1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেন দুর্ঘটনার প্রধান কারণ চালকের ক্লান্তি

সমীর কুমার দে ঢাকা
৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশে কেন এত ট্রেন দুর্ঘটনা? চালকদের কি প্রশিক্ষণের অভাব? ট্রেন চালক ফরিদা আক্তার ডয়চে ভেলেকে বলছিলেন, ‘‘প্রত্যেক চালককে দুই বছর প্রশিক্ষণ নিয়েই ফিল্ডে আসতে হয়৷’’

বাংলাদেশের প্রথম নারী রেলচালক সালমা খাতুনছবি: privat

ফলে প্রশিক্ষণের অভাব থাকার কথা না৷ আসলে ডিউটির চাপে ক্লান্ত চালকরা৷’’

তিনি আরো বলেন, ‘‘চালক সংকটের কারণে তাদের রোস্টার ঠিক থাকে না৷ কখনও ২৪ ঘন্টাও ডিউটি করতে হয়৷''

মাঝে মধ্যেই বাংলাদেশে ট্রেন লাইনচ্যুত বা দুর্ঘটনার খবর পাওয়া যায়৷ গত দুই দিনে দু'টি দুর্ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার রংপুরে ইঞ্জিন ঘুরাতে গিয়ে চালক ট্রেনের বগিতেই ধাক্কা দিয়েছেন৷ আর শুক্রবার আখাউড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে৷ দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের নজর উন্নয়নের দিকে৷ কিন্তু মেরামত যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে বাজেটও কমে যাচ্ছে৷ বৃটিশ আমলের রেললাইন নিয়মিত সংস্কার করা প্রয়োজন৷ সেগুলো কি হচ্ছে? পাশাপাশি অনেকদিন ধরেই রেলে জনবল কম৷ এটা অন্য সেক্টরের মতো না৷ একজনকে নিয়োগ দিলে তাকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে সময় লাগে৷ ১৯৯১ সালে তো বিএনপি ক্ষমতায় আসার পর একসঙ্গে ১০ হাজার মানুষকে রেল থেকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে৷ এরপর কিন্তু খুব বেশি জনবল নেওয়া হয়নি এই সেক্টরে৷''

নুরুল ইসলাম সুজন

This browser does not support the audio element.

সর্বশেষ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জালালাবাদ এক্সপ্রেসের মালবাহী বগি লাইনচ্যুত হয়৷ দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আবারও সচল হয়েছে৷ 

ট্রেন কেন এত লাইনচ্যুত হচ্ছে? এত বেশি দুর্ঘটনার কারণ কী? জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডয়চে ভেলেকে বলেন, ‘‘ব্রিটিশ আমলের রেলপথকে তো খুব একটা গুরুত্বের সঙ্গে কখনো নেওয়া হয়নি৷ আগে মানুষ ট্রেনে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতে না৷ এখন অনেক বেশি মানুষ ট্রেনে চড়েন৷ ১৯৭৩ সালে রেলে জনবল ছিল ৬৮ হাজার৷ তখন দেশের মানুষ ছিল ৭ কোটি৷ আর এখন ১৬-১৭ কোটি মানুষের দেশে রেলের জনবল ২৭ হাজার৷ ১৯৮৬ সাল থেকে তো রেলে জনবল নিয়োগ বন্ধই ছিল৷ এরমধ্যে বিএনপি এসে বহু মানুষকে বিদায় করেছে৷ ফলে বড় ধরনের জনবলসংকট তৈরি হয়েছে৷ আমরা নতুন করে কিছু নিয়োগ দেওয়া শুরু করেছি৷ কিন্তু এরজন্য তো সময় দরকার৷ পরিস্থিতি সামাল দিতে আমরা বহু চালককে অবসরে না পাঠিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রেখে দিচ্ছি৷ তা না হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়৷ আর দেশে সিঙ্গেল লাইনে ট্রেন চলে৷ ফলে কোথাও দুর্ঘটনা ঘটলে পুরো এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ এটা যতদিন না ডাবল লাইন করা যাচ্ছে, ততদিন এই ধরনের কিছু সমস্যা থাকবেই৷''

বৃহস্পতিবার রংপুরে ট্রেনের ইঞ্জিন ঘুরাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী৷ এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংশ্লিষ্টরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর বিকেল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন৷ তখনই দুর্ঘটনাটি ঘটে৷ এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন৷ 

ফরিদা আক্তার

This browser does not support the audio element.

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের কেওয়াটখালীতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়৷ এতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল৷ 

ট্রেন চালক ফরিদা আক্তার ডয়চে ভেলেকে বলেন, ‘‘ট্রেনে অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের ব্যবস্থা আছে৷ দুটো একসঙ্গে কাজ না করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়৷ এতে চালকের কিছুই করার থাকে না৷ কোনো চালকই চান না দুর্ঘটনা ঘটাতে৷ কিন্তু তারপরও ঘটে যাচ্ছে৷ আমরা যারা ট্রেন চালাই, তারা তো কম্পিউটার না, মানুষ৷ নানা কারণে যে পথ যেতে ১৪ ঘণ্টা লাগার কথা, সেখানে ২৪ ঘণ্টাও লেগে যায়৷ আমাদের রোস্টার বলে কিছু নেই৷ কোথাও দুর্ঘটনা ঘটলে তখন সবাইকে ডেকে আনা হয় ডিউটির জন্য৷ আমরা সামনে যদি একটি গরুকে দাঁড়িয়ে থাকতে দেখি তা-ও চোখ বন্ধ করে আল্লাহর নাম নেই, আর বলি আল্লাহ আমি এই গরুটিকে বাঁচাতে পারলাম না৷ কারণ, এখানে আমাদের কোনো হাত নেই৷ আমাদের তো পরিবার আছে৷ আমার দুটো মেয়ে আছে৷ তাদেরও সময় দিতে পারি না৷ এবার ঈদের সময় আমার শ্বাশুড়ি বলছিলেন, ‘এটা কেমন চাকরি, ঈদের দিনও ডিউটি করতে হয়৷' আসলে আমাদের চাকরিটাই এমন৷ মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে এটাই আমাদের চাকরি৷'' রেলে বর্তমানে ১৫ জন নারী চালক আছেন বলেও জানাল ফরিদা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ