1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ট্রাম্পের উসকানির কারণে এ হত্যাকাণ্ড'

সমীর কুমার দে, ঢাকা২ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ১৮ দিনের মধ্যে দু'টি সন্ত্রাসী ঘটনায় তিন জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অনেকের মতে, ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের প্রভাবে এ সব হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে৷

হত্যাকাণ্ডের পর পুলিশের কর্ডন, নিউ ইয়র্ক
ছবি: picture-alliance/AP Photo/C. Ruttle

নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শামসুল আলম টেলিফোনে ডয়চে ভেলেকে সেরকমই বললেন৷ তিনি বলেছেন, ‘‘‘আমরা ধারণা করছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক ব্যক্তব্যের পর এই ধরনের হত্যার ঘটনা বাড়ছে৷ খুনিরা ট্রাম্পের বক্তব্যে উৎসাহিত হয়ে এই কাজ করছে৷''

গত ১৩ই আগষ্ট নিউ ইয়র্কেই বাংলাদেশি বংশোদ্ভুত এক ইমাম ও তার সহকারিকে গুলি করে হত্যা করা হয়৷ এরপর গত ৩১ আগস্ট খুন হলেন এক বাঙালি নারী৷ হঠাৎ করেই এমন খুনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেখানে অবস্থানরত বাঙালিরা৷

গত বুধবার এক বাংলাদেশি নারী খুন হওয়ার পর দুই দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ হত্যাকাণ্ডের উদ্দেশ্যসহ অন্যান্য বিষয় জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে নিউ ইয়র্ক পুলিশ৷ হত্যাকাণ্ডের সময় অন্ধকার ছিল বলে ফুটেজ থেকে হত্যাকারী শনাক্ত করা যাচ্ছে না৷ তবে নিহত নাজমা খানমের (৬০) পাশ দিয়ে একজনকে হেঁটে যেতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে৷

শামসুল আলম

This browser does not support the audio element.

গত বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে কুইন্সের জ্যামাইকা এলাকায় নিজ বাড়ির কাছে নাজমাকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দুর্বৃত্তরা৷ নিহত নাজমার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামে৷ তিনি তার স্বামী ও এক সন্তান নিয়ে নিউ ইয়র্কে থাকতেন৷ ২০০৯ সালে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন৷ তাঁর স্বামী মোহাম্মদ শামসুল আলম খান ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক৷ এই দম্পতির বাংলাদেশে এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ তাদের ছোট ছেলে নিউ ইয়র্কের একটি কলেজের ছাত্র৷ নাজমা খানমের লাশ দেশে এনে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার৷

নিহত নাজমার প্রতিবেশী খন্দকার দিল রওশন হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নাজমা খানম হিজাব পরতেন ও ধার্মিক হিসেবে প্রতিবেশীদের কাছে পরিচিত ছিলেন৷ মুসলিম বলেই তিনি সম্ভবত ‘হেইট ক্রাইম'-এর (ঘৃণাপ্রসূত অপরাধ) শিকার হয়েছেন৷ খন্দকার দেলোয়ার হোসেন নামে আরেক প্রতিবেশী বলেছেন, এ ঘটনার পর বাঙালি কমিউনিটির সবাই ভীত- সন্ত্রস্থ হয়ে পড়েছেন৷ তিনি ন্যায়বিচার দাবি করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান৷

ইমাম হত্যাকারীদের কাল্পনিক প্রতিকৃতি (পুলিশে্র তৈরি)ছবি: picture-alliance/AP Photo/C. Ruttle

ব্যবসায়ী শামসুল আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা যখন মসজিদে নামাজ পড়ি, তখন অনেক সময় ভেতরে লোক ধরে না৷ আমরা রাস্তায় দাঁড়িয়েও নামাজ পড়ি৷ এলাকাবাসী ও সরকারি লোকজনও আমাদের সহযোগিতা করেন৷ নিউ ইয়র্ক পুলিশ বা তাদের গোয়েন্দা বিভাগের লোকজন মসজিদে নিয়মিত খোঁজখবর নেন৷ সেখানে আমরা কী করি তার সব খবরই আছে পুলিশের কাছে৷ দেশটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ৷ কিন্তু কেন যে এটা হচ্ছে বুঝতে পারছি না৷ মনে হয় ট্রাম্পের উসকানি থেকেই এটা হচ্ছে?''

নাজমা যে বাসায় ভাড়া থাকতেন তার মালিক মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে বলেছেন, নাজমা খানম ও তাঁর স্বামী মোহাম্মদ শামসুল আলমের সেখানে একটি ছোট দোকান আছে৷ তারা দু'জনেই ওই দোকানে কেনাবেচা তদারক করতেন৷ বুধবার দোকানের কাজ শেষে দু'জন একসঙ্গে বাসায় ফিরছিলেন৷ শামসুল আলম কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় স্ত্রীকে একা এগিয়ে যেতে বলেন৷ এর মিনিট কয়েক পরে তিনি হঠাৎ স্ত্রীর আর্তনাদ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন নাজমা খানম মাটিতে পড়ে আছেন৷ স্ত্রীর গায়ে হাত দিয়ে লক্ষ্য করেন তাঁর বুক থেকে রক্ত ঝরছে৷ এ সময় একজন প্রতিবেশী ছুটে এসে পুলিশে ফোন করার পর নাজমা খানমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালে যাওয়ার আগে ভ্যানেই তিনি মারা যান৷

ঘটনাটি ‘হেইট ক্রাইম' কিনা, জানতে চাওয়া হলে এ খুনের তদন্তের দায়িত্ব পালনরত নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ জানান, তারা ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখছেন। এ মুহূর্তে এটিকে একটি ডাকাতির ঘটনা ভাবা হচ্ছে, তবে ‘হেইট ক্রাইমের' সম্ভাবনাও বাতিল করা হয়নি৷

যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা মুসলিমরা উদ্বিগ্নছবি: Getty Images/W. McNamee

তবে নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি যে ‘হেইট ক্রাইম' এমনটি ভাবার কোনো কারণ নেই৷ তবে নাজমার আরেক নিকট আত্মীয় মোহাম্মদ রহমান বলেছেন, ঘাতকেরা নাজমার হাতে থাকা ব্যাগসহ কিছুই নেয়নি৷ এতে তাদের সন্দেহ, নাজমার বেশভূষা দেখেই ঘাতকেরা তাকে উদ্দেশ্যমূলকভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছে৷ এই হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক উল্লেখ করে তিনি এর ন্যায়বিচারও দাবি করেন৷

এর আগে গত ১৩ আগস্ট নিউ ইয়র্কের কুইন্সের ওজোন পার্কে একটি মসজিদের ইমাম বাংলাদেশি নাগরিক মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি ও তার সহকারী তারা মিয়া দিনেদুপুরে গুলিতে নিহত হন৷ একজন হিস্পানিক যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ