বাদবাকি রিপাবলিকান ক্যান্ডিডেটরা যখন সেই টেলিভাইজড বিতর্কে নামবেন, তখন যুদ্ধফেরৎ মার্কিন ভেটারানদের জন্য ফান্ড রেইজিং অনুষ্ঠান করার হুমকিও দিয়েছেন ট্রাম্প৷ ফক্স নিউজ-এর সঞ্চালিকা মেগিন কেলিকে বলেছেন ‘বিম্বো'৷
বিজ্ঞাপন
৬৯ বছর বয়সের সেলিব্রিটি টিভি স্টার ও বিলিওনেয়ার ডোনাল্ড ট্রাম্প, যিনি জীবনে কখনো সরকারি পদাধিকারী হিসেবে কাজ করেননি, তাঁরই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হবার সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে – তা সে সম্ভাবনা নিয়ে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অবধি যতই ব্যঙ্গবিদ্রুপ আর রঙ্গরসিকতা করা হোক না কেন৷ একটি টুইটে ঠাট্টা করে দেখানো হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কিভাবে এই আশা প্রকাশ করছেন যে, ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ‘সুপ্রিম লিডার' হবেন, তখন কিম হয়তো তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন৷
লেখিকা আয়ানি টেইলর টুইট করেছেন, ‘‘হঠাৎ খেয়াল করলাম যে, ডোনাল্ড ট্রাম্প সত্যিই প্রেসিডেন্ট হতে পারেন৷ এটা যে একটা স্বাভাবিক পরিস্থিতি, আমার মগজ সেটা মেনে নিতে চাইছে না৷''
ফক্স-এর সঙ্গে ট্রাম্পের কাজিয়া চলেছে প্রথম রিপাবলিকান প্রাইমারি ডিবেট থেকে, যখন সঞ্চালিকা মেগিন কেলি ট্রাম্প অতীতে মহিলাদের সম্বন্ধে যে সমস্ত মন্তব্য রেছেন, সেই প্রসঙ্গ তোলেন৷ এবার নাকি ট্রাম্প বিতর্ক বয়কট করছেন কেননা ফক্স নেটওয়ার্কের তরফ থেকে ট্রাম্পের তাঁর নিজের টুইটার অনুসরণকারীদের প্রশ্ন করার পদ্ধতিকে ব্যঙ্গ করা হয়েছে৷
ট্রাম্প টুইটার করেছেন, ‘‘আমি মেগিন কেলিকে ‘বিম্বো' বলব না, কেননা সেটা পলিটিক্যালি করেক্ট হবে না৷ তার বদলে আমি শুধু ওঁকে একজন নগণ্য রিপোর্টার বলব৷'' মার্কিন মুলুকে ‘বিম্বো' কথাটির অর্থ একজন সুন্দরী নারী, যাঁর বিশেষ বুদ্ধিসুদ্ধি নেই৷
এত সব তিক্ততার পর যদি কেউ মনে করেন যে, ফক্স নিউজ আর রিপাবলিকান দল মিলে যে তাঁকে আইওয়ার প্রাইমারি ডিবেটে নাস্তানাবুদ করার পরিকল্পনা করছে, তা আঁচ করতে পেরেই ট্রাম্প বিতর্ক বয়কট করেছেন – যেমন এই টুইটে – তবে তাকে দোষ দেওয়া যায় না৷
আইওয়া প্রাইমারিতে ট্রাম্প এবং তাঁর নিকটতম রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী, গোঁড়া রক্ষণশীল সেনেটর টেড ক্রুজের মধ্যে নিকট প্রতিযোগিতা হবে বলে ধরে নেওয়া হচ্ছে, যদিও জাতীয় পর্যায়ে রিপাবলিকান ভেটারদের ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন, যেখানে ক্রুজকে সমর্থন করেন মাত্র ১৯ শতাংশ৷
আইওয়াতে তিনজন ডেমোক্র্যাটিক প্রার্থীকেও মাঠে নামতে হবে, এবং সে'ক্ষেত্রে ৭৪ বছর বয়সি সেনেটর বার্নি স্যান্ডার্স, যিনি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী আখ্যা দিয়েছেন, তাঁর ও হিলারি ক্লিন্টনের মধ্যে প্রতিযোগিতা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে, বলে মনে করার কোনো কারণ নেই৷
ক্লিন্টন, এমনকি প্রেসিডেন্ট ওবামা স্বয়ং যুক্তরাষ্ট্রে যে অসহিষ্ণুতার বীজ ছড়াচ্ছে, তা-তে শঙ্কিত৷ যেমন ট্রাম্পের মুসলিম বিদ্বেষ, যে বিষয়ে পল রিকহফ তাঁর টুইটে এক নিহত মার্কিন মুসলিম সৈন্যের কবরের ছবি দিয়ে মন্তব্য করেছেন যে, কতো হাজার মুসলিম সৈন্য যে বীরত্বের সঙ্গে মার্কিন মিলিটারির হয়ে যুদ্ধ করেছেন, তা জানলে ট্রাম্প হয়ত অবাক হবেন৷
মাইকেল কেরি টুইট করেছেন, ‘‘ট্রাম্প সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আসার আগে সব মুসলিমকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন৷ আমি চাই বন্দুকের গুলিতে মানুষের মৃত্যু বন্ধ হওয়ার আগে সব বন্দুক নিষিদ্ধ করা হোক৷''
ভেজাচোখে কড়া আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রে বন্দুক বিক্রির নিয়ম আরও কড়া করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ নির্বাহী ক্ষমতা বলে তিনি এই আদেশ দিলেন৷ ভবিষ্যতে বন্দুকপ্রিয় প্রার্থীদের ভোটে প্রত্যাখ্যান করতে মার্কিন ভোটারদেরও অনুরোধ করেন তিনি৷
ছবি: picture-alliance/AP Photo/J. Bacon
দশ পরিকল্পনা
মার্কিন কংগ্রেসে একটি কড়া বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের একাধিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এবার প্রেসিডেন্ট হিসেবে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিলেন বারাক ওবামা৷ এর আওতায় তিনি মোট ১০টি পরিকল্পনার কথা উল্লেখ করেন৷ বক্তৃতার এক পর্যায়ে তাঁর চোখ আবেগের কান্নায় ভিজে ওঠে৷
ছবি: Getty Images/C. Somodevilla
পরিবর্তনের কথা
২০১২ সালে কানেকটিকাটের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ জন শিশু ও ছয়জন প্রাপ্তবয়স্কের প্রাণ যাওয়ার ঘটনা তাঁকে বদলে দেয় বলে জানান প্রেসিডেন্ট ওবামা৷ তিনি বলেন, ‘‘মার্ক বার্ডেন (যাঁর সাত বছরের ছেলে গুলিতে নিহত হয়) এর সঙ্গে সাক্ষাতের দিনটি আমাকে বদলে দিয়েছে৷ যখনই আমি নিহত ঐ শিশুদের কথা ভাবি, আমি পাগল হয়ে যাই৷’’
ছবি: Reuters/C. Barria
অতীত পরীক্ষা করে দেখা
এখন থেকে যুক্তরাষ্ট্রের ভেতরে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের প্রত্যেকের অতীত পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন ওবামা৷ বর্তমানে কিছু অনলাইন বিক্রেতা ও বন্দুক প্রদর্শনীতে অংশ নেয়া ব্যবসায়ীদের অতীত পরীক্ষা করে দেখা হয় না৷
ছবি: picture-alliance/dpa/J. Lo Scalzo
রাজ্যগুলো তথ্য দেবে
মানসিক অসুস্থতা ও সহিংসতার সঙ্গে যুক্ত থাকার কারণে যাঁদের বন্দুক কেনার অনুমোদন নেই তাঁদের সম্পর্কে ব্যবসায়ীদের তথ্য দেবে রাজ্যের প্রশাসন৷
ছবি: picture alliance/dpa
নতুন পরিদর্শক নিয়োগ
অতীত পরীক্ষা করে দেখার কাজ জোরালো করতে এফবিআইএ-তে নতুন করে আরও ২৩০ জনের বেশি পরিদর্শক নিয়োগের নির্দেশ দিয়েছেন ওবামা৷
মানসিকভাবে অসুস্থরা যেন বেশি করে চিকিৎসাসেবা পেতে পারে সেটা নিশ্চিত করতে কংগ্রেসকে এই খাতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দেয়া হয়েছে৷
ছবি: picture-alliance/Landov
পরিবর্তনযোগ্য
নির্বাহী ক্ষমতাবলে ওবামা যে নির্দেশগুলো দিয়েছেন ভবিষ্যতের যে কোনো প্রেসিডেন্ট চাইলে সেটা সহজেই পরিবর্তন করতে পারবেন৷ যুক্তরাষ্ট্রে এ বছরের শেষেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এছাড়া আদালতেও ওবামার নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে৷
ছবি: picture-alliance/dpa/San Bernardino County Sheriff
সমালোচনা
ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওবামার এসব পরিকল্পনা ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প৷ তাঁর অন্যান্য রিপাবলিকান প্রার্থীরাও ওবামার নির্দেশের সমালোচনা করেছে৷
ছবি: Getty Images/S. Platt
লবি গোষ্ঠীর বিরোধিতা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গান লবি গোষ্ঠী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলেছে, ওবামার এই পদক্ষেপ অতীতে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনাগুলো এড়াতে পারত না৷ এ প্রসঙ্গে ওবামা বলেছেন, নিহত সবাইকে বাঁচানো সম্ভব না হলেও কয়েকজনের হলেও সম্ভব হতো৷
ছবি: picture-alliance/AP Photo
যুক্তরাষ্ট্র শীর্ষে
দেশটিতে প্রতিবছর গড়ে ৩০ হাজার মানুষের প্রাণ যায় বন্দুকের গুলিতে, উন্নত অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি৷