জার্মানিতে গত এক বছর ধরে ট্রেন সময় মতো চলছে না বলে নানা তথ্য, নানা গল্প বেরিয়ে আসছে৷ ট্রেন প্রায়ই দেরি করে বলে ওই সময়ে উলের স্কার্ফ বুনেছেন এক জার্মান নারী৷ নিলামে সেই স্কার্ফ বিক্রি হলো সাত হাজার ৫৫০ ইউরোতে৷
বিজ্ঞাপন
মিউনিখ শহরের সেই নারী ট্রেন বিলম্বের হিসাব রাখতে শুরু করেন স্কার্ফ বোনা৷ একেক সময়ে একেক রঙ দিয়ে দেড় মিটার, অর্থাৎ ৫ ফুট লম্বা স্কার্ফ বুনে ফেললেন৷ তারপর সেই স্কার্ফ বিক্রির জন্য ই-বেতে তুলে দিলেন নিলামে৷
ই- বে তে এই স্কার্ফটি পেতে ৪৫ জন ১৩৪টি দর হাঁকেন৷ স্কার্ফটিরউলের রঙই বিলম্বের সময় নির্দেশ করে বলে জানিয়েছেন সেই নারীর মেয়ে সারাহ ওয়েবার৷ তিনি জানান, তাঁর মা সব সময় গণপরিবহনে যাতায়াত করেন৷ ট্রেনের বিলম্বের ঘটনা তাঁকে ভীষণ বিরক্ত করে এবং তিনি নিজে নিজে হিসাব রাখার একটি পদ্ধতি বের করে নেন৷
জার্মানিতে সস্তায় ভ্রমণ করার কিছু উপায়
আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন ? জার্মানিতে ঘুরে বেড়াতে চান ? তাহলে চলুন, আপনাকে জানিয়ে দেই কিছু টিপস, যাতে আপনি ট্রেনে খুব সস্তায় ঘুরে বেড়াতে পারেন৷
ছবি: Imago/imagebroker/Theissen
ভোরের ট্রেন
আপনি যদি শুক্রবার বা রবিবার ট্রেনে যাতায়াত করতে চান তাহলে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে৷ কারণ, ভোরের ট্রেনগুলোতে প্রায়ই টিকিট সস্তায় দেওয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
আগে যাবেন, ভালো টিকিট পাবেন
আগে টিকিট বুক করার জন্য কোনো বাড়তি ডিসকাউন্ট পাওয়া যায় না৷ তবে সস্তায় দেওয়া টিকিটগুলো যাঁরা আগে টিকিট বুক করেন তাঁরাই পান৷ কারণ, শেষ মুহুর্তে সবসময়ই সবকিছুর জন্য বেশি দাম দিতে হয়, তা আমরা সকলেই জানি৷ কারণ, প্রয়োজনে মানুষ বেশি দামের টিকিট কিনেই যাতায়াত করে থাকেন৷
ছবি: Imago/imagebroker/Theissen
গ্রুপ টিকিট কিনুন
তরুণদের অনেকেই বন্ধুবান্ধব মিলে একসাথে অন্য শহরে কেনাকাটা বা মজা করতে যান৷ এক্ষেত্রে গ্রুপের একজনকে দিতে হয় পুরো ভাড়া আর বাকি দুই থেকে চারজন, মাত্র কয়েক ইউরো ভাড়া দিয়েই সকলে একসাথে ভ্রমণ করতে পারেন৷ সবাই আলাদা আলাদা টিকিট কিনলে খরচ অনেক বেশি, কিন্তু একসঙ্গে, অর্থাৎ গ্রুপ টিকিট কিনলে খরচ অনেক কমে যায়৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
কোন শ্রেণিতে যাবেন, লক্ষ্য রাখুন
আপনি যেখানে যেতে চান, সেখানে যাওয়ার দ্বিতীয় শ্রেণির সস্তায় দেয়া টিকিট সব বিক্রি হয়ে গেছে? তাহলে প্রথম শ্রেণির টিকিট দেখুন৷ কারণ, অনেক সময় প্রথম শ্রেণির সস্তার টিকিট দ্বিতীয় শ্রেণির নরমাল টিকিটের চেয়ে কম দামে পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa/S. Prautsch
ট্রেন কার্ড বা বান কার্ড
যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য একটি ‘বান কার্ড ২৫’ নামে বিশেষ ট্রেন টিকিট কিনে নিন, যেটার মূল্য সারা বছরের জন্য মাত্র ৬০ ইউরো৷ এই টিকিটটি থাকলে আপনি যেখানে যত দূরেই ট্রেনে ভ্রমণ করুন না কেন, প্রতি টিকিটের জন্য আপনাকে শতকরা ২৫ ভাগ কম ভাড়া দিতে হবে৷ এই সুযোগটি কিন্তু ভ্রমণবিলাসী তরুণ, প্রবীণ সকলেই নিয়ে থাকেন জার্মানিতে৷
ছবি: picture-alliance/dpa
দূরের রুট দিলে সুবিধা
যেসব রুটে ট্রেন বেশি যায়, যেমন বার্লিন, ফ্রাংকফুর্ট, আপনি সেখানে যাবেন৷ কিন্তু এক্ষেত্রে আপনি ইন্টারনেটে টিকিট কেনার সময় যদি একই দিকের আরো দূরের পথ ‘ফ্রাইবুর্গ’ দেন, তাহলে ভাগ্য ভালো হলে ৫০ ইউরোর টিকিট ৪০ ইউরোতেই পেয়ে যেতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/D. Kalker
ট্রেন ছাড়ার ‘সময়’ লক্ষ্য রাখুন
কারণ, অনেক সময় কোনো কোনো ট্রেন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে ছাড়ে, তাড়াহুড়ো করে এসব ট্রেন ধরতে পারলে শতকরা ১০ভাগ কম ভাড়ায় গন্তব্যে যেতে পারেন৷
ছবি: cc-by: Rob Dammers
ডিসকাউন্ট টিকিট
আপনি ইন্টারনেটে ট্রেনের টিকিট কিনতে গেলে অবশ্যই প্রথমে ছাড় দেয়া মূল্যের টিকিট দেখবেন৷ আর স্টেশনের কাউন্টার থেকে টিকেট কিনলেও কাউন্টারে প্রথমে ডিসকাউন্ট টিকেট আছে কিনা জেনে নেবেন৷কারণ, সব সময় কাউন্টারের টিকেট বিক্রেতা যে আপনাকে সস্তার টিকেটের খবরটি জানাবেন, তা কিন্তু নয়! তরুণদের সস্তায় ভ্রমণ করার সুবিধার্থে এই পরামর্শগুলো দিয়েছেন জার্মানির যাত্রীদের অ্যাসোসিয়েশন ‘প্রো বান’-এর কার্ল পেটার নয়মান৷
ছবি: picture-alliance/dpa/K. Hölter
8 ছবি1 | 8
সাংবাদিক সারাহ জানান, প্রতিদিন দুই সারি করে উল বুনে স্কার্ফটি বানান তাঁর মা৷ পাঁচ মিনিট বা তাঁর কম হলে ধূসর রঙে বুনতেন তিনি৷ ট্রেন ৫ থেকে ৩০ মিনিট দেরি হলে গোলাপী উলে বুনতেন৷ আর আসা-যাওয়ার উভয় ট্রেন বিলম্ব করলে এবং ৩০ মিনিটের বেশি দেরি করলে লাল রঙে বুনতেন তিনি৷
স্কার্ফটি বোনা শেষ হলে সারাহ তাঁর মায়ের ইচ্ছা অনুযায়ী টুইটারে বিক্রির বিষয়ে একটি বার্তা পোস্ট দেন৷ এতে ব্যপক সাড়া পান৷ পরে ই-বে তে বিক্রি হয় সেটি৷
সারাহ'র মায়ের ইচ্ছা নিলামে পাওয়া অর্থ তিনি জার্মান রেলওয়ে পরিচালিত দাতব্য সংস্থায় দেবেন৷ সারাহ টুইটার বার্তায় আরো লিখেছেন, তিনি ও তাঁর মা কল্পনাও করতে পারেননি এমনটি ঘটতে পারে৷ তারা ভীষণ আনন্দিত৷
উল্লেখ্য, গত রবিবার জার্মান রেল সময়ানুবর্তী টিএসআর নিয়ে কাজ শুরুর ঘোষণা দেয়৷ ট্রেনের বিলম্ব ও স্থগিতের ঘটনা কমিয়ে আনতে একজন বিশেষজ্ঞও নিয়োগ দেওয়া হয়েছে৷ টিএসআর পদ্ধতিতে ট্রেনের বিলম্ব হলে চালকের চাকরিও চলে যেতে পারে৷
লুইসা রাইট/এফএ (ডিপিএ)
আচ্ছা, আমাদের দেশে ট্রেন লেট হলেও যদি এমন হতো? কেমন হতো তবে? লিখুন মন্তব্যের ঘরে৷