1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেন লেট, তাই ৭ হাজার ইউরো আয়!

২০ জানুয়ারি ২০১৯

জার্মানিতে গত এক বছর ধরে ট্রেন সময় মতো চলছে না বলে নানা তথ্য, নানা গল্প বেরিয়ে আসছে৷ ট্রেন প্রায়ই দেরি করে বলে ওই সময়ে উলের স্কার্ফ বুনেছেন এক জার্মান নারী৷ নিলামে সেই স্কার্ফ বিক্রি হলো সাত হাজার ৫৫০ ইউরোতে৷

ছবি: Twitter/sara__weber

মিউনিখ শহরের সেই নারী ট্রেন বিলম্বের হিসাব রাখতে শুরু করেন স্কার্ফ বোনা৷ একেক সময়ে একেক রঙ দিয়ে দেড় মিটার, অর্থাৎ ৫ ফুট লম্বা স্কার্ফ বুনে ফেললেন৷ তারপর সেই স্কার্ফ বিক্রির জন্য ই-বেতে তুলে দিলেন নিলামে৷

ই- বে তে এই স্কার্ফটি পেতে ৪৫ জন ১৩৪টি দর হাঁকেন৷ স্কার্ফটিরউলের রঙই বিলম্বের সময় নির্দেশ করে বলে জানিয়েছেন সেই নারীর মেয়ে সারাহ ওয়েবার৷ তিনি জানান, তাঁর মা সব সময় গণপরিবহনে যাতায়াত করেন৷ ট্রেনের বিলম্বের ঘটনা তাঁকে ভীষণ বিরক্ত করে এবং তিনি নিজে নিজে হিসাব রাখার একটি পদ্ধতি বের করে নেন৷

 সাংবাদিক সারাহ জানান, প্রতিদিন দুই সারি করে উল বুনে স্কার্ফটি বানান তাঁর মা৷ পাঁচ মিনিট বা তাঁর কম হলে ধূসর রঙে বুনতেন তিনি৷ ট্রেন ৫ থেকে ৩০ মিনিট দেরি হলে গোলাপী উলে বুনতেন৷ আর আসা-যাওয়ার উভয় ট্রেন বিলম্ব করলে এবং ৩০ মিনিটের বেশি দেরি করলে লাল রঙে বুনতেন তিনি৷   

স্কার্ফটি বোনা শেষ হলে সারাহ তাঁর মায়ের ইচ্ছা অনুযায়ী টুইটারে বিক্রির বিষয়ে একটি বার্তা পোস্ট দেন৷ এতে ব্যপক সাড়া পান৷ পরে ই-বে তে বিক্রি হয় সেটি৷ 

 সারাহ'র মায়ের ইচ্ছা নিলামে পাওয়া অর্থ তিনি জার্মান রেলওয়ে পরিচালিত দাতব্য সংস্থায় দেবেন৷ সারাহ টুইটার বার্তায় আরো লিখেছেন, তিনি ও তাঁর মা কল্পনাও করতে পারেননি এমনটি ঘটতে পারে৷ তারা ভীষণ আনন্দিত৷

উল্লেখ্য, গত রবিবার জার্মান রেল সময়ানুবর্তী টিএসআর নিয়ে কাজ শুরুর ঘোষণা দেয়৷ ট্রেনের বিলম্ব ও স্থগিতের ঘটনা কমিয়ে আনতে একজন বিশেষজ্ঞও নিয়োগ দেওয়া হয়েছে৷ টিএসআর পদ্ধতিতে ট্রেনের বিলম্ব হলে চালকের চাকরিও চলে যেতে পারে৷

লুইসা রাইট/এফএ (ডিপিএ)

আচ্ছা, আমাদের দেশে ট্রেন লেট হলেও যদি এমন হতো? কেমন হতো তবে? লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ