯ বছর বয়সি প্রাক্তন ক্রীড়াবিদ টোমাস বাখ আইওসি-কে নিজের ঘরবাড়ির মতো চেনেন৷ কাজেই খুব ঢাকঢোল পিটিয়ে কাজ শুরু করছেন না তিনি৷ কাজ বলতে তাঁর পূর্বসূরির কাছ থেকে ফাইলপত্তর বুঝে নেওয়া৷ তারপরেই ঘাড়ে এসে পড়বে ২০১৪-য় সোচি-তে শীতকালীন অলিম্পিক্স, যার সাফল্য-অসাফল্যের দায়িত্ব খানিকটা অলিম্পিকের বড়কর্তার ওপর বৈকি৷ কাজেই বাখের প্রথম সরকারি সফর হবে গ্রিসে গিয়ে অলিম্পিক অগ্নি প্রজ্বলন অনুষ্ঠানে হাজির থাকা৷

টোমাস বাখের ভাবনাচিন্তা

আইওসি-র প্রেসিডেন্ট হিসেবে তিনি নতুন কী করার কথা ভাবছেন – নির্বাচনের পর প্রথম সাংবাদিক সম্মেলনে বাখ-কে সে প্রশ্ন করা হয়েছিল৷ তিনি বলেন, তিনি ম্যাচ ফিক্সিং-এর বিরুদ্ধে আরো রুখে দাঁড়াতে চান৷ এছাড়া কিশোর-যুব মহলের যাতে খেলাধুলায় আগ্রহ বাড়ে, সেটাও তাঁর একটা লক্ষ্য৷

বাখ বলেন ম্যাচ ফিক্সিং-এর বিরুদ্ধে আরো রুখে দাঁড়াতে চান তিনিছবি: picture-alliance/dpa

সেটা ছিল নির্বাচনের দিন৷ তার পরের দিন সকালে ঐ সাংবাদিকদেরই একটা বিধিবর্জিত জটলায় বাখ আরো একটি মহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা বলেন: যে সব শহর এবং যে ধরনের শহর অলিম্পিক আয়োজনের আবেদন করে, তাদের মনোবৃত্তিটাই তিনি বদলে দিতে চান৷ ‘‘আজ আমাদের বিডিং করার পদ্ধতিটা এমন যে, আমরা আবেদনকারী শহরগুলোর কাছ থেকে বড় বেশি চাই, এবং তা বড় আগে থেকে চাই,'' বলেন বাখ৷

ব্যবসা বনাম সৃজনশীলতা

‘‘আমরা যেন শহরগুলোকে কোনো ব্যবসা কিংবা ফ্র্যানচাইজের দৃষ্টিকোণ থেকে দেখি৷ এর ফলে এমন একটা পরিস্থিতির সৃষ্ট হয় যে, অলিম্পিক আয়োজনের আবেদনপত্রগুলো যেন একই লোক অথবা লোকেরা লিখেছে, তা সে শহর বিশ্বের যে কোণেই হোক না কেন৷ আমি সত্যি-সত্যি বলতে পারি, আবেদনকারী শহরগুলোর সঙ্গে প্রশ্নোত্তর বৈঠকে আমি আগে থেকেই উত্তরগুলো জানি, কেননা আমি সেগুলো এর আগেই শুনেছি৷ আমি এই মনোবৃত্তিটা বদলাতে চাই,'' ঘোষণা করেন বাখ৷

‘‘আমি আমন্ত্রণকারী শহরগুলোকে ডেকে জানতে চাইব, অলিম্পিক গেমস তাদের শহর, তাদের অঞ্চল, তাদের দেশের উন্নয়ন, তাদের নিজেদের টেঁকসই বিকাশের সঙ্গে খাপ খাবে কিনা৷ এর ফলে তারা তাদের নিজেদের ধ্যানধারণা, তাদের নিজেদের সৃজনশীলতা দেখাতে পারবে এবং তাদের শহর কিংবা অঞ্চলের মানুষরাও গোড়া থেকেই অলিম্পিক আয়োজনের আবেদনের সঙ্গে যুক্ত থাকবে৷ তার ফলে আবেদনকারীদের সংখ্যা বাড়বে, সৃজনশীলতা, স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়বে, তরুণ প্রজন্মের উৎসাহ এবং সহযোগিতা পাওয়া যাবে৷ এটা করা খুব সহজ হবে না এবং আমাদের একটা ন্যূনতম মান রেখে চলতে হবে৷ তবে আপাতত আমরা বড় তাড়াতাড়ি বড় বেশি শর্ত চাপাচ্ছি বলে আমার ধারণা৷''

বাখই প্রথম আইওসি প্রেসিডেন্ট, যিনি স্বয়ং একজন অলিম্পিক গোল্ড মেডালিস্ট৷ ১৯৭৬ সালের অলিম্পিকে তিনি ফেন্সিং-এর টিম ফয়েল বিভাগে স্বর্ণপদক জয় করেছিলেন৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ