1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যাংকারে হামলার ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

১৫ জুন ২০১৯

পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷

Iran Kriegsschiff | Konflikt Angriff auf Tankschiffe, Straße von Hormus
ছবি: picture-alliance/Photoshot

শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে এ ঘটনায় সব ধরনের সংঘর্ষ এড়িয়ে যাওয়া৷

গুতেরেস বলেন, ‘‘আমরা মনে করি, যে কোন মূল্যে উপসাগরীয় এলাকায় সব ধরনের সংঘর্ষ এড়িয়ে চলা উচিত৷ যদিও এ মুহূর্তে কোন পক্ষেরই আলোচনায় বসার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না৷''

গত সপ্তাহে ওমান উপসাগরে দুটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটে৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ ঘটনার জন্য তেহরানকে দায়ী করে৷ তার আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নিকটবর্তী উপসাগরে চারটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে৷ ওই হামলার জন্যও ইরানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র৷

হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে৷

গত সপ্তাহের হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, তাঁর দেশ যে কোন মূল্যে এ অঞ্চলে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখার চেষ্টা চালাবে৷

এদিকে ইরানকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব আবুল ঘেট বলেন, ইরান সকলকেই সংর্ঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে৷ একবার এ সংঘর্ষ শুরু হলে এ অঞ্চলের কেউই নিরাপদ থাকতে পারবে না বলেও সতর্ক করেন তিনি৷

শান্ত থাকার আহ্বান জার্মানির

চলমান পরিস্থিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাস বলেন, সমস্যা নিরসনের একমাত্র পথ হচ্ছে চলমান উত্তেজনা প্রশমিত করা৷ ট্যাংকারে হামলার ঘটনার নিন্দা জানিয়ে জার্মান এ কূটনীতিক বলেন, এ ধরনের হামলা শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, এ অঞ্চলের শান্তিও বিঘ্নিত করছে৷

নীরব ইরান

ট্যাংকারে হামলার ঘটনায়  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে দায়ী করলেও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে দেশটি৷ শনিবার তাজিকিস্তানে রাশিয়া, চীন ও এশিয়ার অন্যান্য দেশের নেতৃবৃন্দের উপস্থিতে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে কোন মন্তব্য করেননি ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি৷ তবে তিনি বলেন, পারমানবিক চুক্তির সাথে সম্পৃক্ত দেশগুলোর কাছ থেকে ইতিবাচক কোন সাড়া না পেলে এ চুক্তি থেকে সরে আসবে ইরান৷

আরআর/এসিবি (এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ