নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷ তারা বলেন, ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি ‘অনেক ভালো'৷
নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদরা বলেন, আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আসলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবেছবি: Brian Cahn/ZUMA Press/picture alliance
বিজ্ঞাপন
অর্থনীতিবিদেরা বলছেন, ট্রাম্পচীনা পণ্য আমদানির উপর অনেক শুল্ক আরোপ করতে চান৷ এর ফলে মার্কিন ক্রেতারা কেনেন এমন অনেক পণ্যের দাম বেড়ে যাবে৷ ‘‘অর্থনৈতিক বিভিন্ন নীতি নিয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও একটা বিষয়ে আমরা একমত যে, জো বাইডেনের অর্থনৈতিক এজেন্ডা ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো,'' বিবৃতিতে বলেন নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ৷ তারা বলেন, ‘‘আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আসলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবে৷''
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস প্রথম বিবৃতি নিয়ে খবর প্রকাশ করেছে৷
বিবৃতিতে সই করা অর্থনীতিবিদদের মধ্যে আছেন ২০০১ সালের নোবেলজয়ী জোসেফ স্টিগলিজ ও ২০১৫ সালের বিজয়ী স্যার অ্যাঙ্গাস ডিটন৷
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে৷
গত দুই বছরে মূল্যস্ফীতি অনেকটা কমে এলেও এখনও অনেক মার্কিন ক্রেতা বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে খুশি নন বলে সমীক্ষায় দেখা গেছে৷
ট্রাম্প বিদেশি পণ্য আমদানির উপর শুল্ক বসানোর অঙ্গীকার করেছেন৷ চীনা পণ্যের উপর সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক বসানো হতে পারে৷ ‘‘অনেক মার্কিনি মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন৷ মূল্যস্ফীতি অনেক কমে এসেছে৷ তবে ট্রাম্পের কারণে এটি আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)
‘ট্রাম্প বুদ্ধ’ মূর্তির জনপ্রিয়তা
চীনের ফার্নিচার নির্মাতা হং জিনশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুদ্ধের মতো মেডিটেশন করছেন, এমন মূর্তি বানিয়েছেন৷ এটি জনপ্রিয় হয়ে উঠেছে৷
ছবি: Martin Pollard/REUTERS
মজার জন্য
মাস ছয়েক আগে চীনের ফার্নিচার নির্মাতা হং জিনশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুদ্ধের মতো মেডিটেশন করছেন, এমন একটি মূর্তি বানান৷ তার এই ভাবনা জনপ্রিয় হয়ে ওঠায় দেশ ও দেশের বাইরে থেকে এমন প্রায় আড়াইশর মতো মূর্তি বানানোর অর্ডার পেয়েছেন তিনি৷
ছবি: Martin Pollard/REUTERS
বৈপরীত্য থেকে অনুপ্রেরণা
বুদ্ধ ও ট্রাম্পের আচরণের মধ্যে যে বিশাল বৈপরীত্য আছে সেটি তাকে এমন মূর্তি বানানোর অনু্প্রেরণা দিয়েছে বলে জানান হং৷ তিনি বলেন, ‘‘আমাদের এখানে রীতি হচ্ছে, যারা জীবনে সফলতা অর্জন করেছেন তারা সাধারণত বয়স হলে শান্তভাবে জীবনটা উপভোগ করেন৷ কিন্তু ট্রাম্প এখনও যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন৷’’
ছবি: Martin Pollard/REUTERS
দাম
১৬ সেন্টিমিটারের মূর্তির দাম প্রায় ১৩ হাজার টাকা৷ আর ৪৬ সেন্টিমিটারের দাম আড়াই লাখ টাকার বেশি৷
ছবি: Martin Pollard/REUTERS
তবে অনলাইনে কম দামি মূর্তি পাওয়া যাচ্ছে
হংয়ের কাজ জনপ্রিয়তা পাওয়ায় চীনা অনলাইন মার্কেটপ্লেস ‘তাওবাও’তে তার মূর্তির আদলে ‘ভুয়া, নকল ও নিচু মানের’ মূর্তি বিক্রি শুরু হয়েছে৷
ছবি: Martin Pollard/REUTERS
ট্রাম্পকে একটা দিতে চান
হং এখনও জানেন না যে, ট্রাম্প তার মূর্তি সম্পর্কে শুনেছে কিনা৷ তবে ট্রাম্পকে ‘একটু চাঙা করতে’ একটি মূর্তি দিতে চান হং৷ তিনি মনে করেন, বর্তমানে ট্রাম্পের যে অবস্থা তাতে তার মূর্তির মতো করে মেডিটেশনে বসা উচিত৷