1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলম্ব হলে ক্ষতিপূরণ

ক্রিশ্টোফ হাসেলবাখ/আরবি১০ জানুয়ারি ২০১৪

নিয়ম, শৃঙ্খলা ও সময় মেনে চলার ক্ষেত্রে জার্মানদের জুড়ি নেই৷ সাধারণত এমনটাই মনে করা হয়৷ কিন্তু জার্মান রেলওয়ের চলাচল লক্ষ্য করলে এতে সন্দেহ জাগে বৈকি৷ ট্রেনের বিলম্ব হওয়া, শিডিউল বিপর্যয় লেগেই আছে৷

ছবি: Reuters

সম্প্রতি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এমন একটি রায় দিয়েছে, যার ফলে জার্মান রেলওয়েকে একটু নড়েচড়ে বসতে হচ্ছে৷ এতে বলা হয়েছে বড় রকমের বিলম্ব ঘটলে ট্রেনের যাত্রীরা ক্ষতিপূরণ পেতে পারেন৷ এমনকি রেল কর্তৃপক্ষ এ জন্য দায়ী না হলেও৷

এর আগে প্রাকৃতিক দুর্যোগ বা দৈব দুর্বিপাকের কারণে ট্রেনের বিলম্ব ঘটলে কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করতো৷ বলা হতো, এ কারণে তারা দায়ী নন৷ যেমন প্রচণ্ড ঝড়, তুষারপাত, বন্যা কিংবা ধর্মঘট বা আত্মহত্যার ঘটনা ঘটলে এসবের দায়িত্ব নিতে চাইতো না রেলওয়ে কর্তৃপক্ষ৷

ইউরোপীয়ান কোর্টের রায়ে অবশ্য সমগ্র ইউরোপীয় রেলওয়ের কথা বলা হয়েছে৷ ভবিষ্যতে নিজেদের ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কারণেই হোক না কেন, ভু্ক্তভোগী যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে রেলকে৷

ট্রেনে বেশি দেরি হলে যাত্রীরা ক্ষতিপূরণ পেতে পারেনছবি: DW

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত

ক্ষতিপূরণের পরিমাণ ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক বেশ কয়েক বছর আগেই নির্ধারিত করা হয়৷ ৬০ থেকে ১১৯ মিনিট দেরি হলে কোনো যাত্রী টিকিটের এক চতুর্থাংশ ফেরত পাওয়ার দাবি করতে পারেন৷ দুই ঘন্টা বিলম্ব হলে টিকেটের অর্ধেক দাম ফেরত পাওয়ার অধিকার আছে যাত্রীর৷ এই রায় অবশ্য শুধু ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য৷ বাস, ট্রাম বা প্লেনের বেলায় নয়৷

রায়কে স্বাগত জানিয়েছেন

ভোক্তা সুরক্ষা সংস্থা ও রাজনীতিবিদরা এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ কেননা এখন যাত্রীদের কোনটা নিজের দোষে আর কোন দৈব দুর্বিপাকে হয়েছে তা নিয়ে ঝগড়া বিবাদ করতে হবে না৷

এমনকি জার্মান রেলওয়ে কর্তৃপক্ষও তেমন উচ্চবাচ্য না করেই মেনে নিয়েছে এই রায়৷ যদিও তাঁদের ওপর একটা বিরাট ব্যয়ভার চাপতে পারে এবার৷ রেলওয়ের এক মুখপাত্র ডানিয়েলা বাল্স জানান, ‘‘এই রায় দ্রুততার সাথে কার্যকর করবো আমরা৷''

ইউরোপীয় পার্লামেন্টে সবুজ দলের পরিবহণ সংক্রান্ত মুখপাত্র মিশায়েল ক্রামার এই প্রসঙ্গে বলেন, ‘‘রেলওয়ে এখন বুঝতে পেরেছে, যাত্রীদের সুবিধা অসুবিধার দিকে নজর দিলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকাও সুবিধাজনক হবে৷'' ইউরোপের সরকারি ও বেসরকারি রেলওয়ে উভয়ের ক্ষেত্রেই একথা প্রযোজ্য৷

বৈষম্যমূলক আচরণ

ক্রামার ক্ষতিপূরণের ব্যাপার রেলওয়ের এতদিনের আচরণকে মৃদু সমালোচনা করলেও আসল অভিযোগটা তাঁর ট্রেন ও অন্যান্য যানবাহনের মধ্যে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে৷ নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বলতে পারেন যে, বেশির ভাগ প্লেনই নির্ধারিত সময় অনুযায়ী ওঠা নামা করে না৷ বিলম্বের সময় তিন ঘণ্টা ও তার বেশি হলেই কেবল ক্ষতিপূরণ পাওয়া যায়৷ এবং এব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই বিমানসংস্থাগুলোর৷ এমনটি মনে করেন জার্মানির পরিবেশবান্ধব পরিবহন ক্লাবের মুখপাত্র হাইডি টিশমান৷ রেলের পক্ষ নিয়ে বলেন, ‘‘কেউ যদি ট্রেনের সামনে পড়ে আত্মহত্যা করতে চান কিংবা আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে ওঠে, তাহলে সমস্যাটা সমগ্র সমাজের৷ আর এই ব্যয়ভারও সামগ্রিভাবেই বহন করা উচিত৷

কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক নয়৷ তাই এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া টিশমানের৷ রেল কর্তৃপক্ষ হয়তো বলবে ‘‘আমাদের খরচ বেড়ে গিয়েছে, আর তাই টিকেটের দাম বাড়াতে বাধ্য হচ্ছি আমরা৷ আর এটা কারো জন্যই কাম্য নয়৷''

বিশেষ বিমা করা যেতে পারে

ক্রামার রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন, দৈব দুর্বিপাক ও দুর্ঘটনার জন্য অতিরিক্ত বিমা করতে পারেন কিংবা অতিরিক্ত অর্থ মজুত রাখতে পারেন৷ যেমন বন্যা বা ধর্মঘট হলে৷ এসব কদাচিৎ ঘটে থাকে বলে প্রতিবছর খুব একটা খরচ পড়বে না৷ ‘‘তবে ‘মুশকিল আসানে'-র জন্য তো যাত্রীরাই রয়েছেন'', ঠাট্টাচ্ছলে বলেন তিনি৷

হাইডি টিশমান ও ক্রামার উভয়েই রেলওয়ের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করেন৷ তাঁরা পরিবেশ রক্ষার কারণে গাড়ি ও উড়োজাহাজের চেয়ে রেলওয়ে শক্তিশালী হোক, এটাই চান৷

অন্যদিকে রেলওয়ে টিকিটের দাম বাড়ানোর কারণে যাত্রীদের তেমনভাবে কাছে টানতে পারছে না৷ তাই আদালতের রায়ের ব্যাপারে বলা যায়, টিকেটের মূল্যবৃদ্ধির বিনিময়ে স্বল্পসংখ্যক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ