1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে বিচারককে হুমকি দেয়ার অভিযোগ

২৭ ডিসেম্বর ২০২৩

গত সপ্তাহে কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়ে সেই রাজ্যে প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অধিকার হারান ডনাল্ড ট্রাম্প৷ এবার এলো ট্রাম্পের বিরুদ্ধে বিচারককে হুমকি দেয়ার অভিযোগ তদন্তের খবর৷

USA Prozess gegen Donald Trump in New York City
ছবি: Louis Lanzano/UPI Photo/IMAGO

 

মঙ্গলবার ডেনভারের পুলিশ এক বিবৃতিতে জানায়, কলোরাডোর সুপ্রিম কোর্টের বিচারকদের হুমকি দেয়ার অভিযোগ তদন্ত করে দেখবেন তারা৷

বিবৃতিতে বলা হয়, ‘‘কলোরাডো সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধের সাম্প্রতিক একটি ঘটনা তদন্ত করছে ডেনভার পুলিশ বিভাগ৷ স্থানীয়, রাজ্য এবং কেন্দ্রীয় আইন-শৃঙ্খলারক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে আমরা হুমকি এবং হয়রানির সম্ভাব্য ঘটনাগুলো তদন্ত করে যাবো৷'' এফবিআই জানিয়েছে, তদন্তে তারা সার্বিক সহযোগিতা করছে৷

এর আগে করোরাডোর এক ডিস্ট্রিক্ট জাজ তার রুলিংয়ে বলেন, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় ইন্ধন দিয়েছিলেন্ এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে৷ তবে তিনি এ অপরাধে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনার বিধান সংবিধানে সরাসরি নেই বলে ট্রাম্পের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেননি৷তব গত সপ্তাহে কলোরাডোর সুপ্রিম কোর্ট সেই রুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নেয়৷ তাদের রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া গুরুতর অপরাধ এবং সেকারণে ট্রাম্প কলোরাডোয় প্রার্থী হতে পারবেন না৷

ট্রাম্পের বিরুদ্ধে এ রায় ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছে৷ রায় দিয়েছিল সাত জন বিচারকের একটি বেঞ্চ৷ সাত জনের মধ্যে চারজন ডনাল্ড ট্রাম্পের প্রার্থিতা বাতিলের পক্ষে রায় দেন, তবে বাকি তিনজন ছিলেন তার বিপক্ষে৷

রায় ঘোষণার দুদিন পর কলোরাডোর এক বিচারকের বাসায় ডেনভার পুলিশকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু বিচারকের বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা বুঝতে পারেন পুরো বিষয়টি ভুয়া, অর্থাৎ, বিচারক তাদের ডেকে পাঠাননি৷ বিষয়টি এখনো তদন্ত করে দেখছে ডেনভার পুলিশ৷

প্রসঙ্গত, কলোরাডোর সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট জাজের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলেও তার রায়টি আপাতত ৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে৷ ৫ জানুয়ারি কলোরাডোর প্রাইমারি নির্বাচনের ব্যালট ছাপা শুরু হবে৷ ফলে কলোরাডোয় প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে ট্রাম্পকে ৪ জানুয়ারির মধ্যেই আপিল মামলায় জিততে হবে৷

এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে আদালতের মাধ্যমে ট্রাম্পকে সেই রাজ্যে প্রার্থিতা বাতিলের চেষ্টা করা হলেও এতদিন সেই চেষ্টা সফল হয়নি৷ কলোরাডোয় সেই রায় হওয়ায় ট্রাম্প এবং তার সমর্থকরা খুব ক্ষুব্ধ৷ বিচারকদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এক প্রকারের ‘যুদ্ধ' শুরু করেছেন ট্রাম্প-ভক্তরা৷ ট্রাম্পের কাছ থেকেও আসছে আপত্তিকর সব বক্তব্য৷সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ- বড়দিনের বার্তা দিয়েছেন ট্রাম্প৷ সেখানে তার সব বিরোধীদের  বলেছেন, ‘নরকের পচা মাল'৷

এসিবি/ কেএম (এএপপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ