1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধীদের বিচার

২৩ ফেব্রুয়ারি ২০১২

জামায়াত নেতা গোলাম আযমের বিরুদ্ধে বিদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারিত যুদ্ধাপরাধ বিষয়ক কয়েকটি তথ্যচিত্র ট্রাইবুনালে উপস্থাপন করা হবে৷

ছবি: Harun Ur Rashid Swapan

গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে ১৯১ পৃষ্ঠার অভিযোগ উপস্থাপন শেষ করেছে প্রসিকউশন৷ প্রসিকিউশন গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ তুলে ধরেছে৷ এর মধ্যে হত্যা ধর্ষণ, লুটতরাজের মত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে৷ অভিযোগ পাকিস্তানি বাহিনীর সহায়তায় তিনি শান্তি কমিটি, রাজাকার, আল বদর এবং আল শামস গঠন করেন৷ তার নির্দেশে স্বাধীনতা বিরোধী ওইসব সংগঠন বুদ্ধিজীবীসহ বাংলাদেশের কয়েক লাখ মানুষকে হত্যা করেছে৷ প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়দ আল মালুম বলেন, আগামী ২৭শে এপ্রিল গোলাম আযমের যুদ্ধাপরাধের ব্যাপারে বিদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কয়েকটি তথ্যচিত্র ট্রাইবুন্যালে উপস্থাপন করা হবে৷

এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিচার দালাল আইনে করার যে আবেদন জানিয়েছিলেন তার শুনানিও শেষ হয়েছে৷ তার আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম জানান ২৬শে ফেব্রুয়ারি এব্যাপারে আদালত আদেশ দেবেন৷

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে তার সরকারে উদ্বেগের কথা তুলে ধরেন৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, তিনি ব্রিটিশ হাইকমিশনারের উদ্বেগের কারণকে নাকচ করে দিয়েছেন৷ তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে৷ আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে৷ তার মতে বিভিন্ন মহল ভুল তথ্য দেয়ায় এই উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ