1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন ‘স্লিপি জো'

৪ মার্চ ২০২০

অ্যামেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাবার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন জো বাইডেন৷ মার্চের শেষে ১১টি রাজ্যে নির্বাচনেও সেই সাফল্য ধরে রাখতে পারলে তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে পারবেন৷

ছবি: picture-alliance/dpa/M. Rourke

সবচেয়ে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও অ্যামেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এতকাল ডেমোক্র্যাটিক দলের বাকি প্রার্থীদের তুলনায় দলীয় সমর্থনের বিচারে অনেকটা পিছিয়ে ছিলেন৷ ‘সুপার টিউজডে' তাঁকে দলের মনোনয়ন পাবার দিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিলো৷ মোট ১৪টি রাজ্যে ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি ভোটগ্রহণ পর্বে তিনি বাকি প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে গেলেন৷ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এতকাল যাকে ‘স্লিপি জো' বলে পরিহাস করে এসেছেন, শেষ পর্যন্ত ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে পেতে পারেন৷ মার্চ মাসের শেষে আরও ১১টি রাজ্যে প্রাইমারির পর মনোনয়নের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে৷ ডেমোক্র্যাটিক দলের প্রায় দুই-তৃতীয়াংশ ডেলিগেটদের ভোটগ্রহণের পর সম্ভবত চূড়ান্ত প্রার্থী নিয়ে আর কোনো সংশয় থাকবে না৷

মঙ্গলবারের প্রাক নির্বাচন পর্বে বাইডেন আটটি বড় রাজ্যে জয়লাভ করেছেন৷ চূড়ান্ত ফলাফল জানা গেলে সেই সাফল্যের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷ ফলে প্রবল উৎসাহে তিনি প্রচার অভিযান চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন৷ পর্যবেক্ষকদের মতে, বাইডেন নিজেকে দলের বিভিন্ন শিবিরের মধ্যে সেতুবন্ধ হিসেবে তুলে ধরে ঐকমত্যের ভিত্তিতে সাফল্যের পথে এগিয়ে চলেছেন৷ ফলে সান্ডার্সের সমর্থকদের একাংশকেও নিজের দিকে টানার ক্ষেত্রে সাফল্য পেয়েছেন তিনি৷

তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বার্নি সান্ডার্স ক্যালিফোর্নিয়া রাজ্যে জিতে এখনো নিজের অবস্থান জোরালো রেখেছেন৷ কমপক্ষে আরও তিনটি রাজ্যে তাঁর জয়ের সম্ভাবনা রয়েছে বলে জনমত সমীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে৷ শীর্ষ স্থান থেকে সরে গেলেও সান্ডার্স এখনো দলীয় মনোনয়ন পাবার বিষয়ে আশাবাদী৷ তিনি বলেন, মনোনয়ন পাবার পর তিনি দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্টকে হারাতে চলেছেন৷

শুধু বিজ্ঞাপনের পেছনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেও বিশাল ধাক্কা খেয়েছেন নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ৷ মঙ্গলবার তিনি একমাত্র অ্যামেরিকান সামোয়ায় জয়লাভ করতে পেরেছেন৷ এমন পরিস্থিতিতে তিনি আদৌ মনোনয়ন পাবার দৌড়ে টিকে থাকতে চান কিনা, বুধবারই সে বিষয়ে ভাবনাচিন্তা করবেন ব্লুমবার্গ৷ তবে এখনই তিনি প্রার্থিত্ব প্রত্যাহার করবেন কিনা, তা স্পষ্ট নয়৷ প্রথম চারটি রাজ্যে প্রাক নির্বাচনে অংশ না নেওয়ায় তাঁর অবস্থান সামগ্রিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে৷

অবশিষ্ট প্রার্থীদের অবস্থা আরও করুণ৷ সর্বশেষ গণনা অনুযায়ী এলিজাবেথ ওয়ারেন এমনকি নিজের রাজ্য ম্যাসাচুটেসেও শীর্ষ স্থান দখল করতে পারছেন না৷ সে ক্ষেত্রে এর আগেই বিদায় নেওয়া প্রার্থীদের মতো তিনিও সম্ভবত বাইডেন বা সান্ডার্সের মতো কোনো সম্ভাবনাময় প্রার্থীর পক্ষে সওয়াল করে বিদায় নিতে বাধ্য হবেন৷ উল্লেখ্য, পিট বুটিজিজ ও এমি ক্লোবুচার আগেই বাইডেনের পক্ষে সমর্থন জানিয়ে বিদায় নিয়েছেন৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ