1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশব্যাপী হরতাল

২৮ ফেব্রুয়ারি ২০১২

মূল্যবৃদ্ধি, বিলগ্নিকরণ ও শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে ২৪ ঘন্টার সারা ভারত হরতালে মিশ্র সাড়া৷ হরতালের সবথেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ, কেরালায়৷ ধর্মঘটে বেশিরভাগ রাজ্যে ব্যাহত হয়েছে ব্যাংকিংও পরিবহন৷

ছবি: AP

আজ দেশ জুড়ে ২৪ ঘন্টার হরতালে সর্বত্রই জনজীবন আংশিক ব্যাহত হয়৷ মূল্যবৃদ্ধি, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ এবং শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে ১১টি ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়৷ এর সবথেকে বেশি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গ ও কেরালায়৷

কলকাতার সিপিএমের অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে জানা গেছে৷ একটি স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিক নিগৃহীত হন৷ রেল ও সড়ক অবরোধের অভিযোগে পুলিশ প্রায় ১০০ জন বনধ সমর্থককে গ্রেপ্তার করেছে৷ মহানগরীতে সরকারি বাস ও ট্রাম খুব কমই চলেছে৷ যেগুলি চলেছে তাতে যাত্রী না থাকার মত৷

তবে রাইটার্স বিল্ডিং, সেক্রেটারিয়েট ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশের মত৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, সরকারি কর্মচারী কাজে অনুপস্থিত থাকলে চাকরিতে ছেদ পড়তে পারে৷ আজকের ধর্মঘট ব্যর্থ বলে দাবি করেছেন মমতা বন্দোপাধ্যায়৷ তাঁর মতে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম বিরোধীদের ডাকা হরতাল ব্যর্থ হলো৷ পাশাপাশি তিনি একথাও স্বীকার করেন, বিরোধী নেত্রী থাকাকালীন তাঁর দলের ধর্মঘট ডাকার নীতিতে ভুল ছিল৷

দিল্লিতে হরতাল আংশিক৷ ব্যাংকিং, বিমা ও পরিবহন ব্যাহত হয়৷ অফিসগুলির সামনে চলে পিকেটিং ও স্লোগান৷ দিল্লির কর্মব্যস্ত আইটিও এলাকায় চাক্কা জ্যাম করে ধর্মঘটিরা৷ রাস্তায় বাস ও অটোরিক্সার সংখ্যা ছিল বেশ কম৷ বিদ্যুতের মত অত্যাবশ্যক পরিষেবা সচল রাখতে দিল্লি সরকার অত্যাবশ্যক পরিষেবা আইন ‘এসমা' বলবৎ করে৷

কেরালাতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়৷ বাস ও অটোরিক্সা চলেনি৷ কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার নে ওয়ার্ক, নো পে নিয়ম জারি করেছে৷ অন্ধ্রপ্রদেশের ছবিটাও একই৷ পাঞ্জাব, হরিয়ানায় ব্যাঙ্কিং ও পরিবহন ব্যাহত হয়৷ মধ্যপ্রদেশ ওড়িশা,আসাম, ত্রিপুরায় আংশিক সাড়া৷ মুম্বই-এর আজাদ ময়দানে ট্রেড ইউনিয়ন নেতারা বিক্ষোভ দেখায়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ