আরো একটি মুসলিমপ্রধান দেশের সঙ্গে সম্পর্ক চায় ইসরায়েল
২৭ ডিসেম্বর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিদায় নেওয়ার আগে আরো একটি মুসলিমপ্রধান দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় ইসরায়েল৷ সম্ভাব্য তালিকায় দুইটি নাম রয়েছে বলে জানিয়েছে দেশটি৷
বিজ্ঞাপন
ইতিমধ্যে মুসলিম বিশ্বের চারটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে ইসরায়েল৷ পরবর্তী দেশ হিসেবে এশিয়ার কোন একটিকে বেছে নিতে চাইছে৷
তবে সম্পর্ক স্থাপনকারী সম্ভ্যাব্য দেশের তালিকায় এই মুহূর্তে মুসলিম বিশ্বের দুটি দেশের নাম রয়েছে বলে জানান ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতামন্ত্রী ওফির আকুনিস৷
ইসরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশ দুটির নাম উল্লেখ না করলেও আকুনিস জানান, সম্ভাব্য রাষ্ট্র দুটির একটি হতে পারে ওমান৷ তবে তালিকায় সৌদি আরব নেই বলে তিনি জানান৷
তালিকায় থাকা দ্বিতীয় রাষ্ট্রটি দক্ষিণ-পূর্ব এশিয়ার হতে পারে৷ তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান এ তালিকায় নেই বলে জানান৷
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় ইতিমধ্যে মুসলিম বিশ্বের চারটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি৷ জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে৷
ট্রাম্পের সহায়তায় অর্থাৎ তার বিদায়ের আগেই পঞ্চম কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে বলে জানানো হয়৷
যেসব দেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি
বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো কিছু দেশ তা দেয়নি কিংবা দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে৷ ছবিঘরে থাকছে সেরকম কিছু দেশের কথা৷
ছবি: picture-alliance/N. Alon
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/R. Gul
আলজেরিয়া
ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো তা করেনি৷ এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া সেদিকে আগায়নি৷
ছবি: Reuters/R. Boudina
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি৷ ফলে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনা৷ একইভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না৷
ছবি: picture-alliance/NurPhoto/M. Ponir Hossain
ভুটান
ইসরায়েলের সঙ্গে ভুটানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Michael Marek/Anja Steinbuch
ব্রুনাই
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রুনাই৷
ছবি: Reuters
কোমোরোস
কোমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ রয়েছে৷
জিবুতি
জিবুতির সঙ্গে কোন আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের৷ অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি৷
ছবি: Getty Images/AFP/S. Maina
ইন্দোনেশিয়া
ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে৷ এমনকি ইসরায়েলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন৷ আর ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারেন৷
ছবি: AFP/STR
ইরাক
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি৷
ছবি: picture-alliance/epa/A. Abbas
কুয়েত
ইসরায়েলের সঙ্গে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি৷ ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ দেশটিতে প্রবেশ করতে পারেনা৷
ছবি: robertharding/picture-alliance
লেবানন
লেবানন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে৷ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে উভয় দেশের জনগণের এক বড় অংশ প্রতিবেশিদের প্রতি বিরূপ ধারনা পোষণ করে৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
লিবিয়া
আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোন সম্পর্ক নেই৷
ছবি: picture-alliance/Photoshot
মালয়েশিয়া
মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশও করা যায় না৷ তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
ছবি: Getty Images/AFP/Goh Chai Hin
উত্তর কোরিয়া
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ৷
ছবি: picture-alliance/AP Photo/W. Maye-E
ওমান
আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান৷ তবে, ১৯৯৬ সাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে পাকিস্তান৷ দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না৷
ছবি: picture-alliance/dpa/AP/B. K. Bangash
কাতার
ইসরায়েলের সঙ্গে কাতারের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
সৌদি আরব
সৌদি আরব এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি৷ তবে এই অবস্থা শীঘ্রই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ছবি: picture-alliance/AA/E. Yorulmaz
সোমালিয়া
ইসরায়েলের সঙ্গে সোমালিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
ছবি: Getty Images/AFP/M. Abdiwahab
সিরিয়া
প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ দুর্বল৷ দু’দেশের মধ্যে গোলাইন হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে৷
ছবি: Reuters/G. Tomasevic
টিউনিশিয়া
ইসরায়েলের সঙ্গে টিউনিশিয়ার কোন আনুষ্ঠানিক শান্তি চুক্তি নেই৷ তবে, দেশটির পাসপোর্ট ব্যবহার করে টিউনিশিয়া ভ্রমণ করা যায়৷ সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক হয়ে উঠেছে৷
ছবি: Chedly Ben Ibrahim/NurPhoto/picture alliance
ইয়েমেন
ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের কোন ধরনের সম্পর্ক নেই৷ ইসরায়েলি পাসপোর্ট বা ইসরায়েলের স্টাম্প আছে এমন কোন পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না৷ দ্রষ্টব্য: ছবিঘরটিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকা, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য ব্যবহার করা হয়েছে৷
ছবি: Mohammed Huwais/AFP/Getty Images
22 ছবি1 | 22
ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনকারী পরবর্তী দেশ কোনটি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক মহলেও চলছে বিশ্লেষণ৷
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে সমর্থন করবে না৷ একই কথা বলেছে এ অঞ্চলের আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও৷
দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ বাংলাদেশ জানিয়েছে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়৷
আরআর/এফএস (রয়টার্স)
১৬ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...
ইসরায়েলের সঙ্গে আমিরাত, বাহরাইনের চুক্তি
ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের ঐতিহাসিক চুক্তি হোয়াইট হাউসে সই হলো। ইসরায়েল লাভবান হলো। বিক্ষোভ প্যালেস্টাইনে।
ছবি: Getty Images/A. Wong
দীর্ঘ বিরোধের অবসান
কয়েক দশক ধরে চলা বিরোধের অবসান। সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তিতে সই করল ইসরায়েল। কূটনৈতিক,সম্পর্ক গড়ে তুলবে তারা। চুক্তিতে সই করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমিরাতের বিদেশ মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আল নেহয়ান এবং বাহরাইনের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আল জায়ানি।
ছবি: Getty Images/AFP/S. Loeb
ট্রাম্পের সভাপতিত্ব
হোয়াইট হাউসে চুক্তি সই হয়েছে। সভাপতিত্ব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ভোটের আগে এই চুক্তি তাঁর অন্যতম তুরুপের তাস। ট্রাম্প বলেছেন, ''মধ্যপ্রাচ্যে নতুন ভোর হলো। এই চুক্তি ঐতিহাসিক।'' তার আশা, বাকি আরব দেশগুলিও আমিরাত ও বাহরাইনকে অনুসরণ করবে।
ছবি: Getty Images/A. Wong
উচ্ছ্বসিত নেতানিয়াহু
এতদিন আরব দুনিয়ায় কার্যত একঘরে ছিল ইসরায়েল। এ বার আমিরাত ও বাহরাইনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক চালু হবে। তাই উচ্ছ্বসিত ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন, এই চুক্তি আরব-ইসরায়েল সংঘাত চিরতরে শেষ করে দিতে পারে। তাই এই চুক্তি ঐতিহাসিক। শান্তির ভোর হলো। তার মতে, করোনা নামক অতিমারির দিন শেষ হবে, কিন্তু আজ যে চুক্তি হলো, তার জন্য দীর্ঘস্থায়ী শান্তি থাকবে।
ছবি: Reuters/T. Brenner
খুশি আমিরাত, বাহরাইন
নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছেন আমিরাতের বিদেশমন্ত্রী। তিনি বলেছেন, ইসরায়েল যে শান্তির পথ বেছে নিয়েছে এবং প্যালেস্টাইনের এলাকা দখল করবে না বলেছে, তাতে তিনি খুশি। কয়েক দশক ধরে বিভাজন ও সংঘাতের পর শান্তি ফিরল। ইতিহাসের গতি পরিবর্তন হলো। খুশি বাহরাইনও।
ছবি: picture-alliance/AP Photo/A. Brandon
খারিজ করল প্যালেস্টাইন
হোয়াইট হাউসে যখন এই চুক্তি সই হচ্ছে, তখন প্যালেস্টাইনে বিক্ষোভ চলছে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েল যে এলাকা দখল করে রেখেছে, তা ছেড়ে না দিলে শান্তি আসবে না। প্যালেস্টাইন এই চুক্তিকে খারিজ করে বলেছে, তাদের পিছন থেকে ছুরি মারা হয়েছে।
ছবি: Reuters/M. Salem
বিরোধে সৌদি, ইরান, তুরস্ক
এই চুক্তির বিরোধিতা করে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, ইরান এবং তুরস্ক। সৌদি আরব বলেছে, তারা প্যালেস্টাইন সমস্যার প্রকৃত সমাধান চায়। তাদের দাবি, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে এবং পূর্ব জেরুসালেমকে তার রাজধানী করতে হবে। ইরান ও তুরস্কও চুক্তির বিরোধী। এই চুক্তিতে শুধু নতুন করে প্যালেস্টাইনের এলাকা দখন না করার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
ছবি: Reuters/T. Brenner
লাভ কতটা
এক দল বিশেষজ্ঞের মতে, এই চুক্তির ফলে লাভ খুব বেশি হবে না। কারণ, এমনিতেই ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সংঘাত একেবারেই কমে গিয়েছিল। লাভটা হলো, তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হলো। ওই বিশেষজ্ঞদের মতে, এই তিন দেশের একটাই লক্ষ্য, ইরানের প্রভাব কমানো। সে জন্যই এই চুক্তি সম্ভব হয়েছে।
ছবি: Reuters/T. Brenner
ট্রাম্প কতটা সুবিধা পাবেন
হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের চুক্তি হয়েছে। এই চুক্তি করিয়ে ট্রাম্প তার ক্ষমতা দেখাতে পারলেন বলে তার সমর্থকদের দাবি। এর ফলে ভোটের আগে ট্রাম্পের ভাবমূর্তি উজ্জ্বল হলো বলে তারা মনে করছেন। এর সুবিধা কি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে পাবেন? ট্রাম্প-বিরোধীরা মনে করছেন, তার ভাবমূর্তি করোনা ও কৃষ্ণাঙ্গ-হত্যার ফলে যে জায়গায় নেমেছে, সেখান থেকে ওঠার আশা কম।