1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকেই সমর্থন তালেবানের

১২ অক্টোবর ২০২০

তালেবান চায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতুন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করুন। 

ছবি: Tom Brenner/Reuters

অপ্রত্যাশিত সমর্থন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার যখন তুঙ্গে, সে সময় ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান। সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।

শুধু তাই নয়, ট্রাম্প করোনায় আক্রান্ত খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়েছিল তালেবান। সিবিএস নিউজে আর এক তালেবান নেতা জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন।

খুশিতে নাচছেন আফগানরা

01:14

This browser does not support the video element.

ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। তিনি বলেছেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনো ভাবে অ্যামেরিকার স্বার্থ রক্ষা করবেন।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে। তিনি টুইট করে তাঁর এই সিদ্ধান্তের  কথা ঘোষণা করেন। তারপরই  এই ঘোষণা করলো তালেবান।

দোহায় এখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। কিন্তু দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে একচুল না সরায় আলোচনা এগোচ্ছে না। এর মধ্যেই ট্রাম্প বড়দিনের মধ্যে সেনা সরানোর কথা ঘোষণা করেন। তালেবান তখনই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল। এ বার তারা প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো।

আদিত্য শর্মা/জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ