1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রানজিট নিয়ে আতঙ্কের কিছু নেই: এস এম কৃষ্ণা

৮ জুলাই ২০১১

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, ট্রানজিট ব্যবহার করা হবে দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ বরং ভারতকে ট্রানজিট দেয়া না হলে দু’দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়ন থেকে বঞ্চিত হবে৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাছবি: UNI

এস এম কৃষ্ণার ৩দিনের বাংলাদেশ সফরের আজ ছিল শেষ দিন৷ সকালে তিনি ঢাকায় একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশে এবং ভারতের মধ্যে যে বিষয়গুলো এখন প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে তা হল তিস্তার পানিবন্টন, সীমানা বিরোধ, ট্রানজিট এবং নিরাপত্তা ইস্যু৷ সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মৌলবাদী ও উগ্রবাদী তৎপরতার ঝুঁকি কেউ অস্বীকার করতে পারছেনা৷

বহুল আলোচিত ট্রানজিট প্রসঙ্গে তিনি বলেন, ভারতকে ট্রানজিট দেয়া নিয়ে ভয়ের কিছু নেই৷ ভারত একটি শান্তিকামী দেশ৷ আর দু'দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নেই ট্রানজিটকে ব্যবহার করা হবে৷ এতে দু'দেশের মানুষই লাভবান হবে৷ তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে বরং ট্রানজিট না হলে দু'দেশের মানুষের উন্নয়নই বাধাগ্রস্ত হবে৷

পানির অভাবে দেখা দেবে খরাছবি: picture alliance / dpa

সেমিনার শেষে এস এম কৃষ্ণা বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালেয়ে দেখা করেন৷ আধঘন্টার বৈঠকে খালেদা জিয়া ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইস্যু সংলাপের মাধ্যমে নিষ্পত্তির কথা বলেন৷ বৈঠক শেষে খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী জানান, ট্রানজিট নিয়ে তাদের মধ্যে কোন কথা হয়নি৷ তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তির সব বিষয় প্রকাশ করা কথা বলেছেন খালেদা জিয়া৷

দুপুরে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা৷ এর পর ঢাকা আসবেন ভারতের স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী৷ সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের আগ পর্যন্ত উচ্চ পর্যায়ের এই যোগাযোগ অব্যাহত থাকবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ