1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যুর দ্য ফ্রঁসের দশম রেস বিজয়ী ব্রিটেনের মার্ক কাভেনডিশ

১৫ জুলাই ২০০৯

বিশ্বের সবচেয়ে বড় সাইকেল চালনা প্রতিযোগিতা হলো ট্যুর দ্য ফ্রঁসে৷ প্রতিযোগিতার দশম পর্যায়ের রেসে বিজয়ী হয়েছেন ব্রিটেনের মার্ক কাভেনডিশ৷ এই নিয়ে এ বছরের ট্যুর দ্য ফ্রঁসের তিনটি রেসে বিজয়ী হলেন তিনি৷

ব্রিটেনের মার্ক কাভেনডিশ (ফাইল ফটো)ছবি: AP

মঙ্গলবার দশম রেসে প্রতিযোগিদের ১৯৪ দশমিক ৫ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে৷ রেসের প্রায় শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিলেন নরওয়ের থর হুশোভড৷ কিন্তু শেষ ২০০ মিটারে এসে আসল খেল দেখান মার্ক কাভেনডিশ৷ গতি বাড়িয়ে একেবারে শেষদিকে এসে পেছনে ফেলে দেন থর হুশোভডকে৷ মোট ৪ ঘন্টা ৪৬ মিনিট ৪৩ সেকেন্ড সময় নেন তিনি৷ তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের টাইলার ফেরার৷

এদিকে এই নিয়ে ট্যুর দ্য ফ্রঁসে প্রতিযোগিতার মোট ৭টি রেস জিতলেন মার্ক কাভেনডিশ৷ আরেকটি জিতলেই তিনি স্পর্শ করবেন ব্রিটেনের ব্যারি হোবাইনকে, যিনি ব্রিটেনের পক্ষে সর্বোচ্চ আটটি রেস জিতেছেন৷

প্রতিযোগিতার দশটি রেস শেষে সবমিলিয়ে এখন প্রথম অবস্থানে রয়েছেন রিনালডো নসেনতিনি৷ তাঁর অর্জিত নিজস্ব সময় ৩৯ ঘন্টা ১১মিনিট ৪ সেকেন্ড৷ এরপর রয়েছেন আলবার্তো কনটাডোর এবং তার পরে যুক্তরাষ্ট্রের ল্যান্স আর্মস্ট্রং৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ