1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যুর দ্য ফ্রঁস দেখার সময় দুর্ঘটনায় নিহত ১

১৮ জুলাই ২০০৯

সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর দ্য ফ্রঁস দেখার সময় দুর্ঘটনায় ১ জন দর্শক নিহত এবং ২ জন আহত হয়েছেন৷ এদিকে ট্যুর দ্য ফ্রঁস-এর ১৩-তম পর্যায়ে জার্মানির হাইনরিচ হাউসলার জয়লাভ করেছেন৷

ট্যুর দ্য ফ্রঁস ২০০৯ এ দুর্ঘটনা

পুলিশের একটি মোটর সাইকেলের আঘাতে এই দুর্ঘটনা ঘটে৷ এটি ঘটেছে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের গ্রাম উইটেলশিমে৷ ব্যবস্থাপকরা জানিয়েছেন, আহত ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ ফরাসি পুলিশ জানায়, একজন মহিলা রাস্তা পার হবার সময় পুলিশের মোটর সাইকেলটি তাকে আঘাত করে, এরপর মোটর সাইকেলটি উল্টে গিয়ে আরো দু'তিন জনকে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে৷

এদিকে ট্যুর দ্য ফ্রঁস-এর ১৩-তম পর্যায়ে জয়লাভ করলেন জার্মানির হাইনরিচ হাউসলার৷ ল্যান্স আর্মসট্রং রয়েছেন তৃতীয় অবস্থানে৷ অন্যদিকে আস্তানার প্রতিযোগী লেভি লাইপহেইমার কব্জি ভেঙ্গে যাবার কারণে ট্যুর দ্য ফ্রঁস প্রতিযোগিতা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন৷ ৭ বারের ট্যুর বিজয়ী আর্মস্ট্রং বলেছেন, পুরো প্রতিযোগিতা লাইপহেইমারকে মিস করবে৷ তিনি বলেন, লাইপহেইমার দলের নেতাদের একজন৷ তাঁর অনুপস্থিতি দলে বড় ধরণের প্রভাব ফেলবে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ