ট্রাম্পের বিরুদ্ধে বিচারককে হুমকি দেয়ার অভিযোগ
২৭ ডিসেম্বর ২০২৩
মঙ্গলবার ডেনভারের পুলিশ এক বিবৃতিতে জানায়, কলোরাডোর সুপ্রিম কোর্টের বিচারকদের হুমকি দেয়ার অভিযোগ তদন্ত করে দেখবেন তারা৷
বিবৃতিতে বলা হয়, ‘‘কলোরাডো সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধের সাম্প্রতিক একটি ঘটনা তদন্ত করছে ডেনভার পুলিশ বিভাগ৷ স্থানীয়, রাজ্য এবং কেন্দ্রীয় আইন-শৃঙ্খলারক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে আমরা হুমকি এবং হয়রানির সম্ভাব্য ঘটনাগুলো তদন্ত করে যাবো৷'' এফবিআই জানিয়েছে, তদন্তে তারা সার্বিক সহযোগিতা করছে৷
এর আগে করোরাডোর এক ডিস্ট্রিক্ট জাজ তার রুলিংয়ে বলেন, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় ইন্ধন দিয়েছিলেন্ এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে৷ তবে তিনি এ অপরাধে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনার বিধান সংবিধানে সরাসরি নেই বলে ট্রাম্পের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেননি৷তব গত সপ্তাহে কলোরাডোর সুপ্রিম কোর্ট সেই রুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নেয়৷ তাদের রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া গুরুতর অপরাধ এবং সেকারণে ট্রাম্প কলোরাডোয় প্রার্থী হতে পারবেন না৷
ট্রাম্পের বিরুদ্ধে এ রায় ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছে৷ রায় দিয়েছিল সাত জন বিচারকের একটি বেঞ্চ৷ সাত জনের মধ্যে চারজন ডনাল্ড ট্রাম্পের প্রার্থিতা বাতিলের পক্ষে রায় দেন, তবে বাকি তিনজন ছিলেন তার বিপক্ষে৷
রায় ঘোষণার দুদিন পর কলোরাডোর এক বিচারকের বাসায় ডেনভার পুলিশকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু বিচারকের বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা বুঝতে পারেন পুরো বিষয়টি ভুয়া, অর্থাৎ, বিচারক তাদের ডেকে পাঠাননি৷ বিষয়টি এখনো তদন্ত করে দেখছে ডেনভার পুলিশ৷
প্রসঙ্গত, কলোরাডোর সুপ্রিম কোর্ট ডিস্ট্রিক্ট জাজের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলেও তার রায়টি আপাতত ৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে৷ ৫ জানুয়ারি কলোরাডোর প্রাইমারি নির্বাচনের ব্যালট ছাপা শুরু হবে৷ ফলে কলোরাডোয় প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে ট্রাম্পকে ৪ জানুয়ারির মধ্যেই আপিল মামলায় জিততে হবে৷
এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে আদালতের মাধ্যমে ট্রাম্পকে সেই রাজ্যে প্রার্থিতা বাতিলের চেষ্টা করা হলেও এতদিন সেই চেষ্টা সফল হয়নি৷ কলোরাডোয় সেই রায় হওয়ায় ট্রাম্প এবং তার সমর্থকরা খুব ক্ষুব্ধ৷ বিচারকদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় এক প্রকারের ‘যুদ্ধ' শুরু করেছেন ট্রাম্প-ভক্তরা৷ ট্রাম্পের কাছ থেকেও আসছে আপত্তিকর সব বক্তব্য৷সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ- বড়দিনের বার্তা দিয়েছেন ট্রাম্প৷ সেখানে তার সব বিরোধীদের বলেছেন, ‘নরকের পচা মাল'৷
এসিবি/ কেএম (এএপপি, রয়টার্স)