সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার পাম বিচে তার বাড়িতে অঘোষিত তল্লাশি চালিয়েছে এফবিআই৷
বিজ্ঞাপন
ট্রাম্প জানিয়েছেন, সোমবার এফবিআইয়েরবিশাল দল তার এস্টেট দখল করে তল্লাশি করেছে৷ এই বিষয়ে আগে থেকে তারা কিছু জানায়নি৷ এই কাজ অবাক করার মতো বলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন৷
ট্রাম্প একটি বিবৃতিতে জানিয়েছেন, এই বিষয়ে সরকারি সব সংস্থার সঙ্গেই তিনি সহযোগিতা করে এসেছেন৷ তারপরেও তার বাড়িতে এই অঘোষিত তল্লাশি অপ্রয়োজনীয় ও অন্যায্য৷
ট্রাম্প বলেছেন, এফবিআইয়ের কর্মকর্তারা জোর করে একটি আলমারি খুলে জিনিসপত্র দেখছে৷
সম্প্রতি ট্রাম্প বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন৷ এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষের পরে ফ্লোরিডার বাড়িটিতে হোয়াইট হাউসে প্রচুর গোপন সরকারি নথি নিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ৷
গত ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব নিয়ে তদন্ত চলছে৷ তবে সেই সূত্রেই ট্রাম্পের ফ্লোরিডার এস্টেটে তল্লাশি কি না, তা এফবিআই জানায়নি৷ বারবার অনুরোধ করেও এবিষয়ে তারা মুখ খোলেনি৷
মার্কিন ন্যাশনাল আর্কাইভস ও রেকর্ডস বিভাগ আগে জানিয়েছিল, হোয়াইট হাউস থেকে ১৫টি বাক্স করে নথিপত্র ফ্লোরিডার বাড়িতে নিয়ে যান ট্রাম্প৷ তার মধ্যে প্রচুর গোপনীয় নথিও আছে৷ তারপরই এই তল্লাশি৷
জিএইচ/এসজি (এপি, রয়টার্স, এএফপি)
ইভানকা ট্রাম্পের অন্যরকম জীবনধারা
ধনী পিতামাতার সন্তান থেকে মডেল, প্রেসিডেন্ট কন্যা -ইভানকা ট্রাম্পের জীবন যে অন্য আর দশটা মেয়ের মতো নয়, তা বোঝাই যাচ্ছে৷ এখানে রয়েছে তাঁর অন্যরকম জীবনযাপনের কিছু মুহূর্ত৷
ছবি: picture-alliance/dpa/I. Savignano
বিচ্ছেদের সন্তান
১৯৯৪ সালে নিউ ইয়র্কে ইউএস ওপেন চলাকালে তোলা এই ছবিতে ১২ বছরের ইভানকা আর তাঁর ধনী ব্যবসায়ী বাবা ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে৷ ইভানকা মেরি ট্রাম্পের জন্ম ১৯৮১ সালে৷ তাঁর মা চেক-অ্যামেরিকান মডেল ইভানা ট্রাম্প৷ ইভানকা, ট্রাম্প ও ইভানা দম্পতির দ্বিতীয় সন্তান৷ ইভানকার যখন ১০ বছর বয়স তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে৷
ছবি: picture alliance/ASSOCIATED PRESS/R. Frehm
সম্মিলিত যৌথ পরিবার
ইভানকা তাঁর ছোট সৎ বোন টিফানিকে কোলে নিয়ে আছেন৷ ট্রাম্পের ৫০তম জন্মদিনে তোলা এই ছবিতে তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লাকে দেখা যাচ্ছে৷ ইভানকারা চার ভাই-বোন৷
ছবি: picture-alliance/dpa/A. Savignano
কিশোরী মডেল
১৯৯৭ সালে ১৬ বছর বয়সি ইভানকা প্যারিসে বিখ্যাত ডিজাইনার টিয়েরি মুগলারের একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন৷ মাত্র ১৫ বছর বয়সে ইভানকা মুগলারের হয়ে মডেলিং শুরু করেন৷ এছাড়া ভ্যার্সাচে এবং পাকো রাবানে-র হয়েও মডেলিং করেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
আদর্শ মডেলের খোঁজে
১৯৯৭ সালে নিউ ইয়র্কের ব্রিজহ্যাম্পটনে একটি পোলো ক্লাবে কিশোরী ইভানকা তাঁর ধনী বাবার দিকে তাকিয়ে আছে৷
ছবি: picture-alliance/dpa/ipol Grant
মাল্টি-মিলিয়ন ব্যবসায়ী নারী
২০১২ সালে নিউ ইয়র্কে ‘ইভানকা ট্রাম্প কালেকশন রানওয়ে’-র উদ্বোধনের দিন কথা বলছেন ট্রাম্প কন্যা৷ এই কোম্পানিতে ডায়পার ব্যাগ থেকে শিশুদের জুতা, জামা, অলংকার সব পাওয়া যায়৷
ছবি: picture alliance/abaca/D. Van Tine
অপরাধে অংশীদার
২০১২ সালে ইস্তানবুলে ট্রাম্প টাওয়ার মল উদ্বোধনের সময় তোলা ছবিতে ইভানকা আর ডোনাল্ড হাসছেন৷ ২০০৫ সালে পরিবার ব্যবসায় যুক্ত হন ইভানকা৷ দুই ভাই ডোনাল্ড জুনিয়র এবং এরিক-এর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন৷ সে সময়ে ইভানকা ঘোষণা দেন, বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে এই অর্গানাইজেশন থেকে ছুটি নেবেন তিনি৷
ছবি: picture alliance/dpa/T. Bozoglu
পারিবারিক জীবন
ছবিটি ইভানকার স্বামী জ্যারেড কুশনার এবং তাঁদের সন্তানদের৷ ২০১৭ সালে ওয়েস্ট পাম বিচে এয়ারফোর্স ওয়ানে করে পৌঁছান ইভানকা পরিবার৷ ইভানকা, কুশনারকে বিয়ে করেন ২০০৯ সালে৷ তাঁদের তিনটি সন্তান৷
ছবি: picture alliance/AP Images/W. Lee
ট্রাম্পের প্রচারণায় প্রধান নেতৃত্ব
২০১৬ সালে সাউথ ক্যারোলাইনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বাবার পক্ষে সমর্থদের উদ্দেশে বক্তব্য রাখছেন ইভানকা ট্রাম্প৷ ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় তাঁর মুখ্য ভূমিকা ছিল এবং নারী ভোটারদের টানতে তাঁর প্রচারণা সাহায্য করেছিল বলে ধারণা করা হয়৷
ছবি: picture alliance/AP Photo/A. Sanz
হোয়াইট হাউজের পথে
২০১৭ সালের মার্চে হোয়াইট হাউজের কেবিনেট কক্ষে ছবিটি তোলা, যাতে দেখা যাচ্ছে ইভানকা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফিসফিস করে কথা বলছেন৷ গত সপ্তাহে যখন ঘোষণা করা হয় ইভানকা তাঁর বাবার উপদেষ্টা হতে যাচ্ছেন৷ নির্দিষ্ট কোনো পদ না থাকলেও, হোয়াইট হাউজে তাঁর একটি অফিস থাকবে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনা মুখে পড়েন তিনি৷
হোয়াইট হাউজে তাণর অনানুষ্ঠানিক ভূমিকা নিয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা যখন সমালোচনায় মুখর, তখন ২৯ মার্চ ইভানকা জানান যে, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতে চলেছেন৷