1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

৬ সেপ্টেম্বর ২০১৮

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে অগ্রগতি আনার নতুন উদ্যোগ নিচ্ছেন দুই কোরিয়ার শীর্ষ নেতারা৷ ৩ দিনের শীর্ষ সম্মেলনে তাঁরা উল্লেখযোগ্য সাফল্য আশা করছেন৷

কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিছবি: Reuters/KCNA

কোরীয় উপদ্বীপে শান্তি আনতে সাম্প্রতিক উদ্যোগগুলির কোনো স্পষ্ট ফলাফল এখনো দেখা যাচ্ছে না৷ দুই কোরিয়ার মধ্যে দু-দুটি শীর্ষ বৈঠক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠক সত্ত্বেও পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপের লক্ষ্যমাত্রা অবাস্তব মনে হচ্ছে৷ এমনই প্রেক্ষাপটে ৩ দিনের সফরে পিয়ং ইয়ং যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন৷ আগামী ১৮ থেকে ২০শে সেপ্টেম্বর তিনি কিম জং উনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে আলোচনা করবেন৷ এর আগে এপ্রিল ও মে মাসে দুই দেশের সীমান্তে দুই নেতার সাক্ষাৎ হয়েছিল৷

কিম জং উন আসন্ন শীর্ষ সম্মেলন সম্পর্কে আশাবাদী৷ তিনি বলেন, দুই কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে৷ বুধবার দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর তিনি এ ক্ষেত্রে আবার উত্তর কোরিয়ার সদিচ্ছা প্রকাশ করেন৷ তিনি বলেন, কোরীয় উপদ্বীপ থেকে সশস্ত্র সংঘাত ও যুদ্ধের আশঙ্কা সম্পূর্ণ দূর করে ‘শান্তির দোলনা’ সৃষ্টি করাই তাঁর দেশের স্থায়ী লক্ষ্য৷ এমনকি প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের প্রথম কার্যকালের মধ্যেই পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শেষ করার ইঙ্গিত দিয়েছেন কিম৷

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইয়ুই ইয়ং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাতের পর বলেন, কিম জং উন মার্কিন প্রশাসনের মূল্যায়নের সঙ্গে একমত নন৷ পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তাঁর দেশ যথেষ্ট উদ্যোগ দেখিয়েছে বলে তিনি দাবি করেন৷ বিশেষ করে দেশের একমাত্র পরীক্ষার ক্ষেত্র ধ্বংস করে ফেলায় উত্তর কোরিয়ার পক্ষে আর পরমাণু পরীক্ষা করা সম্ভব নয় বলে কিম জানিয়ে দেন৷ আন্তর্জাতিক সমাজ তাঁর এই উদ্যোগকে স্বীকৃতি না দেওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন৷

দুই কোরিয়ার মধ্যে সর্বোচ্চ স্তরে তৃতীয় সংলাপ আশার আলো জাগালেও পিয়ং ইয়ং ও ওয়াশিংটনের শীতল সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে৷ গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আচমকা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করেন৷ পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে অগ্রগতির অভাবের কারণে ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার প্রতি কড়া মনোভাব দেখাচ্ছে৷ কিম চান, তাঁর প্রাথমিক পদক্ষেপের স্বীকৃতি হিসেবে মার্কিন প্রশাসনও কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক৷ অন্যদিকে ওয়াশিংটন ইতিমধ্যেই যথেষ্ট ছাড় দিয়েছে বলে দাবি করছে৷ বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত রেখে উত্তর কোরিয়ার প্রতি আস্থা দেখানো হয়েছে বলে ট্রাম্প প্রশাসন মনে করে৷ আরো অগ্রগতির আগে আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের অবসানের ঘোষণা করতে চায় না অ্যামেরিকা৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

২৭ এপ্রিলের ভিডিওটি দেখুন...

উন-মুনের কিছু অভাবনীয় মুহূর্ত

02:01

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ