ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের
২২ এপ্রিল ২০২৫
হার্ভার্ডের অভিযোগ, ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে অসাংবিধানিক প্রচার চালিয়ে কয়েকশ কোটি ডলার আটকে দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি: Lisa Poole/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ''মার্কিন প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্পের প্রশাসন চুক্তি ও অনুদানের কয়েকশ কোটি ডলার আটকে দিয়েছে। এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবের বলেছেন, হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের বেআইনি দাবি না মানার পর গত এক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। তারা আমাদের যে অর্থ দেয়, তা ফ্রিজ করে দিয়েছে। এই ক্ষমতা সরকারের নেই। আমরা তাই মামলা করেছি।''
এখনো পর্যন্ত যা জানা গেছে
ট্রাম্প প্রশাসন দুইশ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান বন্ধ করে দিয়েছে।
হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট বলছে, হার্ভার্ড ও অন্য বিশ্ববিদ্যালয়গুলিকে দেয়া বার্তা স্পষ্ট। সরকার তৃণমূল স্তরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজে হস্তক্ষেপ করবে। তার ফলে এই সব শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা, চিকিৎসাক্ষেত্রে সাফল্য, বৈজ্ঞানিক উদ্ভাবন, সমস্যার সমাধান করার দক্ষতা যাতে চলে যায় তার ব্যবস্থা করা হচ্ছে।
বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন ২০২১ সালের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা করেছে, যা দেখে শিক্ষার্থীরা ঠিক করতে পারে সে বছর কোথায় পড়বে তারা৷ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১ নম্বরে৷ ছবিঘরে দেখে নিন সেরা ১০ বিশ্ববিদ্যালয়৷
ছবি: Imago/J. Tack
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা পাঁচ বছর ধরে শীর্ষস্থানে রয়েছে৷ টাইমস হায়ার এডুকেশন বিশ্বের ৯৩টি দেশের ১৫শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে ভালো থেকে খারাপের সূচিতে৷ চারটি মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে তৈরি করা হয়েছে এই তালিকা৷ সেগুলো হল: শিক্ষা প্রদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড৷
ছবি: Imago/J. Tack
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
গত বছর চার নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়টি এবার তালিকার দুই নম্বরে স্থান করে নিয়েছে৷
ছবি: King of Hearts/Wikimedia Commons/dpa
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়টি গতবার ছিল সাত নম্বরে৷ এবার তিন নম্বরে জায়গা করে নিয়েছে এটি৷
ছবি: picture-alliance/dpa/R. Haid
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের আটটিই যুক্তরাষ্ট্রে৷ ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছর ছিল দ্বিতীয় অবস্থানে৷
ছবি: picture-alliance/dpa/R.Chiu
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এমআইটি বেশ বিখ্যাত৷ এবারের সূচিতে এর অবস্থান পাঁচ নম্বরে৷
ছবি: Imago
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়টি গতবারের তালিকায় ছিল তিন নম্বরে৷ এবার এটির অবস্থান ছয় নম্বরে৷
ছবি: Fotolia/Konstiantyn
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে
গতবার শীর্ষ দশে জায়গায় পায়নি অ্যামেরিকার এই বিশ্ববিদ্যালয়টি৷ আর এ বছর সাত নম্বর অবস্থানে পৌঁছে গেছে এটি৷
ছবি: Imago
ইয়েল বিশ্ববিদ্যালয়
গতবারের অবস্থানেই আছে ইয়েল ইউনিভার্সিটি৷
ছবি: picture alliance/AP Photo/P. Eaton-Robb
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
গতবার ছয় নম্বরে থাকা প্রিন্সটন ইউনিভার্সিটি এবার নেমে গেছে নয় নম্বরে৷
ছবি: picture-alliance/AP/M. Evans
ইউনিভার্সিটি অফ শিকাগো
তালিকায় এই বিশ্ববিদ্যালয়েরও অবনতি হয়েছে৷ গতবার নয় নম্বরে থাকা বিশ্ববিদ্যালয়টি এবার আছে ১০ নম্বরে৷
ছবি: AFP/Getty Images
10 ছবি1 | 10
ট্রাম্প প্রশাসন এই মাসের গোড়ায় হার্ভার্ডকে চিঠি দিয়ে বেশ কিছু দাবি জানিয়েছিল। বিবিধতা নিয়ে তাদের নীতি বদল করতে বলা হয়েছিল। ক্যাম্পাসে প্রতিবাদ নিষিদ্ধ করতে বলা হয়েছিল। আন্তর্জাতিক পড়ুয়াদের মনতাদর্শগত মূল্যবোধ কোনদিকে তা যাচাই করার জন্য অডিট করতেও বলা হয়েছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই দাবি মানতে চায়নি। তারপরই তাদের অর্থ ফ্রিজ করে দেয় ট্রাম্প প্রশাসন।