1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের প্রস্তাবে অখুশি কিম, আলোচনা বিফল

২৮ ফেব্রুয়ারি ২০১৯

২০১৮ সালের জুন মাসের পর আবার মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন৷ কিন্তু প্রত্যাশার বিপরীতে আপাতত ব্যর্থ হলো উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের পরিকল্পনা৷

Vietnam l Hanoi, US-Präsident Donald Trump trifft den nordkoreanischen Staatschef Kim Jong Un - Gipfel ohne Einigung beendet
ছবি: picture alliance/dpa/E. Vucci

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বেশ কয়েক মাস ধরে চলছিল ‘ডিনিউক্লিয়ারাইজেশন' বা পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা৷ বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত এই বৈঠকের দিকে তাই ছিল বিশ্বের সংবাদমাধ্যমের নজর৷

এর আগে, দুই দেশের পক্ষেই জানানো হয় যে তারা ইতিবাচক ফল আশা করছেন৷ বৈঠক শেষে ট্রাম্প ও কিমের একটি যৌথ বিবৃতি দেয়ারও কথা ছিল৷

কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প একাই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, কারণ বৈঠকের ফল আশানুরূপ হয়নি৷

কী নিয়ে এই আলোচনা?

হ্যানয়ে দুই দিনব্যাপী বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, কিম জং-উন উত্তর কোরিয়ার পক্ষে যে সমস্ত দাবি রাখেন, সব মানা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি৷ সব রকম নিষেধাজ্ঞা তুলে দেয়ার যে দাবি কিম করেন, তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প৷

এদিকে, উত্তর কোরিয়ার বেশ কিছু স্থান থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছিল অ্যামেরিকা৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন এই প্রস্তাব মেনে নিলেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের দাবিগুলি ট্রাম্প মেনে নেননি৷ ফলে, ব্যর্থ হয় এই আলোচনা৷

পারমাণবিক শক্তি ছাড়াও আলোচনায় উঠে আসে উত্তর কোরিয়ার মাটিতে এক মার্কিন ছাত্রনিগ্রহের ঘটনা৷ আলোচনা হয় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক নিয়েও৷

এই বৈঠক থেকে দুই কোরিয়ার মধ্যে উন্নত সম্পর্কের আশ্বাস বেরিয়ে আসবে, এমনটাই আশা করছিলেন অনেকে৷

এই বৈঠকে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় শুধু এশিয়ায় রাজনৈতিক উদ্বেগই বাড়ছে না, আঞ্চলিক বাজারেও পড়ছে তার প্রতিফলন, জানাচ্ছে একাধিক সংবাদসংস্থা৷

এসএস/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

মঙ্গলবারের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ