1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প: ছোট মনের বড় ‘মাস্তান’

১৫ এপ্রিল ২০২০

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, যখন সবার অস্তিত্ব রক্ষায় বিভেদ ভোলা খুব জরুরি, তখন এ কী করলেন ট্রাম্প? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করতেই পারেন, তাই বলে এমন সময়ে অর্থায়ন বন্ধের নির্দেশ!

USA Präsident Donald Trump Coronavirus Pressekonferenz
ছবি: Getty Images/W. McNamee

মার্কিন প্রেসিডেন্টের হঠকারী বক্তব্য বা একপেশে সিদ্ধান্তের ইতিহাস বেশ দীর্ঘ৷  এর আগে জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা অগ্রাহ্য করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন, পরমাণু চুক্তি বাতিল করে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধ বাড়ানোতেও ভূমিকা রেখেছেন৷  তখন সমালোচনা হয়েছে, এখনো হচ্ছে৷  কিন্তু ডনাল্ড ট্রাম্প সমালোচনা থেকে শিক্ষা নিলে তো!

সবচেয়ে বেশি আর্থিক সহায়তা যুক্তরাষ্ট্রের কাছ থেকেই পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷  গতবছর ডব্লিউএইচও-র মোট বাজেটের ১৫ শতাংশ (৪০০ মিলিয়ন ডলার) দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ 

হঠাৎ পুরো অর্থায়ন বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

ঘোষণাটা এলো এমন সময়ে যখন কিনা ১৮৫ টি দেশে মোট এক লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে৷  ডাব্লিউএইচও বলছে এখনো সবচেয়ে খারাপ সময়টা আসেনি, আরো সতর্ক না হলে, আরো জোরদার লড়াই না করলে সংক্রমণ ছড়াবে, মৃত্যুর মিছিল দীর্ঘ হবে অনেক, ট্রাম্পের ঘোষণা এলো তখন৷

এমন নয় যে, ডাব্লিউএইচও সব কাজ ঠিক করেছে৷  গতবছর চীনে প্রথম যখন সংক্রমণ দেখা দেয়, ডাব্লিউএইচও সক্রিয় হলে সেই তথ্য সবার জানা হতো, সব দেশ সতর্ক হলে বিপর্যয় এতটা হয়তো হতো না৷ 

আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তা স্বীকার করেই ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণার সমালোচনা করেছেন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, নোবেল কমিটি, ওপেক, ওআইসি, আইএমএফ- বলতে গেলে সবারই কিছু-না-কিছু বড় সমালোচনা আছে৷  ভালো কাজও আছে সবার৷  ডাব্লিউএইচও-র জন্য এটা ভালো কাজ দেখানোর সময়৷  এমন সময়ে বাগড়া দিয়ে, ‘শত্রুর’ ভূমিকায় নেমে কার উপকার করতে যাচ্ছেন ট্রাম্প? 

দেশে ট্রাম্প প্রশাসনের একেবারে লেজেগোবরে অবস্থা৷  শুরুতে করোনা ভাইরাসকে যথেষ্ট গুরুত্ব না দেয়ায় যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ৷  মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৮ হাজার ছাড়িয়েছে৷  ট্রাম্প নিজেও মনে করেন, সংখ্যাটা এক লাখ ছাড়াতে পারে৷  বেসামাল হয়ে, বড় দেশের ছোট মনের নেতা হয়ে সেই বিপর্যয় এড়াতে পারবেন না ট্রাম্প৷  দেশে ভোট বাড়তেও পারে, তবে সারা বিশ্বে তার প্রতি শ্রদ্ধা আরো কমবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ