1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিন ‘খুনি’ হলে যুক্তরাষ্ট্র?

৬ ফেব্রুয়ারি ২০১৭

পুটিনকে তিনি শ্রদ্ধা করেন বটে, কিন্তু পুটিনের সঙ্গে তাঁর মিলবে কিনা, তা তিনি জানেন না৷ সঞ্চালক পুটিনকে ‘খুনি' বলে অভিহিত করলে ট্রাম্প বলেন, ‘আমাদেরও অনেক খুনি আছে...'৷

USA Donald Trump bei der Vereidigung von James Mattis
ছবি: Getty Images/O. Douliery

‘‘আমি অনেককে শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এই নয় যে, আমার তার সঙ্গে বনবে,'' ট্রাম্প ফক্স নিউজ-এর বিল ও-রিলি-কে একটি রেকর্ড করা সাক্ষাৎকারে বলেন৷ সাক্ষাৎকারটি রবিবার সম্প্রচারিত হয়৷

‘‘উনি ওনার দেশের নেতা৷ আমি বলি, রাশিয়ার সাথে বনা, রাশিয়ার সাথে না বনার চেয়ে ভালো৷ আর রাশিয়া যদি আমাদের আইসিসের বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করে - যেটা একটা বড় সংগ্রাম - আর সারা বিশ্বে ইসলামপন্থি সন্ত্রাসবাদ -এর বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করে, তাহলে সেটা একটা ভালো কথা,'' বলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ ‘‘আমার কি তার সাথে বনবে? আমার কোনো ধারণা নেই,'' ট্রাম্প বলেন৷

ইতিপূর্বে ট্রাম্প মস্কোর সঙ্গে উন্নততর সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন৷ তিনি পুটিনেরও প্রশংসা করেছেন৷ পুটিনও ট্রাম্পকে ‘খুবই বুদ্ধিমান ও প্রতিভাবান' বলে বর্ণনা করেছেন৷

‘খুনি' পুটিনের প্রশ্নে

সাক্ষাৎকারের সময় ও-রিলি যখন ‘পুটিন একজন খুনি' বলে উদ্বেগ প্রকাশ করলে ট্রাম্প তার উত্তরে বলেন, ‘‘আমাদেরও অনেক খুনি আছে... আপনি কি ভাবেন আমাদের দেশ অতটা নির্দোষ?'' ‘‘আমরা কি করেছি, সেটাও একবার ভাবুন৷ আমরাও অনেক ভুল করেছি,'' বলেন ট্রাম্প৷

ক্রেমলিন কিন্তু ইতিমধ্যে পুটিন সম্পর্কে ও-রিলি-র মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য' ও আপত্তিকর বলে অভিহিত করেছে ও ফক্স নিউজ-এর কাছ থেকে দুঃখপ্রকাশ দাবি করেছে৷ মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘‘ফক্স টিভি কেম্পানির কাছ থেকে এ ধরনের কথাবার্তা আমরা অগ্রহণযোগ্য ও অবমাননাকর বলে মনে করি, এবং সত্যি কথা বলতে কি, আমরা এ ধরনের একটা নামকরা কোম্পানির কাছ থেকে দুঃখপ্রকাশ পেলে সুখি হতাম৷''

Trump calls for "careful" screening

00:37

This browser does not support the video element.

বিভিন্ন ডেমোক্র্যাট ও রিপাবলিকান রাজনীতিকরা সুখি নন

‘‘উনি যে ওরকম কিছু একটা বলবেন, তাতে আমার সত্যিই আপত্তি আছে,'' মিনেসোটার ডেমোক্র্যাট সেনেটর এমি ক্লোবুশার এবিসি টেলিভিশনের ‘দিস উইক' অনুষ্ঠানে বলেছেন৷

সেনেটের সর্বোচ্চ রিপাবলিকান, কেনটাকির মিচ ম্যাককনেল সিএনএন-এর ‘স্টেট অফ দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে বলেছেন, ‘‘পুটিন একজন সাবেক কেজিবি গুপ্তচর৷ উনি একজন গুন্ডা৷ উনি এমনভাবে নির্বাচিত হয়েছেন, যা অধিকাংশ মানুষ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পদ্ধতি বলে গণ্য করবেন না৷''

‘‘রুশরা ক্রাইমিয়া সংযোজন করেছে, ইউক্রেনে অনুপ্রবেশ করেছে এবং আমাদের নির্বাচনে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে৷ এবং রুশরা যেভাবে তাদের কাজ চালায় আর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কাজ করে, এই দুইয়ের মধ্যে কোনো সাদৃশ্য আছে বলে আমি মনে করি না,'' বলেছেন ম্যাককনেল৷

‘ন্যাটোর প্রতি জোরালো সমর্থন'

রবিবার ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনব্যার্গের সঙ্গে একটি টেলিফোনালাপে ‘ন্যাটোর প্রতি জোরালো সমর্থন' ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ উভয়ের মধ্যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়৷

দৃশ্যত তাঁদের আলাপ-আলোচনার আরো একটি বিষয় ছিল, ‘‘কী করে ন্যাটোর সব সদস্যদেশকে তাদের প্রতিরক্ষা খাতে খরচ সংক্রান্ত প্রতিশ্রুতি পালনে উৎসাহিত করা যায়''৷

ট্রাম্প আগামী মে মাসে ইউরোপে ন্যাটো নেতৃবর্গের শীর্ষবৈঠকে অংশ নিতে সম্মত হয়েছেন বলে প্রকাশ৷

জেবিএইচ/এসি/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ