কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷
বিজ্ঞাপন
এই দুর্ঘটনাটি বুধবার দুপুর ১২টার দিকে ঘটার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বলে লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷
নিহত লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার বিজয়পুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী৷ ওসি মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে আছেন জানিয়ে বলেন ‘‘আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ৷’’
এছাড়া গতকালও রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার সকালে ২০ বছর বয়সি মো. রবিন নামের ওই যুবক মোবাইল কানে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ৷ পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০১৯ সালের ছবিঘরটি দেখুন
বিশ্বের ভয়াবহ যত রেল দুর্ঘটনা
ভয়াবহ রেল দুর্ঘটনার উদাহরণ বিশ্বে নতুন নয়৷ ছবি ঘরে দেখুন বিশ্বের এমটি কয়েকটি রেল দুর্ঘটনার খবর৷
ছবি: picture-alliance/Construction/I. Masterton
আল আয়াত দুর্ঘটনা: মিশর
২০ ফেব্রুয়ারি ২০০২ সালের ঘটনা৷ মিশরের কায়রো থেকে লুক্সরগামী ট্রেনের একটি বগিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের অন্যান্য বগিতে৷ এ ঘটনায় ট্রেনটির সাতটি বগি পুড়ে যায় আর নিহত হয় ৪০০ মানুষ৷
ছবি: picture-alliance/Xinhua/A. Gomaa
আওয়াশ রেল দুর্ঘটনা: ইথিওপিয়া
আফ্রিকার দেশ ইথিওপিয়ার আওয়াশ শহরের নিকটে ১৪ জানুয়ারি ১৯৮৫ সালের ট্রেন দুর্ঘটনাটি আফ্রিকার ভয়াবহতম দুর্ঘটনা হিসেবেই পরিচিত৷ আওয়াশ গিরিখাতের পাশ দিয়ে ছুটে যাওয়া ট্রেনটি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে গেলে ৪২৮ জন নিহত হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpaMarthe van der Wolf
টরে ডেল বিয়েরজু রেল দুর্ঘটনা: স্পেন
৩ জানুয়ারি ১৯৪৪ সালের ঘটনা৷ স্পেনের টরে ডেল বিয়েরজু গ্রামে অবস্থিত ২০ নাম্বার টানেলে একটি মেইল ট্রেইন প্রবেশ করে৷ এসময় বিপরীত দিক থেকে কয়লাবাহী আরেকটি ট্রেনের সাথে মুখোমুখি ধাক্কা লাগে দুটো ট্রেনের৷ ট্রেন দুটিতে বেশ কিছু যাত্রী থাকলেও তারা টিকেট ছাড়াই ভ্রমণ করছিল৷ যে করণে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি৷ তবে সংঘর্ষের ফলে ট্রেন দুটিতে সৃষ্ট আগুন টানা দুদিন ধরে জ্বলছিল
ছবি: picture-alliance/AP/P. White
গোয়াদালাজারা রেল দুর্ঘটনা: মেক্সিকো
১৯১৫ সালের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৬০০৷ মেক্সিকো বিপ্লব তখন বেশ তুঙ্গে৷ যাত্রীসমেত একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে৷
ছবি: Getty Images/J.Moore
বিহার রেল দুর্ঘটনা: ভারত
১৯৮১ সালের ঘটনা এটি৷ প্রায় এক হাজারের যাত্রী নিয়ে বিহারের বাঘমতি নদীতে পড়ে যায় একটি ট্রেন৷ টেনটি যখন সেতুর কাছে এসেছিল ঠিক সে মুহূর্তে একটি গরু ট্রেনলাইন পার হচ্ছিল৷ গরুটিকে বাচানোর চেষ্টা করতে গেলে রেলের নিয়ন্ত্রণ হারায় চালক৷ পাঁচশর অধিক যাত্রী নিহত হয়েছিল এ দুর্ঘটনায়৷
ছবি: Strdel/Afp/Getty Images
সিউরেয়া রেল দুর্ঘটনা: রোমানিয়া
১৯১৭ সালের ঘটনা৷ রোমানিয়ার সিউরেয়া স্টেশনের নিকটবর্তী এলাকায় একটি ট্রেনে আগুন ধরে গেলে অন্তত ছয়শ’ যাত্রী নিহত হন, কোনো কোনো হিসেবে সংখ্যাটি
ছবি: DW / Cristian Stefanescu
সেইন্ট মিশেল-ডে-মাউরিএনে রেল দুর্ঘটনা: ফ্রান্স
১৯১৭ সালের ১২ ডিসেম্বর৷ প্রচণ্ড গতির কারণে আল্পস পর্বতের পাশ দিয়ে যাওয়া ফ্রান্সের সৈন্যবাহী একটি ট্রেনের ব্রেকে আগুন ধরে যায়৷ ধারণা করা হয় এ দুর্ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়৷
ছবি: Reuters/C. Platiau
সুনামি রেল দুর্ঘটনা: শ্রীলংকা
২০০৪ সালের সুনামির দিনে প্রায় ১৫শ’ যাত্রী নিয়ে সমুদ্র থেকে মাত্র ২১৭ গজ দুরে অবস্থান করছিল একটি ট্রেন৷ সুনামির প্রথম ঢেউটি আসার সময়ে স্টেশনের আরো অনেক যাত্রী টেনটিকে নিরাপদ ভেবে আশ্রয় নেয়৷ সতেরশর অধিক মানুষ এ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়৷