1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ববাণিজ্য সংস্থা

১ এপ্রিল ২০১২

বাংলাদেশকে দক্ষতার সঙ্গে সেই সুবিধা কাজে লাগাতে হবে৷ বিশ্ববাণিজ্য সংস্থা ডাব্লিউটিও’র প্রধান প্যাসকেল লেমি এ মন্তব্য করেছেন৷

Traffic scenario in SAARC square in Dhaka. There is no bus and minibus as the government ordered to stop the bus service to hinder the opposition's activists' movement in the capital city Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
Straßenverkehr in Dhakaছবি: DW

লেমি বলেছেন, বিশ্ব বাণিজ্যে সুবিধা পেতে হলে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে৷ প্যাসকেল লেমি'র সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের জন্য উদ্বেগ দেখালেও যুক্তরাষ্ট্র এই ব্যাংকে আজ পর্যন্ত এক পয়সাও দেয়নি৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসাবে বাংলাদেশে এসেছেন প্যাসকেল লেমি৷ শনিবার সমাবর্তন অনুষ্ঠান শেষে আজ রোববার তিনি দেখা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ বৈঠক করছেন বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে৷ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্যাসকেল লেমি সাংবাদিকদের বলেন, ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশ হওয়ার সব সম্ভাবনা আছে বাংলাদেশের৷ তবে এর জন্য বাংলাদেশকে আরো কাজ করতে হবে৷

প্যাসকেল লেমিছবি: AP

বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে৷ আর তা করতে পারলেই বিশ্ববাণিজ্যে অংশগ্রহণ বাড়বে৷ অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে৷ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, পরিষেবা, যোগাযোগ, টেলিযোগাযোগ এ'সব বিষয়ে উন্নতি ঘটাতে হবে৷

প্যাসকেল বলেন, বাংলাদেশ ট্রানজিটের জন্য একটি অনন্য দেশ৷ এই সুবিধা কাজে লাগাতে হবে৷

ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের ট্রানজিট দেশ হিসেবে যে সুবিধা রয়েছে ভবিষ্যতের জন্য তার সদ্ব্যবহার করতে হবে৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাংলাদেশ ট্রানজিট সুবিধা দিতে যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেছেন প্যাসকেল৷ তবে অবকাঠামোগত উন্নয়ন না করে এগোনো যাবে না, বলে মনে করেন অর্থমন্ত্রী৷

সাংবাদিকদের ভিন্ন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ভালোভাবেই চলছে৷ এ'নিয়ে কারুর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের জন্য উদ্বেগ দেখালেও যুক্তরাষ্ট্র এই ব্যাংকে আজ পর্যন্ত এক পয়সাও দেয়নি৷

অর্থমন্ত্রী জানান প্যাসকেলকে তিনি অনুরোধ করেছেন বিশ্বব্যাংক এবং আইএমএফ-এর মাধ্যমে বাংলাদেশকে যেন ট্রেড মানি বেশি দেয়া হয়৷ প্যাসকেল এ'ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ