1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের জয়ের অন্যতম কারণ মূল্যস্ফীতি

৭ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ তার জয়ের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে মূল্যস্ফীতি৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডনাল্ড ট্রাম্পছবি: Alex Brandon/AP/picture alliance

বর্তমানে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের (২ শতাংশ) কাছাকাছি রয়েছে৷ তবে তারপরও অর্থনীতি নিয়ে অনেক মার্কিনি আশাবাদী নন বলে জরিপে দেখা গেছে৷

মঙ্গলবার মার্কিন ভোটারদের সঙ্গে কথা বলে এক্সিট পোল প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ৷ এতে ৪৫ শতাংশ ভোটার জানিয়েছেন, তাদের পরিবারের আর্থিক অবস্থা চার বছর আগের তুলনায় এখন খারাপ অবস্থায় আছে৷ ২০২০ সালে এই হারটি ছিল ২০ শতাংশ৷ ঐ ৪৫ শতাংশ ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দিয়েছেন ট্রাম্পকে, কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট৷

এডিসন রিসার্চের এক্সিট পোল বলছে, ৩৫ শতাংশ ভোটার ভোট দেওয়ার সময় গণতন্ত্রের অবস্থা বিবেচনা করেছেন৷ আর ৩১ শতাংশ ভোটার ভেবেছেন অর্থনীতির কথা৷ অর্থনীতি নিয়ে ভাবা ভোটারদের ৭৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প৷ আর কমলা হ্যারিস পেয়েছেন মাত্র ২০ শতাংশ ভোট৷

যুক্তরাষ্ট্রে বর্তমানে বেকারত্বের হার অনেক কম, প্রবৃদ্ধির হার গড়পড়তার উপরে, মানুষের খরচ করার পরিমাণ বেশি, আর মানুষের কাছে এখন অনেক সম্পদ থাকলেও বাস্তবে মানুষ মনে করছে যে, অর্থনীতির অবস্থা ভালো নয়৷

অর্থনীতি নিয়ে মানুষের এমন ভাবনাকে ‘কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্স' দিয়ে মাপা হয়৷ বর্তমানে এই সূচক ট্রাম্পের প্রথম মেয়াদের চেয়ে অনেক নিচে রয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ