নিউইয়র্কের ম্যানহাটানের এক আদালতে সোমবার ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ প্রথমে ১২ সদস্যের জুরি নির্বাচন করা হচ্ছে৷
বিজ্ঞাপন
ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ২০২৩ সালের এপ্রিলে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেন৷এতে অভিযোগ করা হয়, ট্রাম্প তার আইনজীবীর এক পর্ন তারকাকে ঘুস দেওয়ার বিষয় গোপন রাখতে চেয়েছিলেন৷ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে (প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড) এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ৷ ঐ পর্ন তারকার দাবি, এক দশক আগে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প৷ ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন৷
এই বিচারকে ‘অ্যামেরিকার উপর হামলা' বলে মন্তব্য করেছেন তিনি৷ আদালতে ঢোকার আগে ট্রাম্প বলেন, ‘‘এটা রাজনৈতিক নিপীড়ন৷''
জুরি হওয়ার জন্য ৯৬ জন শপথ নিয়েছেন৷ সোমবার ৫০ জনের বেশি সম্ভাব্য জুরিকে তাদের শিক্ষা, শখ, সংবাদ পড়ার অভ্যাসসহ বিভিন্ন প্রশ্ন করা হয়েছে৷ তবে তাদের নিরপেক্ষতা সম্পর্কে নিশ্চিত হতে না পারায় কাউকে জুরি হিসেবে নির্বাচন করা হয়নি৷
জুরি নির্বাচন প্রক্রিয়া এক-দুই সপ্তাহ চলতে পারে৷ আর পুরো বিচার প্রক্রিয়া শেষ হতে মে মাস পর্যন্ত লাগতে পারে৷ সপ্তাহে চারদিন (বুধবার বিচার কার্যক্রম বন্ধ থাকে) ট্রাম্পকে আদালতে উপস্থিত থাকতে হবে৷
নিউ ইয়র্কের আদালতে আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে অধিকার করা সম্পত্তির মামলা চলছে। তারই শুনানি ছিল সোমবার।
ছবি: Jabin Botsford/The Washington Post/AP/picture alliance
মামলার বিষয়
সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলেছে৷ এর মধ্যে ব্যবসায়ে প্রতারণার মামলায় সোমবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন তিনি৷ বেআইনি ব্যবসায় অর্থ উপার্জনের জন্য ২৫০ মিলিয়ন ডলার জরিমানা করার দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর৷
ছবি: Brendan McDermid/REUTERS
বিচারকের সাথে বিতণ্ডা
মামলার শুনানিতে আদালতে সোমবার প্রায় চার ঘণ্টা অবস্থান করেন ট্রাম্প৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুনানি চলার সময় প্রায়ই বিচারকের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিরেন ট্রাম্প৷ এমনকি বিচার প্রক্রিয়া নিয়ে নানা মন্তব্যও করছিলেন তিনি৷ এক পর্যায়ে বিচারক ট্রাম্পের আইনজীবীকে বলেন, ‘‘আপনি কি আপনার মক্কেলকে থামাবেন?’’
ছবি: Jane Rosenberg/REUTERS
‘ডাইনি শিকার’
কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাম্প যে শুধু উত্তেজিত হয়ে পড়ছিলেন এমন নয়৷ তিনি বিচার নিয়ে নানান মন্তব্যও করছিলেন৷ একপর্যায়ে ডনাল্ড ট্রাম্প বলেন, এই বিচার প্রক্রিয়া আসলে রাজনৈতিক ডাইনি শিকারের মতো৷
ছবি: Eduardo Munoz Alvarez/AP/picture alliance
‘আমি নাকি প্রতারক’
বিচারকের বিরুদ্ধেও অভিযোগ তুলেন নানান কাণ্ড করে আলোচনায় আসা এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট৷ শুনানির সময় ট্রাম্প বলেন, ‘‘তিনি (বিচারক) বলেন আমি নাকি প্রতারক৷ তিনি আমার বিষয়ে কিছুই জানতেন না৷’’
ছবি: Shannon Stapleton/REUTERS
‘আমার বিরুদ্ধে রায় দিয়ে দেবে’
শুনানি চলার এই সময়টুকুতে ভালই উত্তেজনা ছড়িয়েছে আদালতে৷ মেজাজ বিগড়ে যাওয়া ট্রাম্পকে এক পর্যায়ে বলতে শুনা যায়, ‘‘আমি নিশ্চিত যে, তিনি (বিচারক) আমার বিরুদ্ধে রায় দেবেন কারণ তিনি সবসময়ই আমার বিরুদ্ধে রায় দেন৷’’
ছবি: Brendan McDermid/REUTERS
বিরক্ত বিচারক
ট্রাম্পের এমন বেসামাল মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন বিচারক আর্থার এনগোরোন৷ ট্রাম্পের এমন মন্তব্যের মাঝে এক পর্যায়ে আর্থার এনগোরোন বলেন, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়৷
ছবি: Brendan McDermid/REUTERS
‘নষ্ট করার সময় নেই’
শুনানিকালে ট্রাম্পের এমন মন্তব্যের উত্তরে বিচারক আরো বলেন, ‘‘নষ্ট করার সময় আমাদের হাতে নেই৷ এটি শেষ করার জন্য আমাদের একদিন সময় আছে৷’’