1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-পুটিন বৈঠক

১৬ জুলাই ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই প্রথম দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন৷ তবে একাধিক কারণে সোমবার হেলসিংকিতে তাঁদের সাক্ষাতের বাড়তি তাৎপর্য রয়েছে৷

Finnland Landung Us Präsident Trump in Helsinki
ছবি: Reuters/K. Lamarque

ট্রাম্প তাঁর ইউরোপ সফরের আগে থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে নানা মন্তব্য করে চলেছেন৷ তাঁর মতে, পুটিন বন্ধু বা শত্রু কোনোটাই নয়, বরং প্রতিযোগী৷ এই শীর্ষ বৈঠককে ঘিরে তাঁর প্রত্যাশা অত্যন্ত কম৷

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে অ্যামেরিকার সঙ্গে সংলাপ জটিল হতে চলেছে৷ বিশেষ করে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প জার্মানির উপর রাশিয়ার ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ' সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা নিয়ে মস্কোয় অস্বস্তি দেখা দিয়েছে৷ তার উপর মার্কিন বিচার মন্ত্রণালয় ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে ১২ জন রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ কর্তৃপক্ষের মতে, তারা ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটি, হিলারি ক্লিন্টন ও অন্যান্য কিছু ব্যক্তি বা সংগঠনের কম্পিউটার হ্যাকিংয়ের জন্য দায়ী৷ এই প্রেক্ষাপটেট্রাম্প-পুটিন আলোচনায় ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ উঠে আসবে৷ পুটিন এর আগেও রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন৷ ট্রাম্প সেই বক্তব্য মেনেও নিয়েছেন৷

ট্রাম্প ও পুটিন এখনো পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে যথেষ্ট উষ্ণতা দেখালেও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্কের চরম অবনতি ঘটেছে৷ ইউক্রেন ও সিরিয়াকে ঘিরে দুই দেশের সংঘাত এখনো কাটেনি৷ এর ফলে ওয়াশিংটন মস্কোর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করার পর বিশেয করে ইউরোপে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে৷ এবার ট্রাম্প প্রশাসন সেই পদক্ষেপকে স্বীকৃতি দিতে পারে, ইউরোপে এমন আশঙ্কা দেখা দিয়েছে৷ তবে সিরিয়ার বাশার আল আসাদের প্রতি রাশিয়ার লাগাতার সমর্থন ও ইরানের সঙ্গে সে দেশের সম্পর্ক নিয়ে অ্যামেরিকার ক্ষোভ এখনো কাটেনি৷ সোমবারের আলোচনায় সেই বিষয়গুলিও উঠে আসবে৷

আন্তর্জাতিক স্তরে নিরস্ত্রিকরণের বিষয়টিও শীর্ষ বৈঠকে স্থান পেতে চলেছে৷ চলতি বছর রাশিয়া আরও উন্নত সামরিক সরঞ্জাম তৈরির ঘোষণা করেছে৷ ওয়াশিংটনও পরমাণু অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণের উদ্যোগ নিচ্ছে৷

এদিকে ইউরোপীয় ইউনিয়ন অ্যামেরিকা, চীন ও রাশিয়ার উদ্দেশ্যে বাণিজ্য যুদ্ধ এড়াতে সহযোগিতার ডাক দিয়েছে৷ বেইজিংয়ে ইইউ-চীন শীর্ষ বৈঠকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বিশ্বজুড়ে বাণিজ্যের ক্ষেত্রে বেড়ে চলা উত্তেজনা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে সংঘাত ও অরাজকতা দেখা দিতে পারে৷ উল্লেখ্য, ট্রাম্প ইইউ-কেও শত্রু হিসেবে বর্ণনা করেছেন৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ