1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

২০ জানুয়ারি ২০১৭

সব আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে তাঁর শপথগ্রহণের দিনেও যুক্তরাষ্ট্র শান্ত ছিল না৷ এমনকি ওয়াশিংটন ডিসিতেও প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ছবি: Getty Images/AFP/T. A. Clary

সকালে স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে দিন শুরু করেন ট্রাম্প৷ হোয়াইট হাউসের কাছের গির্জাতেই তাঁরা এই পর্ব সারেন৷ তারপরই ছিল প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিদায়ী ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কফি পানের আনুষ্ঠানিকতা৷ ঐতিহ্য অনুযায়ী ট্রাম্প দম্পতিকে হোয়াইট হাউসে স্বাগত জানান ওবামা৷

এক সঙ্গে কফি পানের উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টকে একটি ব্যক্তিগত নোট লিখতে হয়৷ সেই প্রথা অনুসরণ করে ওবামা ট্রাম্পের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন৷

তারপর বিদায়ী এবং নতুন প্রেসিডেন্ট ও তাঁদের স্ত্রীদের নিয়ে ক্যাপিটলের দিকে শুরু হয় গাড়ি শোভাযাত্রা৷ সেখানেই যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী দুপুরে এবং বাংলাদেশ সময় অনুযায়ী রাত এগারোটায় শপথ পাঠ করেন ট্রাম্প৷ তাঁকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্ট৷ শপথগ্রহণের একটু পরই সমবেত শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প৷ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনও শপথ অনুষ্ঠানে যোগ দেন৷

এক টুইট বার্তায় হিলারি জানান, ‘‘আজ আমি এখানে এসেছি আমাদের গণতন্ত্র এবং দীর্ঘকাল ধরে টিকে থাকা মূল্যবোধের প্রতি সম্মান জানাতে৷ আমাদের দেশ ও দেশের ভবিষ্যতের ওপর আমি কখনোই বিশ্বাস হারাবো না৷’’

শপথগ্রহণ শেষে দেয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প মূলত জনতার ঐক্য ও শক্তির ওপরই গুরুত্ব আরোপ করেছেন৷ বিশ্বসভায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বও তাঁর কাম্য৷ তাই তিনি বলেছেন, ‘‘আজ থেকে এ দেশ চলবে নতুন দৃষ্টভঙ্গি নিয়ে আর তা হবে ‘অ্যামেরিকা প্রথম’৷’’ পাশাপাশি নির্বাচনি প্রচারাভিযানের সময় থেকে বলে আসা ‘আমরা আবার একসঙ্গে অ্যামেরিকাকে মহান জাতির উচ্চতায় নিয়ে যাবো’ অঙ্গিকারেরও পুনর্ব্যক্ত করেছেন৷ তবে ধনকুবের থেকে রাজনীতির ময়দানে এসেই রাষ্ট্রপ্রধান হয়ে যাওয়া ট্রাম্প ভাষণ শুরু করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়ে৷ এ সময় ওবামা দম্পতির প্রশংসা করেছেন৷ ওবামা ও মিশেলের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ওবামা পরিবার ছিল চমৎকার৷’’ এ সময় ওবামাকেও মাথা নেড়ে সাড়া দিতে দেখা গেছে৷

তবে ভাষণের বড় একটা অংশ জুড়েই ছিল জনতার প্রশংসা৷ ট্রাম্পের ভাষায়, ‘‘আজ শুধু ঐতিহ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরই হচ্ছে না, আজ ওয়াশিংটন থেকে ক্ষমতা তুলে দেয়া হচ্ছে আপনাদের হাতে৷’’

ভোটের আগে যুক্তরাষ্ট্রে আর অভিবাসন প্রত্যাশীদের আসতে দেবেন না বললেও অভিষেক ভাষণে এ প্রসঙ্গে কিছু বলেননি৷ তবে তাঁর সরকারের অবস্থান যে ‘উগ্র ইসলামপন্থিদের’ বিরুদ্ধে সে ইঙ্গিত দিয়েছেন৷

২০ জানুয়ারি, ২০১৭ – এই তারিখটিকে অ্যামেরিকা চিরকাল স্মরণ করবে বলেও মনে করেন ট্রাম্প৷ 

দিনটি শুধু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেক হিসেবেই হয়ত মনে রাখবে না সারা বিশ্ব৷ ট্রাম্পের অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভও হয়েছে৷ ওয়াশিংটন ডিসিতে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়েছে পুলিশকে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ