1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকে দেয়া করোনার ওষুধ কিনেছে জার্মানি

২৬ জানুয়ারি ২০২১

পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না বলে আপাতত করোনা সামলাতে ওষুধ কিনেছে জার্মানি৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই ওষুধ দেয়া হয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে জার্মানি এটি ব্যবহার করবে৷

Deutschland Berlin | Coronavirus | Jens Spahn, Bundesgesundheitsminister
ছবি: Fabrizio Bensch/AFP/Getty Images

মার্কিন কোম্পানি রিজেনারন-এর এই ওষুধের নাম ‘আরইজিএন-কোভ২'৷ এটি আসলে আরইজিএন১০৯৮৭ ও আরইজিএন১০৯৩৩ নামক দুটি অ্যান্টিবডির এক ককটেল

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ‘বিল্ড আম জনটাগ’ পত্রিকাকে রবিবার জানান, চার হাজার ১২০ কোটি টাকা দিয়ে দুই লাখ ডোজ আরইজিএন-কোভ২ কেনা হয়েছে৷ সে হিসেবে এক ডোজ ওষুধের দাম পড়েছে প্রায় দুই লাখ ছয় হাজার টাকা৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে যারা করোনা সংক্রমিত হবেন তাদেরকে সংক্রমণের শুরুর দিকে এই ওষুধ দেয়া গেলে, তা রোগীদের মধ্যে সংক্রমণের প্রভাব বেশি বাড়তে দেয় না৷ বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোতে এই ওষুধ ব্যবহার করা হবে বলেও জানান তিনি৷

স্পান বলেন, গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ট্রাম্পকে এই ওষুধ দেয়া হয়েছিল৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ