জার্মানির জাতীয় ট্রেন পরিচালকারী সংস্থা ট্রেনের বিলম্ব কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে৷ আগামী গ্রীষ্মের আগে ট্রেনের সব ধরনের বিলম্ব কমাতে একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
বিজ্ঞাপন
এই উদ্যোগ গ্রহণের আগে জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান (ডিবি) এক বিবৃতিতে স্বীকার করে যে, প্রায় ২৫ শতাংশ ট্রেন যথা সময়ে চালাতে ব্যর্থ তাদের প্রতিষ্ঠান৷
চালকদের মধ্যে নিয়মানুবর্তীতা ফিরিয়ে আনতে টিএসআর ব্যবস্থা চালু করেছে ডিবি৷ এই ব্যবস্থার আওতায় দেরি করা কর্মীদের কঠিন জবাবদিহির আওতায় আনা হবে, নতুবা বরখাস্ত কিংবা সাময়িক বরখাস্ত করা হবে৷
জার্মান জাতীয় দৈনিক বিল্ড-এর রবিবারের সংস্করণ বিল্ড আম জনটাগে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, জার্মান চ্যান্সেলরের সাবেক চিফ অফ স্টাফ এবং বর্তমানে ডিবি'র অবকাঠামো প্রধান রোনাল্ড পোলাফাকে এই বিলম্ব কমিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই মুহূর্তে জার্মান ট্রেনের বিলম্ব অবিশ্বাস্যরকম বেড়েছে৷ কর্তৃপক্ষ পরিস্থিতিকে ‘জঘন্য' বলে আখ্যা দিয়েছে৷
দায়িত্ব গ্রহণের পর পরই পোলাফা জার্মান প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে রেল প্রধানদের এক বৈঠক ডেকেছেন৷ চলতি সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হবে৷
জার্মানিতে সস্তায় ভ্রমণ করার কিছু উপায়
আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন ? জার্মানিতে ঘুরে বেড়াতে চান ? তাহলে চলুন, আপনাকে জানিয়ে দেই কিছু টিপস, যাতে আপনি ট্রেনে খুব সস্তায় ঘুরে বেড়াতে পারেন৷
ছবি: Imago/imagebroker/Theissen
ভোরের ট্রেন
আপনি যদি শুক্রবার বা রবিবার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে৷ কারণ, ভোরের ট্রেনগুলোতে প্রায়ই টিকিট সস্তায় দেওয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
আগে যাবেন, ভালো টিকিট পাবেন
আগে টিকিট বুক করার জন্য কোনো বাড়তি ডিসকাউন্ট পাওয়া যায় না৷ তবে সস্তায় দেওয়া টিকিটগুলো যাঁরা আগে টিকিট বুক করেন তাঁরাই পান৷ কারণ, শেষ মুহুর্তে সবসময়ই সবকিছুর জন্য বেশি দাম দিতে হয়, তা আমরা সকলেই জানি৷ কারণ, প্রয়োজনে মানুষ বেশি দামের টিকিট কিনেই যাতায়াত করে থাকেন৷
ছবি: Imago/imagebroker/Theissen
গ্রুপ টিকিট কিনুন
তরুণদের অনেকেই বন্ধুবান্ধব মিলে একসাথে অন্য শহরে কেনাকাটা বা মজা করতে যান৷ এক্ষেত্রে গ্রুপের একজনকে দিতে হয় পুরো ভাড়া আর বাকি দুই থেকে চারজন, মাত্র কয়েক ইউরো ভাড়া দিয়েই সকলে একসাথে ভ্রমণ করতে পারেন৷ সবাই আলাদা আলাদা টিকিট কিনলে খরচ অনেক বেশি, কিন্তু একসঙ্গে, অর্থাৎ গ্রুপ টিকিট কিনলে খরচ অনেক কমে যায়৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
কোন শ্রেণিতে যাবেন, লক্ষ্য রাখুন
আপনি যেখানে যেতে চান, সেখানে যাওয়ার দ্বিতীয় শ্রেণির সস্তায় দেয়া টিকিট সব বিক্রি হয়ে গেছে? তাহলে প্রথম শ্রেণির টিকিট দেখুন৷ কারণ, অনেক সময় প্রথম শ্রেণির সস্তার টিকিট দ্বিতীয় শ্রেণির নরমাল টিকিটের চেয়ে কম দামে পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/S. Prautsch
ট্রেন কার্ড বা বান কার্ড
যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য একটি ‘বান কার্ড ২৫’ নামে বিশেষ ট্রেন টিকিট কিনে নিন, যেটার মূল্য সারা বছরের জন্য মাত্র ৬০ ইউরো৷ এই টিকিটটি থাকলে আপনি যেখানে যত দূরেই ট্রেনে ভ্রমণ করুন না কেন, প্রতি টিকিটের জন্য আপনাকে শতকরা ২৫ ভাগ কম ভাড়া দিতে হবে৷ এই সুযোগটি কিন্তু ভ্রমণবিলাসী তরুণ, প্রবীণ সকলেই নিয়ে থাকেন জার্মানিতে৷
ছবি: picture-alliance/dpa
দূরের রুট দিলে সুবিধা
যেসব রুটে ট্রেন বেশি যায়, যেমন বার্লিন, ফ্রাংকফুর্ট, আপনি সেখানে যাবেন৷ কিন্তু এক্ষেত্রে আপনি ইন্টারনেটে টিকিট কেনার সময় যদি একই দিকের আরো দূরের পথ ‘ফ্রাইবুর্গ’ দেন, তাহলে ভাগ্য ভালো হলে ৫০ ইউরোর টিকিট ৪০ ইউরোতেই পেয়ে যেতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/D. Kalker
ট্রেন ছাড়ার ‘সময়’ লক্ষ্য রাখুন
কারণ, অনেক সময় কোনো কোনো ট্রেন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে ছাড়ে, তাড়াহুড়ো করে এসব ট্রেন ধরতে পারলে শতকরা ১০ভাগ কম ভাড়ায় গন্তব্যে যেতে পারেন৷
ছবি: cc-by: Rob Dammers
ডিসকাউন্ট টিকিট
আপনি ইন্টারনেটে ট্রেনের টিকিট কিনতে গেলে অবশ্যই প্রথমে ছাড় দেয়া মূল্যের টিকিট দেখবেন৷ আর স্টেশনের কাউন্টার থেকে টিকেট কিনলেও কাউন্টারে প্রথমে ডিসকাউন্ট টিকেট আছে কিনা জেনে নেবেন৷কারণ, সব সময় কাউন্টারের টিকেট বিক্রেতা যে আপনাকে সস্তার টিকেটের খবরটি জানাবেন, তা কিন্তু নয়! তরুণদের সস্তায় ভ্রমণ করার সুবিধার্থে এই পরামর্শগুলো দিয়েছেন জার্মানির যাত্রীদের অ্যাসোসিয়েশন ‘প্রো বান’-এর কার্ল পেটার নয়মান৷
ছবি: picture-alliance/dpa/K. Hölter
8 ছবি1 | 8
গত আগস্ট মাসে প্রকাশ করা ডিবি'র এক বিবৃতি থেকে জানা যায়, সবসময়ই ডিবি'র ৯৫ শতাংশ ট্রেন যথাসময়ে গন্তব্যে পৌঁছেছে৷ তবে গত ১ বছরে পরিস্থিতি খারাপ হয়েছে৷ এ সময়ে ডিবির ২৫ শতাংশ ট্রেন বিলম্ব করেছে৷ এই ২৫ শতাংশের মধ্যে তিনভাগই দেশটির সবচেয়ে উচ্চগতিশীল আইসিই ট্রেন৷