1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেনে আগুন: নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ

৬ জানুয়ারি ২০২৪

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার কথা জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রগুলো নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে কোনো শিশু নেই।

গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হন
গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হনছবি: Suvra Kanti Das/Zuma/picture alliance

মরদেহগুলো চেনার উপায় না থাকায় ডিএনএ পরীক্ষা করার পর তারপর তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ চারজনের মরদেহ নিতে রেলওয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পাঁচ ব্যক্তি। এখন পর্যন্ত পাঁচজন তাঁদের স্বজন নিখোঁজ বলে আবেদন জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রগুলো নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে কোনো শিশু নেই। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অন্য তিনজন প্রাপ্তবয়স্ক নারী। ময়নাতদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

তবে নিহতদের পরিবারের সদস্যরা কাউকে শনাক্ত করতে না পারায় ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মামলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় এ মামলা দায়ের করেন।

অগ্নিকাণ্ড: জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘এটা সরকারের পুরোনো খেলার অংশ।'' এই ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক' বলে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি।

হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল শেষে রুহুল কবির রিজভীর গলায় অভিযোগের স্পষ্ট সুর। তার কথায়, সরকার ফের আগুন নিয়ে খেলা শুরু করেছে। আগেও অগ্নিসন্ত্রাসের তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল। ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার একের পর এক ষড়যন্ত্র করে দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর।

বেনাপোল এক্সপ্রেসে আগুনে বিএনপির সংশ্লিষ্টতা: ঢাকা মহানগর পুলিশ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। নবী উল্লাহ নবীকে অর্থদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।

ডিবি প্রধান বলেন, ‘‘কাজী মনসুরকে গ্রেপ্তারের পর তার কাছে আমরা দুটি বিষয় জানতে পেরেছি। তার বড় ভাই, ঊর্ধ্বতন নেতা এনামুল ইসলাম খন্দকার ও রবিউল ইসলাম নয়ন, তাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে টাকা, ককটেল ও বিস্ফোরক দ্রব্য বিতরণ করেছে; নির্বাচনী ক্যাম্পগুলোতে তারা আগুন লাগাবে। ককটেল বিস্ফোরণ করবে, উদ্দেশ্য কেউ যেন ভোটকেন্দ্রে না আসে। এই পরিকল্পনায় জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে ৩০ হাজার টাকা ও ২০ পিস ককটেল উদ্ধার করা হয়েছে।''

সংবাদ সম্মেলনের পর আরো দুইজনের গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

ট্রেনে আগুনের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুনের ঘটনা নাশকতামূলক কাজ কি-না তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন, শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

যশোর জেলার বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। রাত নয়টার দিকে চলন্ত ট্রেনে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গিয়েছে।

কী বলছে ব়্যাব

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা নাশকতা উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে। খুরশীদ হোসেন বলেন, 'নাশকতার ব্যাপারে যদি বলি, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে। ভোট বয়কট যারা করেছে, বিএনপি-জামায়াত; ইতোমধ্যে আমরা তিনজনকে ধরেছি গতকাল রাতে। তাদের কাছে পেট্রল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি।''

১৬ ঘণ্টায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন: দমকল বিভাগ

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রেনসহ ৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন দেওয়া হয়েছে ৯টি স্থাপনায়। এর মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।

আরকেসি/এপিবি (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ