1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুমকির জবাবে ক্যানাডার প্রস্তুতি

১৩ জানুয়ারি ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডনাল্ড ট্রাম্প ক্যানাডা থেকে আমদানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন৷ এই হুমকি স্মরণে রেখে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্যানাডা৷

অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য ক্যানাডাকে দায়ী করে এই হুমকি দেন ট্রাম্প৷ এছাড়া ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে সংযুক্ত করারও কথা বলেন তিনি৷
ট্রাম্প ২৫% শুল্ক আরোপ করলে ক্যানাডায় অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে (ফাইল ফটো)ছবি: Valerie Macon/AFP/Getty Images

অবৈধ অভিবাসন ও মাদক পাচারের জন্য ক্যানাডাকে দায়ী করে এই হুমকি দেন ট্রাম্প৷ এছাড়া ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে সংযুক্ত করারও কথা বলেন তিনি৷ গতসপ্তাহে পদত্যাগ করা ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গ্রেট স্টেট অফ ক্যানাডার গভর্নর' বলেও ঠাট্টা করেন ট্রাম্প৷

কিছু বিশ্লেষক ট্রাম্পের এসব বক্তব্যকে গুরুত্ব সহকারে না নিলেও ক্যানাডার রাজনীতিবিদ ও অর্থনীতিবিদেরা এর সমালোচনা করেছেন৷ বিশেষ করে, নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প যেহেতু চীন, মেক্সিকো, ব্রিকস ও ন্যাটোকে লক্ষ্য করে বক্তব্য দিলেও ক্যানাডাকে নিয়ে খুব বেশি কিছু বলেননি তাই এখন তার এমন বক্তব্যে অনেকে অবাক হয়েছেন৷ যেমন ব্যাংক অফ মনট্রিয়ালের প্রধান অর্থনীতিবিদ ডগলাস পোর্টার ডিডাব্লিউকে বলেন, ‘‘এমন বক্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল৷'' ট্রাম্পের সমর্থকদের মধ্যেও ক্যানাডাকে শত্রু হিসেবে দেখার কোনো চিহ্ন দেখা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‘... তাই এসব (ট্রাম্পের বক্তব্যসমূহ) আমার কাছে একটু বেশি বিরক্তিকর মনে হচ্ছে৷'' 

ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের যুক্তরাষ্ট্র-মেক্সিকো-ক্যানাডা চুক্তি (ইউএসএমসিএ) কার্যকর হয়েছিল৷ এখন তিনি বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণ ও বাণিজ্যসহ এই চুক্তির উল্লেখযোগ্য শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে ক্যানাডা ও মেক্সিকো৷ আগামী বছর এই চুক্তি পর্যালোচনা করার কথা৷

অর্থনীতি বিষয়ে পরামর্শ দেওয়া প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকনোমিক্সের ক্যানাডা ইকনোমিক্সের পরিচালক টনি স্টিলো ডিডাব্লিউকে বলেন, আরও বেশি সুবিধা পেতে নিজের চুক্তিকেও বাতিল করার জন্য পরিচিত ট্রাম্প৷ ‘‘নাফটা (উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি) চুক্তির বদলে ইউএসএমসিএ চুক্তি করতে ট্রাম্প সহায়তা করলেও এখন তিনি একে সবচেয়ে খারাপ চুক্তি বলছেন,'' বলেন তিনি৷

যুক্তরাষ্ট্র-ক্যানাডা বাণিজ্য সম্পর্ক

গতবছরের প্রথম ১১ মাসে ক্যানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ বিলিয়ন ডলার৷

যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার ক্যানাডা৷ মেক্সিকো, ইউরোপ ও চীনের চেয়েও সেখানে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র৷ রপ্তানি পণ্যের মধ্যে আছে ট্রাক, ভ্যান, গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও জীবাশ্ম জ্বালানি৷

একইভাবে ক্যানাডার রপ্তানি পণ্যেরও সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র৷ তিন-চতুর্থাংশের বেশি রপ্তানি পণ্যই যায় যুক্তরাষ্ট্রে৷ তুলনার জন্য বলা যায়, জার্মানির মোট রপ্তানি পণ্যের ৫৩ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে৷

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ক্যানাডীয় পণ্যের এক-চতুর্থাংশ হলো অপরিশোধিত তেল৷ গত জুলাইতে এর পরিমাণ দিনে ৪৩ লাখ ব্যারেলে পৌঁছেছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন৷ যুক্তরাষ্ট্র এসব তেল পরিশোধিত করে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল তৈরি করে৷ এসব জ্বালানি অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি কিছু অংশ ক্যানাডায়ও রপ্তানি করা হয়৷ 

হারদীপ সিং নিজ্জর হত্যার তিন সন্দেহভাজন ভারতীয় গ্রেপ্তার

01:48

This browser does not support the video element.

ক্যানাডার তেলসমৃদ্ধ আলবার্টা রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ বলেছেন, ট্রাম্প যদি ক্যানাডীয় পণ্যে শুল্ক আরোপের হুমকিকে বাস্তবে পরিণত করেন তাহলে সেটি নিজের পায়ে গুলি করার মতো বিষয় হবে৷ এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘‘প্রস্তাবিত শুল্ক তাৎক্ষণিকভাবে মার্কিন তেল রিফাইনারদের ক্ষতি করবে এবং ভোক্তাদের পাম্পগুলিতে আরও বেশি অর্থ প্রদান করতে বাধ্য করবে৷''

ক্যানাডার গণমাধ্যম বিএনএন ব্লুমবার্গ অর্থনীতিবিদদের উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ক্যানাডার জিডিপি দুই থেকে চার শতাংশ কমতে পারে, এবং অর্থনীতিতে মন্দা তৈরি হতে পারে৷

প্রস্তুত হচ্ছে ক্যানাডা

যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যে শুল্ক আরোপ করা যায় তার তালিকা তৈরি করছে ক্যানাডা৷ ২০১৮ সালে ট্রাম্পের প্রথম আমলেও ক্যানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ শুরু হয়েছিল৷ এক বছর পর তার সমাধান হয়েছিল৷

ক্যানাডার দৈনিক গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্পাত, সিরামিক্স, কাচ, ফুল ও ফ্লরিডা কমলা জুসসহ আরও কিছু পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে ক্যানাডা৷

নিক মার্টিন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ