1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম-কিম বৈঠকের আগে সাংবাদিক বহিষ্কার

১১ জুন ২০১৮

মঙ্গলবারের ঐতিহাসিক বৈঠকের আগে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে নিরাপত্তার চরম কড়াকড়ি চলছে৷ মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় নেতার বৈঠক উপলক্ষে দেশটির কিছু অংশ বলতে গেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে৷

Singapur vor Treffen Trump und Kim
ছবি: picture-alliance/NurPhoto

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের বাসায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম- কেবিএসের দুই সাংবাদিককে বহিষ্কার করেছে সিঙ্গাপুর৷ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে পুলিশ৷

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০০ সাংবাদিক মঙ্গলবারের বৈঠকের তথ্য সংগ্রহ করতে সিঙ্গাপুরে অবস্থান করছেন৷

‘‘এই দুই সাংবাদিকের সিঙ্গাপুরে অবস্থানের অনুমতিপত্র বাতিল করা হয়েছে৷ জুনের ৯ তারিখে তাদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে'', এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ৷

ঘটনার পর সাংবাদিকদের আবারও সতর্ক করে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ৷ আইন ভঙ্গ করা হলে তাৎক্ষণিকভাবে অনুমতিপত্র বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে তারা৷

স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগান সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের সাথে সম্পৃক্ত ব্যক্তি ছাড়া, অন্যদের সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না৷ একজন ব্যক্তি মোবাইল ফোনে ‘আত্মঘাতী বোমা' সার্চ করায় তাকেও সিঙ্গাপুরে প্রবেশ করতে না দেয়ার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী৷

ট্রাম্প-কিম বৈঠক সুষ্ঠুভাবে আয়োজন করতে ১২ দশমিক ৭ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১২৭ কোটি টাকা খরচ হচ্ছে৷ এর বড় অংশই নিরাপত্তার পেছনে খরচ হচ্ছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং৷

এডিকে/এসিবি(এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ