1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকে সতর্ক করলেন বাইডেন

২৯ ডিসেম্বর ২০২০

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিয়োগ এনে তাঁকে সতর্ক করে দিলেন প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন। তাঁর দাবি, ট্রাম্পের বাধায় তিনি এখনো সরকারি সব তথ্য পাচ্ছেন না।

ওয়াশিংটনে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন। ছবি: Jonathan Ernst/REUTERS

যে কোনো গণতন্ত্রে সরকার পরিবর্তন সাধারণত মসৃণভাবেই হয়। বিশেষ করে অ্যামেরিকার মতো দেশে তো বটেই। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গোড়া থেকেই বলে আসছেন, তাঁকে জালিয়াতি করে হারানো হয়েছে। তিনিই ক্ষমতায় থাকবেন। যখন বাইডেনকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে, আগামী ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেবেন, তখনো ট্রাম্প ও তাঁর প্রশাসন সমানে ওই মসৃণভাবে পালা পরিবর্তনের পথে বাধা দিচ্ছে বলে অভিযোগ প্রেসিডেন্ট ইলেক্টের। বাইডেন বলেছেন, ট্রাম্পের আমলে নিরাপত্তা এজেন্সিগুলি পুরো ফাঁপা হয়ে গেছে। আর তাঁর টিমকে অনেক তথ্যই দেয়া হচ্ছে না।

বাইডেনের সরাসরি অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাজেট ও অফিস অফ ম্যানেজমেন্টের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে। তিনি বলেছেন, তাঁরাই মসৃণ হস্তান্তরের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তাঁর পররাষ্ট্র বিষয়ক টিমের সঙ্গে বৈঠক সেরে এই অভিযোগ করেন বাইডেন। তিনি বলেন, ''এখনো আমরা সব তথ্য পাচ্ছি না। অথচ, ওই তথ্যগুলি আমাদের দরকার। বিশেষ করে জাতীয় সুরক্ষা নিয়ে তথ্য দেয়া হচ্ছে না। বর্তমান প্রশাসন দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে।''

বাইডেনের দাবি, ক্ষমতার হস্তান্তরের জন্য জরুরি তথ্যগুলি তাঁর টিমকে দেয়া হচ্ছে না। আর এটা ব্লক করছে রাজনৈতিক নেতৃত্ব। অর্থাৎ, ট্রাম্প ও তাঁর সহযোগীরা। বাইডেনের বক্তব্য, বাজেট প্রক্রিয়া নিয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে তাঁর কাছে পুরো তথ্য থাকা দরকার। না হলে বিরোধীরা এর সুযোগ নিতে পারে। বিশ্বের অন্য জায়গায় সেনাদের নিয়োগ নিয়ে তাঁর পুরো তথ্য চাই বলেও বাইডেন জানিয়েছেন।

বাইডেনের টিমকে জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষা পরামর্শদাতারা ব্রিফ করার পর বাইডেন এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ''আমার টিম দেখেছে যে, ট্রাম্পের আমলে নিরাপত্তা সংস্থাগুলির প্রবল ক্ষতি হয়েছে।'' তবে কী ক্ষতি হয়েছে তা বিস্তারে জানাননি তিনি।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ