1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের ভারত সফরে জৌলুস আছে, লাভ নেই

২৩ ফেব্রুয়ারি ২০২০

ট্রাম্পের ভারত সফরে জৌলুস আছে, বিশেষ লাভ নেই৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে আসছেন ডনাল্ড ট্রাম্প৷ তা সত্ত্বেও তাঁর এই সফরে বড় কোনও বানিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা কম৷

ছবি: picture-alliance/AP Photo/A. Solanki

এই বছরের শেষেই আবার অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়বেন ডনাল্ড ট্রাম্প৷ তার আগেই তিনি ভারত সফর সেরে ফেলছেন৷ গত চার বছরের মধ্যে ভারত সফর করেননি মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর পাঁচ বছরের কার্যকালের একেবারে শেষভাগে এসে ভারতে আসছেন ট্রাম্প।

তার এই সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন আলোচনা৷ শেয়ার করা হচ্ছে মজার সব ভিডিও৷ তেমনই একটিতে ট্রাম্পকে বহুল আলোচিত চলচ্চিত্র বাহুবলির মূল চরিত্রে দেখানো হয়েছে৷ এই ভিডিওটির একটি টুইট নিজের টুইটার একাউন্ট থেকে রিটুইট করেছেন ডনাল্ড ট্রাম্প৷ সঙ্গে লিখেছেন, ভারতীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে আছেন৷   

ভারতে মোট তিনটি শহরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট৷ আহমেদাবাদ, আগ্রা এবং নয়াদিল্লি৷ আগামী সোমবার ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫৫তে  আহমেদাবাদ বিমান বন্দরে নামবেন ট্রাম্প৷ সেখান থেকে শুরু হবে ডনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর রোড শো৷ বিমানবন্দর থেকে নবসাজে সজ্জিত মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা জুড়ে চলবে রোড শো৷ যাত্রাপথে ২৮টা মঞ্চে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির ঝলক থাকবে৷ যাত্রাপথেই তিনি গান্ধীজির সবরমতী আশ্রমে যাবেন ও মিনিট পনেরো সময় কাটাবেন৷ সেখানে তাঁকে চরকা উপহার দেওয়া হবে৷ মোতেরা স্টেডিয়ামে পৌছবেন ১ টা ১৫ মিনিট নাগাদ। সেখানে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান হবে। মধ্যাহ্নভোজের পর সোজা আগ্রা৷

বিকেল পাঁচটায় আগ্রা পৌঁছবেন ট্রাম্প৷ সূর্যাস্তের আলোয় অপরূপ তাজমহল দর্শন করার পর সাড়ে ছয়টা নাগাদ দিল্লির জন্য রওয়ানা দেবেন৷ পরের দিন সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হবে তাঁকে৷ সেখান থেকে রাজঘাটে গান্ধীজির প্রতি সম্মান দেখাবেন তাঁরা৷ সাড়ে এগারোটায় শুরু হবে মোদী ও ট্রাম্পের মধ্য়ে সরকারি পর্যায়ের আলোচনা৷  বেলা তিনটের সময় মার্কিন দূতাবাসে যাবেন তিনি৷ সেখানে ভারতীয় শিল্প ও বানিজ্য প্রতিনিধদলের সঙ্গে কথা হবে৷ এর ফাঁকেই মেলানিয়া ট্রাম্প দিল্লির সরকারি স্কুলে হ্যাপিনেস ক্লাস দেখে আসবেন৷ রাত দশটায় অ্যামেরিকার উদ্দেশে যাত্রা করবেন ট্রাম্প৷ 

ট্রাম্পের এই সফরের জন্য আহমেদাবাদ ও আগ্রাকে বিপুলভাবে সাজানো হচ্ছে৷ রোড শোর পথে গরিবদের বস্তি ঢাকতে বানানো হয়েছে দেওয়াল৷ রঙ বেরঙের কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে চারদিক৷ নতুন করে রঙ লাগানো হয়েছে মেট্রো রেলের থামে৷ আগ্রায় রাস্তা চওড়া হয়েছে৷ চারপাশ পরিষ্কার করা হয়েছে৷ যমুনা ব্যারেজ থেকে বাড়তি জল ছাড়া হয়েছে, যাতে যমুনায় পরিষ্কার জল থাকে ও দূষণের গন্ধ অতিথিদের কাছে না পৌঁছয়৷

তবে ট্রাম্পের এই সফরে বড় কোনও বানিজ্য চুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ নিউ ইন্ডিয়া এক্সপ্রেসের বিজনেস এডিটর জয়ন্ত রায় চৌধুরি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘অ্যামেরিকা চেয়েছিল কৃষি ক্ষেত্র বিশেষ করে দুধ ও দুগ্ধজাত জিনিস ভারতে রফতানির বিশেষ সুবিধা। সেই সঙ্গে পোলট্রির জিনিসেরও সহজ রফতানি৷ কিন্তু ভারত তাতে রাজি হয়নি৷ ফলে বড় ধরনের কোনও চুক্তির সম্ভাবনা নেই৷ কিছু কিছু ঘোষণা হবে৷  এই মাত্র৷’’

তা হলে এত ঢাকঢোল পিটিয়ে, এত আগ্রহ দেখিয়ে কেন ট্রাম্প আসছেন? প্রবীণ সাংবাদিক জোসেফের ব্যখ্যা, ট্রাম্পের উদ্দেশ্য হল ভারতীয় বংশোদ্ভূত অ্যামেরিকানদের ভোট পাওয়া৷ সে জন্য তিনি হাউডি মোদীতে গিয়েছিলেন৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ‘‘তাঁর প্রধান অনুষ্ঠান হতে চলেছে, নমস্তে ট্রাম্প৷ কারণ, তাঁর ভোট চাই৷’’

জিএইচ/এসজি (রয়টার্স, পিটিআই)

দেখুন ২০১৭ সালের ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ