ট্র্রাম্প পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
২৫ অক্টোবর ২০২২
ডনাল্ড ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি ও প্রতারণার মামলার শুনানি শুরু হয়েছে৷ ট্রাম্প বলছেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার পথে বাধা তৈরির জন্যই মামলাটি করা হয়েছে৷
বিজ্ঞাপন
সোমবার নিউইয়র্কে শুরু হয়েছে মামলার শুনানি৷শুনানি শুরু করা গেলেও ট্রাম্পবিরোধী ভাবমূর্তি নেই বা কখনো ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নেননি এমন ১২ জন বিচারক খুঁজে বের করে বিচারকমণ্ডলি গঠন করা এখনো সম্ভব হয়নি৷
ট্রাম্পেরব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্বে রয়েছেন তার বড় দুই ছেলে ডনাল্ড জুনিয়র এবং এরিক ট্রাম্প৷ তাই মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের নাম আসেনি৷ ধারণা করা হচ্ছে, তাকে সাক্ষ্য দিতে আদালতে হাজির হতেও দেখা যাবে না৷ তারপরও বসে নেই ডনাল্ড ট্রাম্প৷ বরাবরের মতো এখনো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয়৷সেখানেই আক্রমণ শানাচ্ছেন মামলা প্রক্রিয়ার বিরুদ্ধে৷
২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণের ইচ্ছা রয়েছে তার৷ আগামী ৮ নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন৷তাই এই মুহূর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাকে ভালো চোখে দেখছেন না ট্রাম্প৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘ভীষণ পক্ষপাতদুষ্ট ডেমোক্র্যাটদের উইচ হান্টিং অব্যাহত, এবার নিউইয়র্কে... ভীষণ গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে৷''
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি তার ফ্লোরিডার পাম বিচের বাড়িতে অঘোষিত তল্লাশি চালায় এফবিআই৷ এরপরই ট্রাম্পের সমর্থকেরা তার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন। বিস্তারিত দেখুন ছবিঘরে
ছবি: David 'Dee' Delgado/REUTERS
উড়িয়ে ধ্বজা
ট্রাম্পের মার-আ-লাগোর বাড়ির সামনে পতাকা উড়িয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। তাদের দাবি, ট্রাম্পকে ইচ্ছা করে হয়রানি করা হয়েছে।
ছবি: Marco Bello/REUTERS
জগৎসভায় শ্রেষ্ঠ!
এক সমর্থকের হাতে পোস্টার এবং পতাকা। তাতে এফবিআইকে কটাক্ষ করে লেখা ট্রাম্পই জয়ী হয়েছিলেন। আবার অ্যামেরিকাকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারেন ট্রাম্পই।
ছবি: Marco Bello/REUTERS
গাড়িতে পতাকা
মেয়াদ শেষের পরে ফ্লোরিডার বাড়িতে হোয়াইট হাউসের প্রচুর গোপন সরকারি নথি নিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ৷ এদিকে ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এফবিআই তল্লাশির প্রতিবাদে গাড়িতে করে ট্রাম্পের বাড়ির সামনে এসেছেন সমর্থকেরা। সেই গাড়িতে থাকা পোস্টারেও ২০২৪-এ ট্রাম্প, আমাকে মিস করছেন বলে ট্রাম্পের ছবি দেয়া পোস্টারও দেখা গিয়েছে।
ছবি: Marco Bello/REUTERS
রিপাবলিকানদের ভোট দিন
রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এফবিআইয়ের এই তল্লাশিতে ট্রাম্পের প্রতি সহানুভূতি বেড়ে গিয়েছে সমর্থকদের। ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের সামনেও পোস্টার হাতে দেখা গিয়েছে এক সমর্থককে। পরবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দিয়ে অ্যামেরিকাকে বাঁচান, এমন স্লোগান লেখা রয়েছে পোস্টারে।
ছবি: Eduardo Munoz/ REUTERS
এফবিআইকে কটাক্ষ
এফবিআই দুর্নীতিগ্রস্ত, পাল্টা অভিযোগ করেছেন ট্রাম্পের সমর্থকরা। প্রিয় নেতার বাড়িতে এ জাতীয় তল্লাশি তাদের মোটেও পছন্দ হয়নি। তারা ভাবতেই পারেন না ট্রাম্প কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন।
ছবি: Marco Bello/REUTERS
মোতায়েন পুলিশ
ট্রাম্পের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। এফবিআই সদস্যদের তল্লাশির পর ট্রাম্পের সমর্থকেরা যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন, সেদিকে নজর রেখেছে পুলিশ।
ছবি: Marco Bello/REUTERS
লক্ষ্য ২০২৪
ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই এই সব করা হয়েছে। ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশির প্রতিবাদে সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা জড়ো হয়েছিলেন ট্রাম্প টাওয়ারের সামনে। প্রেসিডেন্ট পদে তাকে দেখতে চান, সমর্থকেরা এমন দাবি জানিয়েছেন।
ছবি: David 'Dee' Delgado/REUTERS
দিনভর প্রতিবাদ
ক্যাপিটলে তার সমর্থকদের উসকানি দেয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। তার মাঝেই অ্যামেরিকাজুড়ে ট্রাম্পের প্রতি সমর্থন বাড়ছে। ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের আরো উন্নতি হবে এমনটাই মনে করে রাতজুড়ে প্রতিবাদ করেন সমর্থকেরা।
ছবি: Marco Bello/REUTERS
অগাধ আস্থা
ট্রাম্পের এক উপদেষ্টা সূত্রে খবর, ফেডারেল এজেন্টরা অভিযান চালিয়েছে জরুরি নথির সন্ধানেই। এর অনেকগুলি ট্রাম্প ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ। ট্রাম্প বলছেন, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সমর্থকেরা কিন্তু ট্রাম্পের উপরই আস্থা রাখছেন। ট্রাম্পকে বিশ্বাস করেন তারা, এমন একাধিক পোস্টার সমর্থকদের হাতে দেখা গিয়েছে।
ছবি: Marco Bello/REUTERS
সেলফিও রয়েছে
ট্রাম্পের সমর্থনে তার বাড়ির সামনে রীতিমতো ভিড় করেছেন সমর্থকেরা। হাতে মার্কিন মুলুকের পতাকা, বুকের মধ্যে আঁকড়ে রাখা ট্রাম্পের খবর সংক্রান্ত সংবাদপত্র নিয়ে এক সমর্থককে ছবি তুলতেও দেখা গিয়েছে।
ছবি: Marco Bello/REUTERS
10 ছবি1 | 10
নিউইয়র্কের আদালতে শুরু হওয়া মামলায় ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০০৫ এবং ২০২১ সালে তাদের নির্বাহী কর্মকর্তাদের দেয়া ‘ক্ষতিপূরণের' অঙ্ক গোপন করার অভিযোগ আনা হয়েছে৷ ওই সময়ে ট্রাম্প এবং ট্রাম্পের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ছিলেন অ্যালেন ওয়াইসেলবার্গ৷ গত বছর ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয় তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তোলে৷
১৫ আগস্ট সেই মামলার রায় ঘোষণা করা হয়৷ সেখানে তিনি দোষী সাব্যস্ত হন৷ ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের মামলায় তার সাক্ষ্য গ্রহণের চেষ্টা করা হবে৷ ম্যানহাটনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে পাঁচ মাস কারাদণ্ড ভোগে রাজি হলেও ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এখনো রাজি হননি অ্যালেন ওয়াইসেলবার্গ৷