1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রানজিট চুক্তি সই হবে মনমোহনের সফরের সময়: দীপুমনি

১৯ জুলাই ২০১১

সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ই ট্রানজিট চুক্তি সই হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি৷ তিনি বলেছেন, তার সফরের আগে ট্রানজিট ফিও চূড়ান্ত করা হবে৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনিছবি: DW

বাংলাদেশ চায় ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে আন্ত:সংযোগ গড়ে তুলতে৷ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে৷ আর এর অংশ হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা দেয়া হচ্ছে৷ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন এব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত আগেই হয়েছে৷ এখন আনুষ্ঠানিক চুক্তি করার পালা৷ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ই ট্রানজিট চুক্তি যাতে সই হতে পারে সেজন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংছবি: UNI

ট্রানজিট চালুর জন্য অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য খাতে খরচ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা৷ আর ট্রাক প্রতি ৫০ ডলার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ৪ দেশের মধ্যে মোট ১৫টি ট্রানজিট রুট চালু হবে৷ এর মধ্যে সড়ক পথে ৭টি, রেল পথে ৬টি এবং নৌপথে ২টি ট্রানজিট রুট হবে৷ ডা. দীপুমনি জানান, ট্রানজিট ফি কত হবে তা নিয়েও তারা কাজ করছেন৷ বিশ্বের অন্য যেসব দেশে এই ব্যবস্থা চালু আছে সেখান থেকে তথ্য নেয়া হচ্ছে৷ তিনি বলেন, ফি নির্ধারণে সকল পক্ষের লাভ-লোকসান বিবেচনায় রাখতে হবে৷

এদিকে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড.নিমচন্দ্র ভৌমিকের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি তার বিরুদ্ধে কুটনৈতিক রীতি-নীতি লংঘনের অভিযোগ তদন্তে শিগগিরই নেপাল যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ