1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক খাতে ব্যয়বৃদ্ধির সিদ্ধান্ত

২৮ ফেব্রুয়ারি ২০১৭

হোয়াইট হাউস সামরিক খাতে ‘ঐতিহাসিক ব্যয়বৃদ্ধির' প্রস্তাব দিয়েছে, যার পরিমাণ হবে ৫,৪০০ কোটি ডলার (৪৩ লক্ষ কোটি টাকা)৷ ট্রাম্পের খসড়া বাজেটে এই অর্থ আসবে বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ সাহায্য কর্মসূচি হ্রাস করে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: Getty Images

ট্রাম্প চান সামরিক খাতে ‘ঐতিহাসিক' ব্যয়বৃদ্ধি, যদিও কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় গোষ্ঠীই এই পরিকল্পনার বিরোধী – এবং তারাই এই বাজেট পাশ করবেন৷

হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী পেন্টাগনের বাজেট ১০ শতাংশ বেড়ে দাঁড়াবে ৬০৩ বিলিয়ন ডলারে৷ ঐ বাড়তি অর্থ আসবে বৈদেশিক সাহায্য এবং স্বদেশে নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি হ্রাস করে৷ ট্রাম্প যে সরকারকে ‘‘কৃশ'' করার প্রতিশ্রুতি দিয়েছেন, এটা সম্ভবত সেই নীতির অঙ্গ৷ দৃশ্যত পরিবেশ সুরক্ষা সংস্থা ও পররাষ্ট্র দপ্তরের বাজেট, ও সেই সঙ্গে বৈদেশিক সাহায্য কমানো হবে – যদিও পরিকল্পনার খুঁটিনাটি মার্চের আগে জানার সম্ভাবনা নেই৷

Trump to propose 10pct hike in military spending

00:18

This browser does not support the video element.

ট্রাম্প প্রশাসনের এর কর্মকর্তা ‘‘বৈদেশিক সাহায্যে বড় ধরনের হ্রাসের'' কথা বলেছেন৷ বস্তুত মার্কিন বাজেটের মাত্র এক শতাংশ যায় বৈদেশিক সাহায্যে, কাজেই সেই সাহায্য পুরোপুরি বাদ দিলেও সামরিক খাতে যা প্রয়োজন, তার সিকিভাগও উঠবে না৷

তবুও হোয়াইট হাউসের বাজেট পরিচালক মিক মালভেনি এই বাজেটকে বাস্তবিক একটি ‘‘অ্যামেরিকা ফার্স্ট বাজেট'' বলে অভিহিত করেছেন৷ এই বাজেট ‘‘আমাদের পারমাণবিক শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা'' করবে ও ‘‘আমাদের সামরিক বাহিনীকে পুনর্গঠন'' করবে, ‘‘দেশকে সুরক্ষিত ও সীমান্তকে নিরাপদ'' করবে – বলেছেন মালভেনি৷ এ'জন্য দৃশ্যত বাজেটের এক-ষষ্ঠমাংশ যাবে প্রতিরক্ষায় – যা কিনা সামরিক খাতে ব্যয়ের তালিকায় পরবর্তী সাতটি দেশের সামগ্রিক খরচের সমান৷

ডেমোক্র্যাটরা এই বাজেট রুখতে পারেন: তারা গোড়া থেকেই এই পরিকল্পনার বিরোধী, বিশেষ করে যে সব কর্মসূচি ‘‘মধ্যবিত্ত শ্রেণির উপকার করে'', সেগুলি বাতিল হওয়ার সম্ভাবনায়৷ অপরদিকে রিপাবলিকান সেনেটর জন ম্যাককেইন হোয়াইট হাউসের নতুন বাজেটে সামরিক ব্যয়কে ওবামার বাজেট থেকে মাত্র তিন শতাংশ বাড়তে দেখছেন৷

আসল চমক সম্ভবত এই যে, মার্কিন সামরিক বাহিনীর ১২০ জনের বেশি অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরালরা ট্রাম্পের প্রতি কূটনীতি ও বৈদেশিক সাহায্য হ্রাস না করার আহ্বান জানিয়েছেন৷

এসি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ