1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের উপহাসের পালটা জবাব দিলেন টুনব্যার্গ

৬ নভেম্বর ২০২০

সুইডিশ পরিবেশকর্মী ১৭ বছর বয়সি গ্রেটা টুনব্যার্গকে উপহাস করে গতবছর টুইট করেছিলেন ডনাল্ড ট্রাম্প৷ তাকে রাগ কমানোর পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷

Großbritannien Bristol | Fridays for Future-Protest | mit Greta Thunberg, schwedische Klimaaktivistin
ছবি: Reuters/D. Martinez

এবার তার পালটা জবাব দিলেন টুনব্যার্গ৷ ট্রাম্পের ‘স্টপ দ্য কাউন্ট' টুইটার শেয়ার করে তিনি তাকে স্থির থাকার পরামর্শ দিয়েছেন৷

গতবছর ডিসেম্বরে টুনব্যার্গের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছিলেন, ‘‘গ্রেটাকে অবশ্যই তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর বন্ধুর সাথে ভালো পুরনো ফ্যাশন মুভি দেখতে যেতে যাবে! চিল গ্রেটা, চিল!''

ভোট গণনা নিয়ে উত্তেজিত হয়ে ট্রাম্প বৃহস্পতিবার ‘স্টপ দ্য কাউন্ট' লিখে একটি টুইট করেন৷ সেটি শেয়ার করে টুনব্যার্গ লিখেছেন, ‘‘চিল ডনাল্ড, চিল!''

গ্রেটার এই টুইটটি এখন পর্যন্ত দেড় মিলিয়ন বারের বেশি লাইক করা হয়েছে৷ আর রিটুইট হয়েছে তিন লাখ ২৮ হাজার বারের বেশি৷

পরিবেশ কর্মী গ্রেটা টুনব্যার্গ ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন৷

এনএস/জেডএইচ ( রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ