1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেনের চাপায় ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু

৯ মার্চ ২০২২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে৷

প্রতীকী ছবিছবি: DW/M. Rahman

এই দুর্ঘটনাটি বুধবার দুপুর ১২টার দিকে ঘটার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বলে  লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷

নিহত লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার বিজয়পুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী৷ ওসি মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে আছেন জানিয়ে বলেন ‘‘আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি ৷’’

এছাড়া গতকালও রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার সকালে ২০ বছর বয়সি মো. রবিন নামের ওই যুবক মোবাইল কানে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ৷ পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

২০১৯ সালের ছবিঘরটি দেখুন 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ