1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত বিশ্ব পুঁজিবাজার

৯ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর কিছু ঘোষিত নীতি কার্যকর করলে বিশ্বজুড়ে বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিতে পারে৷ সে কারণে দুশ্চিন্তায় পড়েছে পুঁজিবাজার৷

পুঁজি বাজারে কি ধস নামছে?
ছবি: Reuters/T. Hanai

বিনিয়োগকারীরা অনিশ্চয়তা পছন্দ করেন না৷ অথচ নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প যে সব পদক্ষেপের ঘোষণা করেছেন, তার অনেকগুলি বাস্তবায়িত হলে বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়তে পারে৷ যেমন বেশ কিছু বাণিজ্য চুক্তি বাতিল করতে চান তিনি৷ মেক্সিকো ও চীনের মতো দেশ থেকে আমদানির ক্ষেত্রে বাধা সৃষ্টি করার হুমকিও দিয়েছেন ট্রাম্প৷ ফলে বিশ্ব বাণিজ্যের মন্দ অবস্থার আরও অবনতি ঘটতে পারে৷

ট্রাম্প জিতছেন, এই খবর পেয়েই মার্কিন ডলার ও মেক্সিকান পেসো'র বিনিময় মূল্য কমে গেছে৷ অপরিশোধিত তেলের দামও পড়ে গেছে৷ বুধবার ইউরোপ ও অ্যামেরিকায় পুঁজিবাজার খোলার পর অবশ্য পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে৷ বিশেষ করে ইউরোপে দরপতনের মাত্রা ছিল খুবই নগন্য৷ ট্রাম্প জেতার খবরে এর আগে এশিয়ার পুঁজিবাজারে যে অস্থিরতা দেখা দিয়েছিল, ধীরে ধীরে তা কেটে যায়৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ