1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রানজিট ইস্যুতে রাজনৈতিক নয়, বাণিজ্যিকভাবে চিন্তা করার আহ্বান

১ সেপ্টেম্বর ২০১১

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং’এর আসন্ন সফরের আগেই ট্রানজিট ইস্যু বাংলাদেশের রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংছবি: AP

ক্ষমতাসীন আওয়ামী লীগ ট্রানজিটকে দু্'দেশের জন্য উন্নয়ন অবস্থা হিসেবে দেখলেও প্রধান বিরোধী দল বিএনপি দেখছে ভারতের একতরফা লাভ হিসেবে৷ কী বলছেন এ বিষয়ে বিশেষজ্ঞরা?

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং'এর বাংলাদেশ সফর যতই এগিয়ে আসছে ট্রানজিট ইস্যুটি ততই আলোচনায় স্থান করে নিচ্ছে৷ এর পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা সমালোচনা৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রানজিটে ভারতের কি লাভ তা নিয়ে না ভেবে বাংলাদেশ কি পেতে পারে তা নিয়েই আলোচনা হওয়া উচিৎ৷ ক্ষমতাসীন আওয়ামী লীগ ট্রানজিটকে দু্'দেশের জন্য উন্নয়ন অবস্থা হিসেবে দেখলেও প্রধান বিরোধী দল বিএনপি দেখছে ভারতের একতরফা লাভ হিসেবে৷ আর এই বিতর্ক অনর্থক বলে মনে করেন ট্রানজিট বিষয়ক কোর কমিটির চেয়ারম্যান ড. মজিবুর রহমান৷

আর অর্থনীতিবিদ ড. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা যদি ট্রানজিটকে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে চিন্তা করি তাহলে এখানে ট্রানজিট আর করিডোরের প্রশ্ন আসে না৷ রাজনীতির উর্ধ্বে উঠে বাণিজ্যিকভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি৷

ট্রানজিটের ফলে ভারতের ট্রাক-লরি বাংলাদেশের রাস্তায় চলাচলের ফলে অবকাঠামো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কাকেও অনেকে বড় করে দেখছেন৷ ড. দেবপ্রিয় ভট্রাচার্য বলেন, এই মুহূর্তে ট্রানজিট ফি নির্ধারণ করা হলে তা আগাম হয়ে যাবে৷ কারণ আমাদের অবকাঠামোগত পরিস্থিতি বিশেষ করে অনেকগুলো এলাকাতে পরিবহণ যান চলার মত রাস্তা বা রেললাইন নেই৷ এগুলোকে সম্পন্ন করেই পরবর্তী চিন্তাভাবনা করা উচিৎ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ