নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এক মসজিদের ইমামের অভিযোগের ভিত্তিতে তা রুখে দিলেন হাওয়াইয়ের এক ফেডারাল বিচারক৷ ট্রাম্প বলেছেন, ‘‘এটা বিচারবিভাগীয় বাড়াবাড়ি৷''
বিজ্ঞাপন
ছয়টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করে ট্রাম্প যে দ্বিতীয় নির্বাহী নির্দেশ জারি করেছেন, মার্কিন ডিস্ট্রিক্ট জাজ ডেরিক কে. ওয়াটসন তা বন্ধ রাখার আদেশ দিয়েছেন৷ এর ফলে এই নিষেধাজ্ঞা বস্তুত গোটা দেশে স্থগিত হলো৷
এই নির্বাহী নির্দেশ ধর্মের ভিত্তিতে বৈষম্যের কারণে মার্কিন সংবিধানের বিরোধী বলে হাওয়াই রাজ্য যে যুক্তি দেখিয়েছে, তা গৃহীত হবার সম্ভাবনা রয়েছে বলে বিচারক ওয়াটসন জানিয়েছেন৷
হাওয়াইয়ের মসজিদের ইমামের যুক্তি ছিল, ট্রাম্পের নির্বাহী নির্দেশ তাঁর সিরীয় শাশুড়িকে যুক্তরাষ্ট্রে আসতে দেবে না, যার ফলে ‘ধর্ম ও জাতিগত উৎপত্তির ভিত্তিতে' ইমাম ও তাঁর পরিবারকে তাদের ‘বিদেশে বসবাসকারী পারিবারিক সদস্যদের সঙ্গে মেলামেশার অধিকার' থেকে বঞ্চিত করা হচ্ছে৷
ট্রাম্পের প্রথম সাতদিনের নির্বাহী আদেশ ও নির্দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ক্ষমতা গ্রহণের সাতদিনের মধ্যেই ডজন খানেক নির্বাহী পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে ‘এক্সিকিউটিভ অর্ডার’ ও ‘মেমোরান্ডাম’, দুই’ই আছে৷
ছবি: Reuters/K. Lamarque
অভিবাসন
শুক্রবারের একটি নির্বাহী আদেশে ট্রাম্প সাতটি মুসলিম অধ্যুষিত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে নিষিদ্ধ করেন ও সিরীয় উদ্বাস্তু গ্রহণ অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত রাখেন৷
ছবি: Picture-Alliance/AP Photo/K. Willens
ওবামাকেয়ার
শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প তাঁর প্রথম এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেন৷ আদেশটির ঘোষিত উদ্দেশ্য ছিল ওবামার ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর ‘‘অনাবশ্যক অর্থনৈতিক ও নিয়ন্ত্রণমূলক বোঝা’’ হ্রাস করা৷
ছবি: Getty Images/A. Wong
মেক্সিকো সীমান্তে প্রাকার
বুধবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পরিদর্শন করার অবকাশে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে ডিপার্টমেন্টের সেক্রেটারি (মন্ত্রীকে) ‘‘অবিলম্বে দক্ষিণ সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণের পরিকল্পনা, নকশা ও নির্মাণকার্য শুরু করার’’ যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Torres
‘স্যাঙ্কচুয়ারি সিটিজ’
বুধবার ট্রাম্প আরো একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেন, যা অনুযায়ী যে সব ‘অভয়াশ্রমের’ শহর বেআইনি অভিবাসীদের নথিবদ্ধ বা বহিষ্কার করে না, তাদের ফেডারাল অনুদান বাতিল করা হবে৷
ছবি: AP
দু’টি তেলের পাইপলাইনের অনুমতি
তাঁর কর্মকালের দ্বিতীয় দিনেই ডোনাল্ড ট্রাম্প দু’টি আদেশের মাধ্যমে দু’টি বিতর্কিত পাইপলাইন নির্মাণের কাজ চালিয়ে নিয়ে যেতে বলেছেন৷ কি-স্টোন এক্সএল পাইপলাইনটি যাবে ক্যানাডা থেকে গাল্ফ কোস্টে মার্কিন রিফাইনারিগুলি অবধি: প্রেসিডেন্ট ওবামা ২০১৫ সালে এই পাইপলাইন নির্মাণের কাজ বন্ধ রাখেন৷ ডাকোটা অ্যাক্সেস পাইপলাইনটি ইন্ডিয়ান উপজাতিদের এলাকার মধ্য দিয়ে যাচ্ছে বলে ব্যাপক বিক্ষোভের অবতারণা ঘটে৷
ছবি: REUTERS/L. Jackson
গর্ভপাত সংক্রান্ত ‘গ্লোবাল গ্যাগ রুল’
‘বিশ্বের মুখ চেপে ধরার নীতি’ হিসেবে পরিচিত এই নীতি প্রথম বাস্তবায়িত হয় ১৯৮৪ সালে, প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলে৷ মেক্সিকো সিটি পলিসি নামেও পরিচিত এই নীতি অনুযায়ী যে সব বিদেশি এনজিও গর্ভপাত সংক্রান্ত পরামর্শ বা সাহায্য দেয়, তাদের ফেডারাল সাহায্য না পাবার কথা৷ ট্রাম্প এই নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করেছেন৷
ছবি: AP
টিটিপ থেকে পশ্চাদপসারণ
তাঁর কর্মকালের তৃতীয় দিনে (সোমবার) ট্রাম্প একটি মেমোরান্ডামের মাধ্যমে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি থেকে স্থায়ীভাবে পশ্চাদপসারণ করার নির্দেশ দেন৷
ছবি: Reuters/K. Lamarque
7 ছবি1 | 7
বুধবার আদালতের রায়ে বলা হয় যে, নির্বাহী নির্দেশের দ্বিতীয় এবং ষষ্ঠ অনুচ্ছেদ দু'টি বলবৎ করা ‘নিষিদ্ধ' করা হলো৷ দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে যে, সংশ্লিষ্ট মুসলিম অধ্যুষিত দেশগুলির নাগরিকরা আগামী ৯০ দিন ধরে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না৷ ষষ্ঠ অনুচ্ছেদে যুক্তরাষ্ট্রের উদ্বাস্তু কর্মসূচি ১২০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷
ট্রাম্প মনে করেন আদালতের এ রায় ‘অভূতপূর্ব বিচারবিভাগীয় বাড়াবাড়ি'-র অংশ৷ এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করবেন বলেও জানিয়েছেন তিনি৷ আরো জানিয়েছেন, তার জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, যাবেন৷ মার্কিন আইন মন্ত্রণালয়ও বলেছে যে, জাস্টিস ডিপার্টমেন্ট আদালতের এই রায়ে ‘বিশেষভাবে অসম্মত'৷
বিচারক ওয়াটসন তাঁর রায়ে ‘‘সরকারের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্দেশ্যের সমর্থনে অপ্রত্যয়যোগ্য সাক্ষ্যপ্রমাণ''-এর কথা বলেছেন৷
নিষেধাজ্ঞার প্রথম ও দ্বিতীয় প্রচেষ্টা
গত জানুয়ারি মাসে ট্রাম্পের প্রথম নির্বাহী নির্দেশে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন- এই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এবার ইরাককে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়৷
প্রথম নিষেধাজ্ঞা হঠাৎ বলবৎ করার ফলে হাজার হাজার মানুষ আটকা পড়েন, যার ফলে যুক্তরাষ্টের বিভিন্ন বিমানবন্দরে স্বতঃস্ফুর্ত বিক্ষোভের অবতারণা ঘটে৷ অবশ্য ফেব্রুয়ারি মাসে স্টেট ডিপার্টমেন্ট জানায় যে, ষাট হাজার ভিসা ঐ প্রথম নির্বাহী নির্দেশের ফলে বাতিল হয়েছে৷
প্রথম নির্বাহী নির্দেশের এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন রাজ্যের এক ফেডারাল বিচারক নির্বাহী নির্দেশটিকে স্থগিত রাখেন এই যুক্তি দেখিয়ে যে, এই নির্দেশ যুক্তরাষ্ট্রের বৈধ অধিবাসীদের তাদের প্রাপ্য প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে৷
এসি/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)
প্রেসিডেন্ট হয়েই যা যা বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে জনতার প্রশংসা করেন ট্রাম্প৷ বলেন, ‘‘আজ ওয়াশিংটন থেকে ক্ষমতা তুলে দেয়া হচ্ছে আপনাদের হাতে৷’’
ছবি: Reuters/C. Barria
জনগণের হাতেই ক্ষমতা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দিনটিকে স্মরণ করা হবে জনগণের জয় হিসেবে৷
ছবি: Getty Images/AFP/S. Loeb
বিক্ষোভ সত্ত্বেও ভিড়
ট্রাম্পের শপথগ্রহণের দিনেও যুক্তরাষ্ট্র শান্ত ছিল না৷ এমনকি ওয়াশিংটন ডিসিতেও প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে৷ তারপরও তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখো মানুষ৷ ট্রাম্প তাঁদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
ছবি: Reuters/K. Lamarque
সবার জন্য শিক্ষা, সুরক্ষা, চাকরি
প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে সবার জন্য উন্নত শিক্ষা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের আশ্বাস দেন ডোনাল্ড ট্রাম্প৷
ছবি: Getty Images/A. Wong
প্রেসিডেন্টের কাছে জনতাই সব
‘‘আপনার-আমার সবারই এক দেশ, আপনাদের সাফল্যই আমার সাফল্য, আপনাদের হৃদয়ই আমার হৃদয়৷’’
ছবি: Getty Images/AFP/M. Ralston
শুধু দেশের জন্য কাজ
ধনকুবের থেকে রাজনীতির ময়দানে এসেই রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়া ট্রাম্প বলেছেন, ‘‘এখন থেকে আমার লক্ষ্য শুধু দেশের ভবিষ্যৎ গড়া৷’’
ছবি: Reuters/L. Nicholson
‘ওবামা পরিবার ছিল চমৎকার’
ট্রাম্প ভাষণ শুরু করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়ে৷ এ সময় ওবামা দম্পতির প্রশংসা করেছেন৷ ওবামা ও মিশেলের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ওবামা পরিবার ছিল চমৎকার৷’’
ছবি: Reuters/B. Snyder
অ্যামেরিকায় উগ্রবাদীদের জায়গা নেই
‘‘অ্যামেরিকার মানুষের আর ভয়ের কারণ নেই৷’’ এ কথা বলে নতুন মার্কিন প্রেসিডেন্ট জানান, উগ্রবাদী ইসলামপন্থিদের সমূলে উৎপাটন করা হবে৷
ছবি: Reuters/B. Snyder
দেখুন বড় স্বপ্ন
ট্রাম্প বলেন, ‘‘আমাদের এখন আগামীর পথে এগিয়ে যেতে হবে৷ বড় কাজের জন্য দেখতে হবে বড় স্বপ্ন৷’’
ছবি: Reuters/L. Nicholson
যুক্তরাষ্ট্রের জন্য এক স্মরণীয় দিন
২০ জানুয়ারি, ২০১৭ – এই তারিখটিকে অ্যামেরিকা চিরকাল স্মরণ করবে বলেও মনে করেন ট্রাম্প৷
ছবি: Reuters/C. Barria
‘অ্যামেরিকা উইল বি গ্রেট এগেইন’
ট্রাম্প বলেন, ‘‘আজ থেকে এ দেশ চলবে নতুন দৃষ্টভঙ্গি নিয়ে আর তা হবে ‘অ্যামেরিকা প্রথম’৷’’ পাশাপাশি নির্বাচনি প্রচারাভিযানের সময় থেকে বলে আসা ‘আমরা আবার একসঙ্গে অ্যামেরিকাকে মহান জাতির উচ্চতায় নিয়ে যাবো’ অঙ্গিকারেরও পুনর্ব্যক্ত করেন তিনি৷