1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ট্যাক্সি চালক' এবং বুড়ো-বুড়ির জয়

১৬ ফেব্রুয়ারি ২০১৫

বার্লিনে অনুষ্ঠিত আন্ডর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে'-তে এবার জাফর পানাহি এসেছিলেন ‘ট্যাক্সি' নিয়ে৷ আর ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ এসেছিলেন তিনজন নারী-পুরুষের আন্তঃসম্পর্কের একটি ছবি নিয়ে৷ বাজিমাত করেছেন দু'জনেই৷

Berlinale 2015 Abschluss Gala Preisverleihung Nichte von Jafar Panahi
ছবি: picture-alliance/dpa/: Kappeler

এবার সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ট্যাক্সি'৷ ইরান থেকে বিতাড়িত পরিচালক জাফর পানাহির এ ছবিটি নিয়ে আগে সমালোচকদের কাছ থেকে খুব একটা প্রশংসা শোনা না গেলেও বার্লিনালের জুরিরা এর পক্ষেই রায় দিয়েছেন৷ ছবিতে জাফর পানাহি নিজেই ছিলেন ট্যাক্সি ড্রাইভারের ভূমিকায়৷ তেহরানের ব্যস্ত রাস্তায় চলেছে ট্যাক্সি৷ চালকের পাশেই ক্যামেরা৷ চালক সব যাত্রীর সঙ্গে কথা বলছেন আর ক্যামেরায় তা ধারণ করা হচ্ছে৷ এভাবে ট্যাক্সি চালকের চোখে তেহরানবাসীর জীবন তুলে ধরে এবার বার্লিনালে জয় করলেন জাফর পানাহি৷

জাফর পানাহিছবি: AFP/Getty Images/A. Kenare

সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী হয়েছেন যথাক্রমে টম কার্টনি এবং শার্লট ব়্যাম্পলিং৷ ‘ফর্টি ফাইভ ইয়ার্স' ছবির নাম ভূমিকায় অভিনয় করে ইউরোপের সেরা চলচ্চিত্র উৎসব থেকে সেরার পুরস্কার নিয়ে ফিরলেন তাঁরা৷ শনিবার দু'জন একসঙ্গেই এসেছিলেন সংবাদ সম্মেলনে৷ হোটেল হায়াত-এ সমাগত সাংবাদিকদের মাঝে হাসির রোল উঠেছিল রূপালি পর্দার মতো বাস্তবেও রাম্পলিং আর কার্টনিকে খুনসুটিতে মেতে উঠতে দেখে৷ ৭৭ বছর বয়সি কার্টনি এবং ৬৯ বছর বয়সি শার্লট অনবদ্য অভিনয় করেছেন ‘ফর্টি ফাইভ ইয়ার্স'-এ৷

সেরা অভিনেতা টম কার্টনি এবং সেরা অভিনেত্রী শার্লট ব়্যাম্পলিংছবি: Tim Brakemeier/AFP/Getty Images

বার্লিনালেতে আন্তর্জাতিক জুরিদের বিবেচনায় সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘আফেরিম' ছবির পরিচালক রাডু জুডে, ‘বেস্ট ফার্স্ট ফিচার' ক্যাটেগরিতে সেরা হয়েছে ‘সিক্স হান্ড্রেড মাইলস' ছবি৷ সেরা স্বল্প দৈর্ঘের ছবি হিসেবে গোল্ডেন বেয়ার পেয়েছে কোরিয়ার ছবি ‘হোসানা'৷ আন্তর্জাতিক জুরিদের বিবেচনায় যেমন অনেক ক্যাটাগরিতে সেরার স্বীকৃতি দেয়া হয়, বার্লিনালেতে তার বাইরেও থাকে অনেক পুরস্কার৷ শিশুরাও বেছে নেয় সেরা ছবি৷ শান্তি পুরস্কারও আছে৷ এবার ‘পিস ফিল্ম প্রাইজ' দেয়া হয়েছে ‘দ্য লুক অফ সাইলেন্স-'কে৷ এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিল্ম পুরস্কার পেয়েছে ‘টেল স্প্রিং নট টু কাম দিস ইয়ার'৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ