1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প বনাম ম্যার্কেল

১৩ মার্চ ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কখনো সাক্ষাৎ ঘটেনি৷ এবার যখন ঘটবে, তখন ম্যার্কেল সম্পর্কে ট্রাম্পের নানা সাম্প্রতিক মন্তব্য কোনো আড়ষ্টতা সৃষ্টি করবে না, বলে আশা করা যায়৷

Angela Merkel und Donald Trump
ছবি: picture-alliance/dpa/M. Kappeler/R. Sachs

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কখনো সাক্ষাৎ ঘটেনি৷ এবার যখন ঘটবে, তখন ম্যার্কেল সম্পর্কে ট্রাম্পের নানা সাম্প্রতিক মন্তব্য কোনো আড়ষ্টতা সৃষ্টি করবে না, বলে আশা করা যায়৷

কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জার্মান ও মার্কিন রাজনৈতিক নেতাদের মতবিরোধ নতুন কিছু নয়৷

‘‘আমার নেতৃত্বে এই দেশ কোনো অ্যাডভেঞ্চারে লিপ্ত হবে না'', ২০০২ সালের গ্রীষ্মে বলেছিলেন সাবেক জার্মান চ্যান্সেলর গেয়ারহার্ড শ্র্যোডার৷ তার পরের বছরই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে ইরাকে মার্কিন অভিযান শুরু হয়৷ বুশ নাকি শ্র্যোডারের মন্তব্যে বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এবং দু'জনের ব্যক্তিগত সম্পর্ক আর কোনোদিনই স্বাভাবিক হয়ে উঠতে পারেনি৷

২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে মিউনিখের নিরাপত্তা সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়শকা ফিশার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রাম্সফেল্ডকে বলেন, ‘‘আমার এখনও প্রত্যয় হচ্ছে না'' – যার এক মাস পরেই ইরাকে মার্কিন অভিযান শুরু হয়৷ সারা বিশ্ব থেকে আগত বিশিষ্ট অতিথিদের সামনে ফিশারের এই মন্তব্য চাঞ্চল্য সৃষ্টি করে, বিশেষ করে জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন প্রথাগতভাবে ঘনিষ্ঠ এবং – অন্তত প্রকাশ্যে – সামঞ্জস্যপূর্ণ৷

‘‘লিবিয়া, কিউবা ও জার্মানি আভাস দিয়েছে যে, তারা কোনোভাবে সাহায্য করবে না'', রাম্সফেল্ডকে প্রত্যুত্তরে বলতে শোনা যায়৷ পেন্টাগন প্রধান যে জার্মানিকে যুক্তরাষ্ট্রের দুই প্রথাগত বৈরির পর্যায়ে ফেলছেন, তাতে বার্লিন বিশেষ সন্তুষ্ট হয়নি৷

‘‘জার্মানির বারোটা বাজাচ্ছেন''

তবে ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনি প্রচার অভিযানে ম্যার্কেলের বিরুদ্ধে যে পরিমাণ বিরূপ মন্তব্য করেছেন, তা সত্যিই অভূতপূর্ব৷

ম্যার্কেল যে দশ লক্ষের বেশি উদ্বাস্তুকে জার্মানিতে ঢুকতে দিয়েছেন, সে বিষয়ে ট্রাম্প ২০১৫ সালের একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি চিরকালই ভেবেছিলাম, ম্যার্কেল একজন মহান নেতা৷ কিন্তু তিনি জার্মানির যে দশা করছেন, তা স্রেফ পাগলামো৷ জার্মানিতে এবার দাঙ্গা হবে৷''

দু'মাস পরে টাইম ম্যাগাজিন যখন ম্যার্কেলকে ‘পার্সন অফ দ্য ইয়ার' নির্বাচন করে, তখন ট্রাম্প টুইট করেন...

‘‘আমি বলেছিলাম, আমি বিগ ফেবারিট হওয়া সত্ত্বেও টাইম ম্যাগাজিন কোনোদিন আমাকে মনোনীত করবে না৷ ওরা সেই ব্যক্তিটিকে মনোনীত করবে, যিনি জার্মানির বারোটা বাজাচ্ছেন'', টুইট করেন ট্রাম্প৷

২০১৫ সালের বর্ষশেষে কোলন রেলওয়ে স্টেশনের সামনে শত শত মহিলার যৌন হয়রানির ঘটনা সম্পর্কে ২০১৬ সালের মার্চ মাসে আইওয়ার একটি নির্বাচনি প্রচার সভায় ট্রাম্পের মন্তব্য: ‘‘জার্মান জনগণ এবার দাঙ্গা করবে৷ জার্মান জনগণ এই মহিলাকে (আঙ্গেলা ম্যার্কেলকে) ক্ষমতাচ্যুত করবে৷ আমি জানি না, উনি মাথামুণ্ডু কী ভাবছেন৷''

হাওয়া বদল

২০১৬ সালের সেপ্টেম্বর মাস নাগাদ হঠাৎ ভোল পাল্টে ফেলেন ট্রাম্প, তাঁর মুখে ম্যার্কেলের প্রভূত প্রশংসা শোনা যায় – যদিও একেবারে নিঃশর্ত প্রশংসা নয়৷

‘‘হ্যাঁ, আমি সত্যিই মনে করি যে, ম্যার্কেল বাস্তবিক একজন মহান বিশ্বনেতা'', একটি সাক্ষাৎকারে বলেন ট্রাম্প৷ ‘‘কিন্তু আমি খুবই হতাশ হয়েছিলাম যখন তিনি – গোটা অভিবাসন প্রসঙ্গটি একটি বড় সমস্যা, বলে আমি মনে করি, গত দেড় বছরে উনি যা করেছেন, তা যখন দেখি৷ আমি চিরকালই ম্যার্কেলের তরফে ছিলাম৷ (উনি) সত্যিই দারুণ, বলে আমি ভাবতাম৷ কিন্তু দেড় বছর আগে উনি একটি ট্র্যাজিক ভুল করেন, বলে আমার ধারণা৷''

ম্যার্কেল ঠান্ডা, কিন্তু নীরব নন

ম্যার্কেল তাঁর যা বক্তব্য, সেটা ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে প্রকাশ্যে ব্যক্ত করেননি৷ কিন্তু ট্রাম্পের জয়ের পর তিনি অভিনন্দন জানিয়ে যে বার্তা পাঠান, তাতে ম্যার্কেল দুই দেশের যৌথ মূল্যবোধের ভিত্তিতে সহযোগিতার আমন্ত্রণ জানান – সঙ্গে সেই মূল্যবোধের তালিকাও জুড়ে দেন: ‘‘গণতন্ত্র, স্বাধীনতা, আইনের প্রতি সম্মান এবং বংশ, গাত্রবর্ণ, ধর্ম, লিঙ্গ, যৌন প্রবণতা ও রাজনৈতিক মতাদর্শ নির্বিচারে সব মানুষের মর্যাদার প্রতি সম্মান৷''

এ যেন ম্যার্কেল ট্রাম্পকে পশ্চিমি সভ্যতার ভিত্তি যে মূল্যবোধ, সে সম্পর্কে একটি বিশেষ পাঠ দিচ্ছেন – যা এক মার্কিন প্রেসিডেন্টের প্রতি একজন জার্মান চ্যান্সেলরের মন্তব্য হিসেবে প্রায় ভর্ৎসনার সমতুল৷

প্রধানত মুসলিম অধ্যুষিত দেশগুলির নাগরিকদের যুক্তরাষ্ট্র যাত্রার উপর ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেন, তার বিরুদ্ধেও ম্যার্কেল জোরালো বক্তব্য রেখেছেন: ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও চূড়ান্ত সংগ্রাম কয়েকটি বিশেষ জনগোষ্ঠীর সদস্যদের সাধারণভাবে সন্দেহ করার কারণ হতে পারে না, এক্ষেত্রে মুসলমান ধর্মাবলম্বী অথবা বিশেষ বিশেষ দেশের নাগরিকদের (প্রতি সন্দেহ)'', গত জানুয়ারি মাসে বার্লিনে মন্তব্য করেন ম্যার্কেল৷

দুই নেতার এই পরোক্ষ বার্তালাপের পরিপ্রেক্ষিতে উভয়ের প্রত্যক্ষ সাক্ষাতে যে কি ঘটবে, তা বলা শক্ত৷ তবে এক মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ নাকি রসিকতা করে বলেছেন যে, ট্রাম্প খারাপ ব্যবহার না করলে আর সাক্ষাৎটা শেষমেষ বচসায় পর্যবসিত না হলেই নাকি তিনি খুশি!

মিশায়েল ক্নিগে/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ