1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

‘ট্রাম্প এলে মূল্যস্ফীতি বাড়বে’

২৬ জুন ২০২৪

নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে৷ তারা বলেন, ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি ‘অনেক ভালো'৷

প্রচারণায় ট্রাম্পের সমর্থক
নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদরা বলেন, আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আসলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবেছবি: Brian Cahn/ZUMA Press/picture alliance

অর্থনীতিবিদেরা বলছেন, ট্রাম্পচীনা পণ্য আমদানির উপর অনেক শুল্ক আরোপ করতে চান৷ এর ফলে মার্কিন ক্রেতারা কেনেন এমন অনেক পণ্যের দাম বেড়ে যাবে৷ ‘‘অর্থনৈতিক বিভিন্ন নীতি নিয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও একটা বিষয়ে আমরা একমত যে, জো বাইডেনের অর্থনৈতিক এজেন্ডা ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো,'' বিবৃতিতে বলেন নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ৷ তারা বলেন, ‘‘আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আসলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবে৷''

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস প্রথম বিবৃতি নিয়ে খবর প্রকাশ করেছে৷

বিবৃতিতে সই করা অর্থনীতিবিদদের মধ্যে আছেন ২০০১ সালের নোবেলজয়ী জোসেফ স্টিগলিজ ও ২০১৫ সালের বিজয়ী স্যার অ্যাঙ্গাস ডিটন৷

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে৷

গত দুই বছরে মূল্যস্ফীতি অনেকটা কমে এলেও এখনও অনেক মার্কিন ক্রেতা বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে খুশি নন বলে সমীক্ষায় দেখা গেছে৷

ট্রাম্প বিদেশি পণ্য আমদানির উপর শুল্ক বসানোর অঙ্গীকার করেছেন৷ চীনা পণ্যের উপর সর্বোচ্চ ৬০ শতাংশ শুল্ক বসানো হতে পারে৷ ‘‘অনেক মার্কিনি মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন৷ মূল্যস্ফীতি অনেক কমে এসেছে৷ তবে ট্রাম্পের কারণে এটি আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে,'' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ