1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-নীতির বিরোধিতায় ম্যার্কেল, মাক্রোঁ

২৫ জানুয়ারি ২০১৮

সুইজারল্যান্ডের ডাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম৷ মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার সেখানে বক্তব্য রাখবেন৷ তার আগে বুধবার বক্তব্য দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

Schweiz Davos - Angela Merkel beim World Economics Forum (WEF)
ছবি: picture-alliance/AP Photo/Keystone/L. Gillieron

এ সব বক্তব্যে ম্যার্কেল ও মাক্রোঁ বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্য চুক্তির সমর্থনে কথা বলেন৷ কারণ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতিতে দেশ পরিচালনা করছেন৷ ফলে বিশ্ব বাণিজ্যের বিন্যাসে কিছু পরিবর্তন এসেছে৷ এই অবস্থায় ব্যবসায়ীসহ অন্যান্য অর্থনীতিকে আশস্ত করতে চেয়েছেন ম্যার্কেল, মাক্রোঁ ও ইটালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি৷

জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বলেন, ‘‘আমাদের বিশ্বাস, বিচ্ছিন্নতাবাদ আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবেনা৷ তাই আমাদের একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে৷ প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদী নীতি সঠিক উত্তর নয়৷'' তিনি বলেন, এই মুহূর্তে অনেক বেশি ‘জাতীয় অহংবাদ' দেখা যাচ্ছে৷ তাই বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের যে মটো ‘চিড় ধরা বিশ্বে অংশগ্রহণমূলক ভবিষ্যৎ তৈরি' তার প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর৷

Reshaping globalization

02:50

This browser does not support the video element.

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেন, বিশ্বায়ন আজ গভীর সংকটে৷ ইংরেজি ও ফরাসি ভাষায় দেয়া তাঁর এক ঘণ্টার বক্তৃতায় তিনি সংরক্ষণবাদী নীতিরও বিরোধিতা করেন৷

ইটালির প্রধানমন্ত্রী জেন্তিলোনি বলেন, একজন নেতা ‘প্রথমে আমার দেশ' বলতেই পারেন৷ কিন্তু একে অপরের সঙ্গে বাণিজ্যের মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি আসে, সংরক্ষণবাদী নীতির মাধ্যমে নয়৷

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র ১১ দেশের মধ্যে থাকা বাণিজ্য চুক্তি (ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ) থেকে সরে দাঁড়িয়েছে৷ এছাড়া ক্যানাডা ও মেক্সিকোর সঙ্গে সই হওয়া ‘নর্থ অ্যামেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' নিয়ে পুনরায় আলোচনা করতে চেয়েছে যুক্তরাষ্ট্র৷ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প৷

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ডাভোস পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সফর শুরুর আগে করা এক টুইটে তিনি বলেন, অ্যামেরিকার অর্থনীতি কত ভাল করছে তা বিশ্বকে জানাতে তিনি ডাভোস যাচ্ছেন৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ