1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৮ জুন ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেয়া সিআইএ-র উপ-পরিচালক জিনা হাস্পেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে জার্মান ফেডারেল প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছে এক জার্মান এনজিও৷

ছবি: picture-alliance/dpa

হাস্পেলের বিরুদ্ধে ২০০২ সালে থাইল্যান্ডে এক বন্দিশিবিরে বন্দিদের উপর নির্যাতন চালাতে দেয়ার অভিযোগ রয়েছে৷মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নির্যাতন নিয়ে ২০১৪ সালে মার্কিন সেনেট সিলেক্ট কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল৷ তারপর অজানা সিআইএ সদস্যদের বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন করেছিল বার্লিন ভিত্তিক এনজিও ‘ইউরোপিয়ান সেন্টার ফর কন্সটিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস' বা ইসিসিএইচআর৷ ঘটনা যেই সময় ঘটেছিল তখন হাস্পেল গুপ্ত এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন৷ তবে এ বছরের ফেব্রুয়ারিতে তিনি সিআইএ-র ডেপুটি ডাইরেক্টর হিসেবে নিয়োগ পান৷

ইসিসিএইচআর এর রিট জার্মান ফেডারেল প্রসিকিউটরের কাছে পৌঁছেছে বলে ডয়চে ভেলের কাছে নিশ্চিত করেছেন প্রসিকিউটর কার্যালয়ের এক মুখপাত্র৷

হাস্পেলের বিরুদ্ধে অভিযোগ

২০০২ সালে থাইল্যান্ডে ‘ক্যাটস আই' নামে সিআইএ-র একটি গোপন বন্দিশিবিরের প্রধান ছিলেন হাস্পেল৷ সেই সময় সৌদি নাগরিক যায়ান আল আবিদিন মুহাম্মদ হুসায়েন, যিনি আবু জুবায়দাহ নামেও পরিচিত, তাকে শাস্তি হিসেবে তিন সপ্তাহের মধ্যে ৮৩ বার ‘ওয়াটারবোর্ডিং' করা হয়েছিল৷ এক সময় এই ধরণের শাস্তি দেয়া বৈধ হলেও মার্কিন সেনেট পরবর্তীতে একে ‘নির্যাতন' বলে উল্লেখ করে৷

২০১৪ সালে প্রকাশিত সেনেটের প্রতিবেদনে বলা হয়, বারবার ওয়াটারবোর্ডিংয়ের এক পর্যায়ে আবু জুবায়দাহ অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাঁর মুখ দিয়ে অনবরত ফেনা বেরিয়েছিল৷

আবু জুবায়দাহকে এই ধরণের শাস্তি বন্ধ করার ক্ষমতা হাস্পেলের থাকলেও তিনি তা করেননি৷

ওসামা বিন-লাদেনের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত আবু জুবায়দাহকে সিআইএ'র বিভিন্ন গোপন বন্দিশিবিরে রাখা হয়েছে৷ সবশেষ তাকে এখন গুয়ানতানামো কারাগারে রাখা হয়েছে৷

এখন যা হবে

বার্লিনভিত্তিক এনজিও ইসিসিএইচআর এর আগে বিভিন্ন দেশের প্রসিকিউটরদের কাছে সিআইএ সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল৷ কয়েকটি ক্ষেত্রে তারা সফলও হয়েছে৷ ফলে গ্রেপ্তার এড়াতে সিআইএ তাদের ঐসব কর্মীর ইউরোপে না যাওয়ার পরামর্শ দিয়েছিল৷

বেন নাইট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ