ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারত
১৪ ফেব্রুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন৷ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান৷
ছবি: Jim Watson/AFP/Getty Images
বিজ্ঞাপন
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়৷ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন৷ ট্রাম্প ও মোদীর বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি৷
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ এবং ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন৷’’
বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদী তুলে ধরেছেন বলে জানান মিস্রি৷ তিনি বলেন, ‘‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে পারি৷ কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সেই বিষয়গুলো তুলে ধরেছেন৷’’
ট্রাম্প ও মোদীর বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিছবি: Gao Jie/Photoshot/picture alliance
এর আগে ট্রাম্প-মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়৷ এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল৷’’
জবাবে ট্রাম্প বলেন, ‘‘বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না৷ এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে৷ কিন্তু আমি বাংলাদেশ (প্রসঙ্গটি) প্রধানমন্ত্রীর (মোদী) কাছে ছেড়ে দিচ্ছি৷’’
তবে মোদী এই বিষয়ে পরে আর কোনো ব্যাখ্যা দেননি সাংবাদিক সম্মেলনে৷
এফএস/এসিবি (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)
ইলন মাস্কের বাচ্চাদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে দেখা করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার বাচ্চাদের উপহার দিলেন মোদী।
ছবি: @narendramodi via X via REUTERS
রবীন্দ্রনাথের বই উপহার
ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার পার্টনার এবং তিন সন্তান। মাস্কের সন্তানদের হাতে রবীন্দ্রনাথের 'দ্য ক্রেসেন্ট মুন', আর কে নারায়ণ রচনাসংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণুশর্মার পঞ্চতন্ত্র তুলে দেন মোদী। রবীন্দ্রনাথ বাচ্চাদের জন্য লেখা বেশ কিছু কবিতা ইংরাজিতে অনুবাদ করেছিলেন। সেগুলি নিয়েই 'দ্য ক্রেসেন্ট মুন' প্রকাশিত হয়।
ছবি: @narendramodi via X via REUTERS
'কথা বলে আনন্দ পেয়েছি'
নরেন্দ্র মোদী মাস্কের বাচ্চাদের হাতে বই তুলে দেয়ার পরই তারা তা আগ্রহ নিয়ে পড়তে শুরু করে। মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ''ইলন মাস্ক ও তার পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হলো। কথা বলে খুব আনন্দ পেয়েছি।''
ছবি: @narendramodi via X via REUTERS
কোন বিষয়ে কথা হলো?
মোদী জানিয়েছেন, ''মহাকাশ অভিযান, গাড়ি, প্রযুক্তি, উদ্ভাবন নিয়ে আলোচনা হয়েছে। আমি মাস্ককে বলেছি, ভারত সরকার কীভাবে ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসনের নীতি নিয়ে চলছে।''
প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ''কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন, মহাকাশ অভিযানে ভারত-মার্কিন সহায়তা ও যৌথ উদ্য়োগ নিয়ে মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথা হয়েছে।''
ছবি: @narendramodi via X via REUTERS
মোদী যা বলেছেন
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেছেন, ইলন মাস্ককে তিনি অনেকদিন ধরে চেনেন। তিনি যখন মুখ্যমন্ত্রী সেই সময় থেকে মাস্কের সঙ্গে তার যোগাযোগ আছে।
ছবি: Ben Curtis/AP Photo/picture alliance
টেসলার গাড়ির কারখানা
ভারতে টেসলার গাড়ির কারখানা করার কথা বলেছিলেন মাস্ক। কিন্তু বিষয়টি তারপর খুব একটা এগোয়নি। এখন কি সেই কারখানা হবে?