1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নকল করে ক্ষমা চাইলেন জিজি হাদিদ

২৩ নভেম্বর ২০১৬

ডোনাল্ড ট্রাম্প নন, এবার তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ঘিরে হয়ে গেল তুমুল আলোচনা আর হাসি-ঠাট্টা৷ এবং তারপর ক্ষমা চাওয়ার পর্ব৷

জিজি হাদিদ
ছবি: picture alliance/AP Images/E. Agostini

ট্রাম্পের স্ত্রী, অর্থাৎ যুক্তরাষ্ট্রের হবু ফার্স্ট লেডি মেলানিয়াকে নকল করে লোক হাসিয়ে অবশেষে ক্ষমা চেয়েছেন জিজি হাদিদ৷

নির্বাচিত হলেও ডোনাল্ড ট্রাম্প যেমন এখনো সরকারিভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেননি, তাঁর স্ত্রী মেলানিয়াও তেমনি এখনো ‘ফার্স্ট লেডি' হননি৷ তবে নির্বাচনের পর তাঁকে নিয়ে হয়ে গেল প্রথম বিতর্ক আর সমালোচনা৷ ঘটনার সূত্রপাত গত রবিবার হয়ে যাওয়া ‘অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে৷ অনুষ্ঠান উপস্থাপনার এক পর্যায়ে সুপার মডেল জিজি হাদিদ সেখানে মেলানিয়া ট্রাম্পকে অনুকরণ করে কথা বলেন৷ মাত্র দুটি বাক্য৷ তা শুনে উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল ওঠে৷

কিন্তু একটু পরেই শুরু হয়ে যায় তুমুল সমালোচনা৷ যুক্তরাষ্ট্রের অনেকেই জানান, মানুষকে আনন্দ দেয়ার নামে বিকৃতভাবে নকল করে জিজি আসলে মেলানিয়াকে অপমান করেছেন৷ মঙ্গলবার এ জন্য ক্ষমা চেয়েছেন জিজি হাদিদ৷ এক চিঠিতে তিনি জানিয়েছেন, অনুকরণ করে সবাইকে আনন্দ দিতে চাইলেও কাউকে আঘাত দেয়ার ইচ্ছে তাঁর ছিল না, তবুও কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা চিঠিতে ২১ বছর বয়সি সুপার মডেল আরো জানিয়েছেন, তাঁর আশা, মেলানিয়া ট্রাম্পেরও যেহেতু শো-বিজ সম্পর্কে সম্যক ধারণা আছে তাই তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং সে কারণে তাঁকে অনুকরণ করায় তিনি অপমান বোধ করবেন না৷

এসিবি/জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ