নির্বাচনি প্রচারণার সময় দেয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলোকে ‘বিষাক্ত' বলে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ ফলে বিশ্ব এখন আরও অন্ধকার ও অস্থিতিশীল এক স্থানে পরিণত হয়েছে বলে মনে করছে সংস্থাটি৷
বিজ্ঞাপন
বুধবার প্যারিসে ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর এক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি৷ এই উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘‘প্রচারণা চালানোর সময় দেয়া ডোনাল্ড ট্রাম্পের বিষাক্ত বক্তব্য বিশ্বব্যাপী ক্রোধ ও বিভাজনের রাজনীতির এক ট্রেন্ড চালু করেছে৷'' ফলে বিশ্ব এখন একটি ‘আরও অন্ধকার....অস্থিতিশীল স্থান'-এ পরিণত হয়েছে, যেখানে ইউরোপ ও অ্যামেরিকায় শরণার্থীদের লক্ষ্য করে দেয়া ‘হেট স্পিচ' এর সংখ্যা বেড়েছে বলে মনে করছে অ্যামনেস্টি৷
মানবাধিকারের বিষয় বিবেচনায় ২০১৬ সালকে ‘ভয়াবহ' উল্লেখ করে অ্যামনেস্টি বলছে, ঐ সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে৷ বিভিন্ন সময় শরণার্থীদের বলির পাঁঠা বানানোর চেষ্টা হয়েছে এবং এসব ঠেকাতে বিশ্বশক্তিগুলো ব্যর্থ হয়েছে৷ অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠী প্রতিবেদনে লিখেছেন, ‘‘বাস্তবতা হচ্ছে, উত্তেজিত মনোভাব আর অনিশ্চয়তা নিয়ে আমরা ২০১৭ সাল শুরু করেছি৷''
ট্রাম্প ছাড়াও অ্যামনেস্টির প্রতিবেদনে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর হাজার হাজার মানুষকে গ্রেপ্তার, এনজিও বন্ধ করে দেয়া ও গণমাধ্যমের উপর নিপীড়ন চালানোর জন্য প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান, ফিলিপাইন্সে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিতর্কিত অভিযানের জন্য প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবং রোমা সহ শরণার্থী ও অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অর্বানের সমালোচনা করা হয়৷
এছাড়া অ্যামনেস্টি বার্ষিক প্রতিবেদনে কয়েকজন ব্যক্তিকে তাঁদের অনুপ্রেরণামূলক কাজের জন্য ‘সাধারণ নায়ক' হিসেবে তুলে ধরে সম্মান জানিয়েছে৷ যেমন সিরিয়ায় আনাস আল বাশা, যিনি ‘দ্য ক্লাউন অফ আলেপ্পো' নামে পরিচিত ছিলেন৷ যুদ্ধবিদ্ধস্ত আলেপ্পোর শিশুদের আনন্দ দিতে তিনি আলেপ্পোতেই থেকে গিয়েছিলেন৷ পরে বিমান হামলায় তিনি নিহত হন৷
মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সে দেশের সরকারের নির্যাতনের বিষয়টিও অ্যামনেস্টির প্রতিবেদনে উঠে এসেছে৷
প্রসঙ্গ বাংলাদেশ
অ্যাক্টিভিস্ট, প্রতিবেদক আর ব্লগারদের নিরাপত্তা না দিয়ে কিংবা যাঁরা নিহত হয়েছেন তাঁদের হত্যার তদন্তের পরিবর্তে কর্তৃপক্ষ গণমাধ্যম, এবং ফেসবুক পোস্টসহ অন্যান্য কারণে বিরোধীদের বিচার করছে বলে মনে করে অ্যামনেস্টি৷
২০১৬ সালে বিশ্বে অনেকগুলো বড় ঘটনা ঘটেছে৷ কিছু ঘটনা চমকে দিয়েছে বিশ্বকে৷ এমন কিছু ঘটনার খবর থাকছে ছবিঘরে৷
ছবি: Fotolia/Victoria
উত্তর কোরিয়ার আস্ফালন
বছরের শুরুতেই উত্তর কোরিয়া বিশ্বকে চমকে দেয়৷ ৫ জানুয়ারি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় দেশটি৷
মানুষের পরাজয়
এ বছরের ১২ মার্চ কৃত্রিম বা যন্ত্রের বুদ্ধির প্রভাবের কাছে মানুষের বুদ্ধির পরাজয়ের দৃশ্য দেখেছে বিশ্ব৷ বিশ্বের সেরা ‘গো খেলোয়াড়’-কে হারিয়ে জিতে যায় কৃত্রিম বুদ্ধির যন্ত্র ‘আল্ফা’৷
ছবি: Getty Images/AFP/J. Yeon-Je
সাদিক খান যখন মেয়র
এ বছরের মে মাসে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হন৷ ৪৬ বছরের সাদিক বড় ব্যবধানে নির্বাচনে জেতেন৷ যুক্তরাজ্যে একজন মুসলমানের এমন বড় পদে আসিন হওয়ার ঘটনা অনেককেই বিস্মিত করেছে৷
ছবি: picture-alliance/AP Photo/K. Wigglesworth
পোকেমন-গো তে পাগল বিশ্ব
জুলাই এর ৬ তারিখে ভিডিও গেমস ‘পোকেমন গো’ বিশ্ব বাজারে আসে৷ দেখতে দেখতে ভিডিও গেমস প্রেমীরা ‘পোকেমন গো’-এ মশগুল হয়ে যায়৷ ভিডিও গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন এই গেম৷
ছবি: Getty Images/AFP/O. Harris
যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষ
জুলাই-আগস্টে মার্কিনী পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা জানাজানি হয়ে যায়৷ একের পর এক এ ধরনের ঘটনার খবর সংবাদপত্রে প্রচার হয়৷ ফলে বেশ কয়েকটি জায়গায় সংঘাত শুরু হয় কৃষ্ণাঙ্গ ও পুলিশের মধ্যে৷ দেখা দেয় বিক্ষোভ৷
ছবি: picture-alliance/dpa/T. Maury
ব্রেক্সিট
এ বছরের ২৪ জুন৷ ইউরোপের জন্য এক বিষাদের দিন৷ কেননা ব্রিটিশরা তাদের মতামতের মাধ্যমে জানিয়ে দেয় তারা আর ইউরোপের সঙ্গে থাকতে চায় না৷ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন৷ আগামী বছর ইইউ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ব্রিটেন৷
ছবি: picture-alliance/dpa/A. Rain
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান
এ বছরের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য অভ্যুত্থানের চেষ্টা চালায় সেনাবাহিনীর এক অংশ৷ কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়৷ সংঘর্ষে তিনশ’রও বেশি মানুষের মৃত্যু হয়৷ এর জেরে এখনও এর্দোয়ান বিরোধীদের উপর ধরপাকড় ও নির্যাতন অব্যাহত আছে৷
ছবি: picture-alliance/Zuma/T. Adanali
রিও অলিম্পিক
দেশজুড়ে বিক্ষোভ ও আন্দোলনের পরও আগস্টে ব্রাজিলে সফল ভাবেই অনুষ্ঠিত হয় রিও অলিম্পিক৷ ৪৬ টি স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষে ছিলো যুক্তরাষ্ট্র৷ চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নেয় ব্রিটেন৷
ছবি: Reuters/P. Kopczynski
চিবক মেয়েদের ফিরে আসা
দু’বছরেরও বেশি আগে উত্তর নাইজেরিয়ার চিবক থেকে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম৷ অবশেষে এ বছর অপহৃত বেশ কয়েকজন ছাত্রী ফেরত আসে৷ তবে তাদের মধ্যে কয়েকজন অন্তঃসত্ত্বা ছিল৷
ছবি: Picture-Alliance/dpa/EPA/STR
নোট নিয়ে হাহাকার
৮ নভেম্বর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের ঘোষণা দেন৷ সরকারের এই নির্দেশে হাহাকার পড়ে যায় দরিদ্র মানুষের মধ্যে৷ অনেকের মৃত্যুও হয়৷
ছবি: picture-alliance/AP Photo/A. Nath
ডোনাল্ড ট্রাম্প
সবার ধারণাকে ভুল প্রমাণ করে এ বছরের নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর বিরুদ্ধে নানা সমালোচনার পরও ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনকে বড় ব্যবধানে হারান তিনি৷ ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে বিশ্ব রাজনীতিতে ‘টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করা হচ্ছে৷
ছবি: Time Magazine
ভুয়া খবর
ডোনাল্ড ট্রাম্প জেতার পর বছরের শেষের দিকে সবচেয়ে বেশি আলোচনায় আসে ভুয়া খবরের প্রসঙ্গ৷ ফেসবুক এবং গুগলে প্রকাশিত অনেক ভুয়া সংবাদ মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে – এরকম এক অভিযোগ ওঠার পর বিজ্ঞাপনের নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানগুলো৷